ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য সুখবর, ব্রাইটকে কত বছরের জন্য পেতে চলেছে লাল-হলুদ
আইএসএলে অভিষেকের পর থেকে প্রতি ম্যাচেই ফ্যানেদের মন জিতছেন ব্রাইট এনোবাখারে। এসসি ইস্টবেঙ্গল জার্সিতে গোয়ার বিরুদ্ধে তার বিশ্বমানের গোল সপ্তম আইএসএলের এখনও পর্যন্ত সেরা বিজ্ঞাপন। ইস্টবেঙ্গলের জার্সিতে তিন ম্যাচ খেলে ২টি গোল ব্রাইটের। তরুণ তু্র্কিকে নিয়ে তাই ভারতীয় ফুটবল মহলে চর্চা তুঙ্গে। আর এর মাঝেই ব্রাইটকে নিয়ে লাল-হলুদ ফ্যানদের জন্য খুশির খবর।

ব্রাইটকে নিতে চায় এটিকে মোহনবাগান
চার ডিফেন্ডারকে কাটিয়ে গোয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য গোল পাওয়ার পরই ব্রাইটকে নিতে চেয়েছে এটিকে মোহনবাগান। এরপরই ভারতীয় ফুটবলে সাড়া জাগানো স্ট্রাইকার ব্রাইটের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে আসরে ইস্টবেঙ্গল ক্লাব।

বিশ্বমানের গোল, বিদেশ থেকে আসতে পারে সুযোগ
ব্রাইটের বয়স কম, ২২ বছর বসয়ী স্ট্রাইকারের চোখ ধাঁধানো গোল দেখে তাই তাঁকে নিয়ে বিদেশের ক্লাবগুলি আসরে নেমে পড়তে পারে। সেক্ষেত্রে বড় কোনও ক্লাবের অফার পেলে এসসি ইস্টবেঙ্গলকে ব্রাইটকে ছাড়তে হবে।

ভারতে থাকলে ইস্টবেঙ্গলেই থাকছেন ব্রাইট
তবে ভারতে থাকলে তিন বছর এসসি ইস্টবেঙ্গলেই থাকতে চলেছেন ব্রাইট। আপাতত লাল-হলুদ ক্লাব ব্রাইটের প্রথম বছরের চুক্তিপত্র ফেডারেশনে জমা দিয়েছে।

৩ বছর ইস্টবেঙ্গলে ব্রাইট
আরও জানা গিয়েছে, ব্রাইটের সঙ্গে ক্লাব নাকি আসলে ৩ বছরের চুক্তি করে রেখেছে। তাই এসসি ইস্টবেঙ্গল মরশুম শেষে তাঁকে না ছাড়লে ব্রাইটের অন্য কোনও ক্লাবে যাওয়ার সম্ভাবনাই নেই।

শ্রী সিমেন্ট ইস্টেবেঙ্গল ক্লাবে ইনভেস্টর থাকলে লাল-হলুদেই ব্রাইট
তবে চুক্তিপত্রে সই সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। সেই কারণে ফেডারেশন এখনও পর্যন্ত শুধুমাত্র চলতি মরসুমেরই চুক্তিপত্র জমা রয়েছে। সেক্ষেত্রে পরের মরশুম শ্রী সিমেন্ট ইস্টেবেঙ্গল ক্লাবে ইনভেস্টর হিসেবে যুক্ত থাকলে, তিন বছরের জন্য ব্রাইটকে পেতে চলেছে লাল-হলুদ।

প্রিমিয়ার লিগে এগিয়ে ম্যান ইউ, কত পয়েন্টে পিছিয়ে লিভারপুল