For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০১৮: আত্মবিশ্বাসহীন চেন্নাইন, রক্ষণাত্বক এটিকে - জিতলেই কপেলের দল প্রথম চারে

আইএসএল ২০১৮-এর এটিকে বনাম চেন্নাইন এফসি ম্য়াচের প্রিভিউ।

  • |
Google Oneindia Bengali News

দুটি দলই আইএসএল-এ দুইবারের চ্যাম্পিয়ন। কিন্তু এই এখনও অবধি কাউকেই চ্য়াম্পিয়নের মতো লাগছে না। রবিবার (২ ডিসেম্বর) আইএসএল ২০১৮-১৯ মরসুমে আরও একবার মুখোমুখি চেন্নাইন এফসি ও এটিকে। চেন্নাইনের পক্ষে তো কিছুই ঠিকঠাক চলছে না। গত মরসুমের চ্যাম্পিয়ন দলের অধিকাংশটা ধরে রেখে একই কোচকে রেখেও ৯ ম্যাচ থেকে মাত্র ৫ পয়েন্ট পেয়েছে তারা। হারতে হারতে তাদের আত্মবিশঅবাস একেবারে তলানিতে এসে ঠেকেছে।

অপরদিকে, এটিকে আশ্চর্যজনক ভাবে দীর্ঘদিন ধরে লিগ টেবিলের মাঝামাঝি এলাকায় নিজেদেরকে ধরে রেখেছে। আর তাতেই কপেলকে বেশ সন্তুষ্ট মনে হচ্ছে। সম্ভবত চোট আঘাতে একের পর এক আক্রমণভাগের খেলোয়াড় লিগ থেকে ছিটকে যাওয়ায়ই এর কারণ। তবে এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই কিন্তু লিগ টেবিলের ৪ নম্বরে উঠে যাবে এটিকে।

কামায়নী এক্সপ্রেস

কামায়নী এক্সপ্রেস

কামায়নী এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। মুম্বই থেকে বারাণসী যাচ্ছিল এই ট্রেনটি। মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ হরদায় মানচক নদীর কাছে কালভার্ট পেরনোর সময়ই হয় বিপত্তি।

এটিকে দলের খবর

এটিকে দলের খবর

কপেল তাঁর কোচিং-এ থাকা এর আগের আইএসএল দলগুলির মতোই এটিকে-তেও একটি জমাট রক্ষণ গড়ে তুলেএছএন। গত ৩ ম্যাচে জল জনসনদের ভেদ করে কেউ গোল করতে পারেনি। তবে এটাও মাথায় রাখতে হবে গত তিন ম্যাচে এটিকে গোলও করতে পেরেছে মাত্র ১টি। মরসুমের কিন্তু আর খুব বেশি বাকি নেই। উপরের গিয়ারে যেতে কপেল আরও বেশই সময় নিলে কিন্তু এটিকের ঝুঁকি বাড়বে। কাজেই এখনই তাঁকে আক্রমণভাগের জন্য নতুন স্ট্র্যাটেজি বের করতেই হবে। চোটের জন্য রবিবার প্রথম একাদশে থাকছেন না গোয়া ম্যাচের নায়ক প্রবীর দাস। হীতেশ শর্মাকে বসিয়ে তাঁর জায়গায় কোমল থাতাল বা চোট সারিয়ে ওঠা ইউজেনসন লিংডোকে খেলাতে পারেন কপেল।

জনতা এক্সপ্রেস

জনতা এক্সপ্রেস

কয়েক মিনিটের মধ্যে জবলপুর থেকে মুম্বইয়ের দিকে যাওয়া জনতা এক্সপ্রেসের ইঞ্জিন-সহ ৪টি বগি লাইনচ্যুত হয়।

চেন্নাইন এফসি দলের খবর

চেন্নাইন এফসি দলের খবর

সেমিফাইনাল খেলার দৌড় থেকে এই মরসুমে প্রায় ছিটকেই গিয়েছে দন গ্রেগরির দল। তবে গত মরসুমে ৩২ পয়েন্ট নিয়ে প্রথম চারে প্রবেশ কেরছিল তারা। কাজেই অঙ্কের হিসাবে তাদের একটা ক্ষিণ আশা এখনও আছে। তবে তার জন্য এখন থেকে প্রতিটি ম্যাচ তাদের জিততে হবে, যা দলের বর্তমান অবস্থায় প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। এখনও তাদের মাঝমাঠের ফুটবলার ধনপাল সিং সুস্থ হয়ে ওঠেনি। কাজই এটিকের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই। রবিবারের ম্যাচে থই সিং আসতে পারেন অনিরুধ থাপার জায়গায়। জার্মানপ্রিতও প্রথম একাদশে ফিরতে পারেন বলে খবর রয়েছে।

