For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০১৮-১৯, সুযোগ নষ্টের খেসারত! পারতালুর হেডে এটিকেকে হারাল বেঙ্গালুরু এফসি

বেঙ্গালুরু এফসি বনাম এটিকে আইএসএল ২০১৮-১৯ ম্য়াচের প্রতিবেদন।
 

  • |
Google Oneindia Bengali News

আইএসএল ২০১৮-১৯-এ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) এটিকে কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লিগের শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসির। ফের একবার আক্রমণভাগে সুযোগ নষ্টের খেসারত দিল এটিকে। প্রথমার্ধে হেড থেকে করা এরিক পারতালুর একমাত্র গোলে এটিকেকে হারিয়ে তিন পয়েন্ট জিতে নিল বেঙ্গালুরু। ফলে দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটির থেকে তারা ৬ পয়েন্টে এগিয়ে রইল।

এদিন চেঞ্চো ও খাবরার বদলে কিয়ান লুইস ও সিসকো হার্নান্ডেজ কে প্রথম একাদশে রেখে ছিলেন বেঙ্গালুরু কোচ। এটিকে অবশ্য নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলা প্রথম একাদশ অপরিবর্তিতই রেখেছিল।

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

আজই ২ দিনের সংযুক্ত আরব আমিরশাহী সফরে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সুনিলের মিস

এদিন দুই দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি। একমাত্র এরিক পারতালুর হেডটিই তফাত গড়ে দেয়। প্রথম সুযোগটি মিস করেন সুনিল ছেত্রী। কিয়ান লুইসের একেবারে গোলের জন্য সাজিয়ে দেওয়া পাস থেকে তিনি বল বাইরে মারেন।উল্টো দিকের বক্সে অ্য়ালবার্ট সেরানের ভুলে দারুণ সুযোগ এসেছিল বলবন্তের সামনে। কিন্তু তাঁর শট প্রতিহত হয় বেঙ্গালরুর রক্ষণের ফুটবলার গঞ্জালেজের পায়ে।

শুভ জন্মদিন

শুভ জন্মদিন

আজ আপ নেতা, তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জন্মদিন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একমাত্র গোল

বেঙ্গালুরুর গোলটি আসে ম্যাচের ৩৮ মিনিটে। আবার এটিকের বক্সে একটি মাপা ক্রস বাড়িয়েছিলেন কিয়ান লুইস। তাতে মাথা ছুঁইয়ে গোল করতে ভুল করেননি পারতালু। অস্ট্রেলিয় মিডফিল্ডার বলটি রাখেন দ্বিতীয় পোস্টে। অরিন্দমের কিছু করার ছিল না।

যদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন

যদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন

জম্মু ও কাশ্মীরের বালাকোটে পাকিস্তানের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের ফলে ৫ গ্রামবাসীর মৃত্যু হয়েছে।

সুযোগ নষ্টের খেলা

দ্বিতীয়ার্ধ ছিল দুই পক্ষের সুযোগ নষ্টের খেলা। তবে এটিকের সামনেই সুযোগ এসেছিল বেশি। প্রথমে স্যান্টোসোর পাস থেকে বলবন্তের নেওয়া শট প্রতিহত করেন সেই গঞ্জালেজ। তারপর লাঞ্জারোতের দুর্দান্ত পাস গোলের অনেক উপর দিয়ে উড়িয়ে দিয়ে নষ্ট করেন বলবন্ত। আবার সেই বলবন্তেরই জন জনসনের ডিফেন্স চেরা পাস থেকে নেওয়া শট কয়েক ইঞ্চির জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

নীতিশ কুমার

নীতিশ কুমার

বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবি জানালেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

আরও দুটি মিস

এরপর বেঙ্গালুরুর উদান্ত সিং ও এটিকের এভার্টন স্যান্টোস দুজনেই সামনে শুধু গোলরক্ষককে পেয়েও গোল করতে ব্যর্থ হন। ফলে এটিকে থেকে গেল সেই ৬ নম্বরেই।

English summary
The report of the ISL 2018-19 match between Bengaluru FC Vs ATK.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X