সেভজিৎ দেবজিৎ! মরসুমে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড,চেন্নাইয়ানকে আটকে দিল ১০ জনের ইস্টবেঙ্গল
সেভজিৎ দেবজিৎ! লাস্ট ম্যান অফ ডিফেন্স দেবজিতের লড়াইয়ে ৩১ মিনিট থেকে ১০ জনে খেলেও চেন্নাইয়ানকে আটকে দিল ইস্টবেঙ্গল। ফলে লিগে আরও এক ম্যাচ ড্র করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল এসসি ইস্টবেঙ্গল। গতবারের রানার্স দলের বিরুদ্ধে এদিন প্রথমার্ধে জোড়া হলুদ কার্ড দেখে অজয় ছেত্রী মাঠের বাইরে চলে যান। ৩১ মিনিটের এই লাল কার্ডের পরই ইস্টবেঙ্গলকে ১০ জনে লড়াই চালাতে হয়।


এই কঠিন পরিস্থিতিতেই লড়ে গিয়েছে ইস্টবেঙ্গল। যার ফলে শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থায় ম্যাচ শেষ হল। দুই দলই গোলমুখ খোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্কোরলাইনে পরিবর্তন আসেনি। দ্বিতীয়ার্ধে চেন্নাইয়ান এফসির হয়ে ইসমারা একের পর এক আক্রমণ চালালেও ইস্টবেঙ্গল গোলকিপার দেবজিৎকে পরাস্ত না করতে পারায় স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি।
তেকাঠিতে একের পর এক সেভ করে ম্যাচের সেরা এসসি ইস্টবেঙ্গলের দেবজিৎ মজুমদার। চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৪০টি সেভ করেছেন দেবজিৎ। ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপিয়ে চলতি মরসুমে প্রতি ম্যাচেই লাল-হলুদের রক্ষাকর্তা হয়ে উঠছেন তিনি।
এই নিয়ে লিগে ৩ বার দশ জনে খেলে ৩ ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল। অন্যদিকে টানা ৭ ম্যাচে অপরাজিত লাল-হলুদ। যা আগামী দিনে দলকে আরও আত্মবিশ্বাস যোগাবে। চেন্নায়াইনের বিরুদ্ধে ড্রয়ের পর ১২ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে এসসি ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে। ১২ ম্যাচ থেকে চেন্নাইয়ান ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে। শুক্রবার পরের ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামবে এসসি ইস্টবেঙ্গল।