For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০১৮-১৯, রাজধানীর বুকে পুরনো দলকে জবাব দিতে চান পর্তুগাল

মুম্বইয়ে, আইএসএল ২০১৮-১৯ দিল্লি ডায়নামোস এবং এফসি পুনে সিটির ম্যাচ প্রিভিউ।

  • |
Google Oneindia Bengali News

বুধবার সন্ধ্যায় দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এফসি পুনে সিটির বিরুদ্ধে ম্যাচ দিয়ে দিল্লি ডায়নামোস তাদের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০১৮-১৯ মরসুম শুরু করতে চলেছে।

আইএসএল ২০১৮-১৯, রাজধানীর বুকে পুরনো দলকে জবাব দিতে চান পর্তুগাল

গত আইপিএল মরসুমটা মোটেই ভাল যায়নি দিল্লি ডায়নামোসের। ৮ নম্বরে শেষ করেছিল তারা। এবার সেই দুঃস্বপ্নের দৌড় কাটাতে তারা দলের দায়িত্ব দিয়েছে তরুণ স্প্যানিশ কোচ জোসেফ গাম্বাউ-কে। তিনি এসে দলের বিদেশী খেলোয়াড়দের ঢেলে সাজিয়েছেন।

এক মরসুম পুনে সিটিতে কাটিয়ে ফের দিল্লির ফ্র্যাঞ্চাইজিতে ফিরেছেন মার্কোস তেবার। চেন্নাইন এফসি থেকে দিল্লি তুলে নিয়েছে রেনে মিহেলিককে। এছাড়া কালু উচের জায়গায় আক্রমণে আনা হয়েছে সার্বিয়ান ফুটবলার আন্দ্রিয়া কালুজেরোভিচকে। ডিফেন্সকে ভরসা দেবেন জিয়ানি জেইভারলোন ও মার্তি ক্রেস্পি।

এছাড়া রাজধানীর দলটিতে রয়েছেন দেশের অন্যতম সেরা দুই ফুল ব্যাক প্রীতম কোটাল ও নায়ারণ দাস। বিক্রমজিৎ, মোহনরাজ, সিয়াম হঙ্ঘলদের মতো প্রতিভাবান মিডফিল্ডারও আছেন দলে।

অপরদিকে পুনে সিটির এবারের কোচ মিগেল এঞ্জেল পর্তুগাল, গত মরসুমে ডায়নামোসেরই কোচ ছিলেন। এই মরসুমে তাঁকে ছাটাই করে দিল্লি। ফলে স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার বাড়তি তাগিদ থাকবে তাঁর।

দিল্লি ডায়নামোসের কোচ থাকাকালীন পর্তুগাল অভিযোগ করেছিলেন, ফ্র্যাঞ্চাইজিটি একেবারেই টাকা খরচ করতে চায় না। মার্সেলিনহো ও এডমিলানো আলফারোর মিলিত বেতন যা, সেই পরিমাণ অর্থ তাদের ক্লাব সব বিদেশী ফুটবলারের পিছনে মিলিতভাবে খরচ করে! আশ্চর্য সমাপতন, এবার মার্সেলিনহো ও এডমিলানো দুজনেই তাঁর দলেই রয়েছেন।

ডিফেন্সে তাঁর ভরসা ম্য়াট মিলস ও মার্টিন দিয়াজ আর মিডফিল্ডকে মজবুত করতে আছেন মার্কো স্ট্যানকোভিচ। আর উইং সচল রাখার দায়িত্বে দুই ভারতীয় ফুটবলার নিখিল পুজারি ও আশিক কুরুনিয়ান। ফুল ব্যাক হিসেবে তাদের সাহায্যে থাকবেন সার্থক গলুই ও সাহিল পানওয়ার।

সবমিলিয়ে একটি উত্তেজক ম্যাচ হওয়ার সবরকম মালমশলাই মজুত রয়েছে। রাজধানীর বুকে শেষ হাসিটা কারা হাসে, সেটাই দেখার।

English summary
The preview of the ISL 2018-19 match between Delhi Dynamos and FC Pune City in Delhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X