বানের জলেই বিপত্তি

বানের জলেই বিপত্তি

রেল আধিকারিকদের কথায়, রেল লাইনে বানের জল ঢুকে যাওয়াতেই এই বিপত্তি। ভারি বৃষ্টির জেরে রেল লাইনে গর্ত হয়ে গিয়েছিল। ফলে ওই গর্তে জল জমে যায়। যার ফলেই ট্রেন দুটি একই জায়গায় লাইনচ্যুত হয়ে যায়। রেলওয়ের মুখপাত্র অনিল সাকসেনা একথা জানিয়েছেন।

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

চেন্নাইন এফসি (৪-১-৪-১): সঞ্জীবন ঘোষ (গোলরক্ষক), লালডিনলিয়ানা রেন্থলেই, মেলসন আলভেস, এলি সাবিয়া, জেরি লালরিনজুয়ালা, ইনিগো ক্যালডেরন, থোই সিং, রাফায়েল অগুস্টো, আন্দ্রেয়া ওরলান্দি, আইস্যাক ভ্যানমালসাওমা, জেজে লালপেখালুয়া

এটিকে (৪-২-৩-১): অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), অঙ্কিত মুখার্জী, জন জনসন, আন্দ্রে বাইকি, রিকি লাল্লাওমাওমা, গার্সন ভিয়েইরা, প্রণয় হালদার, কোমল থাতাল, ম্যানুয়েল লাঞ্জারোতে, জয়েশ রানে, এভার্টন স্যান্টোস

হেল্পলাইন নম্বর

হেল্পলাইন নম্বর

হেল্পলাইন নম্বর
মুম্বই - ০২২ ২৫২৮ ০০০৫
ভোপাল - ০৭৫ ৫৪০০ ১৬০৯
হরদা - ০৯৭ ৫২৪৬ ০০৮৮
বিনা - ০৭৫ ৮০২২ ২৫৮০
ইতারসি - ০৭৫ ৭২২৪ ১৯২০
কল্যাণ - ০২৫ ১২৩১ ১৪৯৯

সাম্প্রতিক ফর্ম ও মুখোমুখি সাক্ষাত

সাম্প্রতিক ফর্ম ও মুখোমুখি সাক্ষাত

চেন্নাইন এফসি: ড্র, হার, জয়, হার, হার
এটিকে: ড্র, ড্র, জয়, হার, জয়

চেন্নাইন এফসি: ৩
এটিকে: ৪
অমিমাংসিত: ৪

রাতভর উদ্ধারকাজ

রাতভর উদ্ধারকাজ

আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে রাতভর অন্ধকারের মধ্যেই উদ্ধারকাজ চালানো হয়েছে। রেলওয়ের সিনিয়র আধিকারিক জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে পর্যন্ত নাগাদ অধিকাংশ আটকে পড়া যাত্রীকেই উদ্ধার করা গিয়েছে। উদ্ধারকর্মীরা কাজ চালাচ্ছেন।

উদ্ধারকাজে একটা বিশাল বড় ভূমিকা পালন করেছিলেন স্থানীয় বাসিন্দারা।

কোথায় কখন দেখবেন?

কোথায় কখন দেখবেন?

চেন্নাইন এফসি বনাম এটিকে
তারিখ: ২ ডিসেম্বর, ২০১৮
স্থান: জওহরলাল নেহরু স্টেডিয়াম, চেন্নাই
খেলা শুরু: সন্ধ্যা সাড়ে সাতটায়
সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিম: হটস্টার ও জিওটিভি

বগি সরানো

বগি সরানো

যে বগিগুলি ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলিকে আলাদা করে ইতারসিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনটি বিশেষ ট্রেনে করে ডাক্তার এবং উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে।

এনডিআরএফ

এনডিআরএফ

এনডিআরএফ-এর ৩৫ সদস্যের একটি দল ভোপাল থেকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের কাছে গ্যাস কাটার ও অন্যান্য বহু সরঞ্জাম রয়েছে। যাতে প্রয়োজনে বগি কেটে ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করা যায়।

সরব কংগ্রেস

সরব কংগ্রেস

দুর্ঘটনার জেরে রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব কংগ্রেস।

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

এই দুর্ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রেলমন্ত্রী

রেলমন্ত্রী

রেল মন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেল লাইনে বানের ডল ঝুকে যাওয়াতেই দুর্ঘটনা হয়েছে। ক্ষতিপূরণের অর্থ যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া হবে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে, গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে ও আহতদের ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওযার ঘোষণা করা হয়েছে।

প্রথম লেগে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইনকে ২-১ গোলে হারিয়েছিল এটিকে। এবার সেই ম্যাচের স্মৃতিও আইএসএল-এর বর্তমান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এটিকেকে বাড়তি উদ্যম এনে দিতে পারে।

English summary
Preview of ISl 2018 match between ATK and Chennaiyin FC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X