For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বয়স ভাঁড়ানোয় কড়া শাস্তি! আইএসএল-এ আর নেই 'সর্বকনিষ্ঠ গোলদাতা', সম্মান পেতে পারেন এটিকে-ফুটবলার

এআইএফএফ জামশেদপুর এফসির ফুটবলার গৌরব মুখিকে আগামী ছয় মাসের জন্য সাসপেন্ড করল।

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোল করে পরিচিত হয়েছিলেন আইএসএল ২০১৮-১৯ মরসুমের 'কনিষ্ঠতম গোলদাতা' হিসাবে। কিন্তু, সেটাই কাল হল জামশেদপুর এফসির ফুটবলার গৌরব মুখির। আগামী ছয়মাস আর কোনও প্রতিযোগিতামূলক ফুটবল খেলা হবে না তাঁর।

রবিবার (২৫ নভেম্বর) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি, বয়স ভাঁড়িয়ে খেলার অপরাধে আগামী ছয়মাসের জন্য সাসপেন্ড করলো তাঁকে। সেই সঙ্গে বাতিল করা হয়েছে তাঁর রেজিস্ট্রেশনও।

রাহুল গান্ধী

রাহুল গান্ধী

কালামের শেষ যাত্রায় মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী।

তথ্য-প্রমাণ

তথ্য-প্রমাণ

ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি জানিয়েছে তাঁর ষোল বছর বয়সের সপক্ষে কোনও প্রমাণ পেশ করতে পারেননি গৌরব। বরং তাঁর দেওয়া নথি থেকে তাঁর বয়স যে ১৬-র বেশি তাই প্রমাণিত হয়েছে। কমিটির সামনে তিনি বয়স কমানোর কথা স্বীকারও করেছেন। এছাড়া, এআইএফএফ-এর অনুর্ধ্ব-১৬ অ্যাকাডেমির ম্যানেজারও তাঁর বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। এই সব তথ্য প্রমাণাদি থেকেই গৌরব অপরাধি প্রমাণিত হয়েছেন।

ওমান চণ্ডী

ওমান চণ্ডী

কেরলের মুখ্যমন্ত্রী ওমান চণ্ডী শেষ শ্রদ্ধা জানাচ্ছেন কালামকে।

শাস্তি

শাস্তি

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, আশু ভিত্তিতে জামশেদপুর এফসির ফুটবলার গৌরব মুখিকে আগামী ছয় মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম ও কম্পিটিশন ম্যানেজমেন্ট সিস্টেম থেকেও তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। অবশ্য গৌরব মুখি নিজে বা তাঁর ক্লাব তাদের সুবিধা মতো সঠিক নথি জমা দিয়ে নতুন করে তাঁর নাম নথিভুক্ত করতে পারবেন।

কড়া নিরাপত্তা

কড়া নিরাপত্তা

শেষবারের মতো কালাম সাহেবকে দেখার অপেক্ষায় অগণিত মানুষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী।

বিতর্ক

বিতর্ক

এবারের আইএসএল-এর অন্যতম বিতর্ক তৈরি হয়েছিল গৌরবের বয়স নিয়ে। আইএসএল-এর নথিতে তাঁর বয়স ছিল ১৬ বছর। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে গোল করার পরই তাঁকে কনিষ্ঠতম গোলদাতা বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাঁর চেহারা দেখে তাঁর বয়স নিয়ে সন্দেহ জেগেছিল সংবাদমাধ্যমের। খোঁজ করতে গিয়ে দেখা যায় ২০১৫ সালে তিনি অনুর্ধ্ব ১৫ টুর্নামেন্টে বয়স ভাঁড়িয়ে খেলতে গিয়ে শাস্তি পেয়েছিলেন। কাজেই তিনি যে ১৬ বছরের নন, তা নিয়ে লেখালেখি শুরু হতে থাকে।

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তামিলনাড়ুর রাজ্যপাল ও দুই কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পরিক্কর এবং বেঙ্কাইয়া নাইডু। (ছবিতে যাঁদের দেখা যাচ্ছে।)

পদক্ষেপ

পদক্ষেপ

এরপরই নড়েচড়ে বসে ফেডারেশন। তদন্ত শুরু করা হয়। এরপর গত মঙ্গলবার (২০ মঙ্গলবার) তাঁকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হয়েছিল। সেই সঙ্গে শনিবার (২৪ নভেম্বর) শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রবিবার চুড়ান্ত সিদ্ধান্ত জানানো হল।

তেরঙ্গায় জড়িয়ে

তেরঙ্গায় জড়িয়ে

তেরঙ্গায় জড়িয়ে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কালামকে।

আসল প্রশ্ন

আসল প্রশ্ন

গৌরব মুখির আসল বয়স তাহলে কত? এই প্রশ্নের জবাব এখনও পাওয়া যায়নি। তাঁণর সাজা ঘোষণা করলেও তাঁর সত্যিকারের বয়স নিয়ে কোনও তথ্য দেয়নি এআইএফএফ। তবে তিনি যে ১৬ বছরের নন এ বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে।

দাদার হাতে শ্রদ্ধাঞ্জলী

দাদার হাতে শ্রদ্ধাঞ্জলী

রামেশ্বরমে ভাইকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এপিজে আব্দুল কালামের ৯৯ বছরের দাদা মুথু মীরা লেব্বাই মারাইকার।

কে কনিষ্ঠতম?

কে কনিষ্ঠতম?

গৌরব মুখি যে আইএসএল-এর কনিষ্ঠতম গোলদাতা নন তা স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু সেক্ষেত্রে কে আসলে কনিষ্ঠতম গোলদাতা তা এখনও জানানো হয়নি আইএসএল-এর তরফে। তবে সম্ভবত এটিকে-র ফুটবলার কোমল থাতালই এই সম্মান পাবেন। ভারতের হয়ে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলা কোমলের বর্তমান বয়স ১৮ বছর।

বিদায়বেলায়

বিদায়বেলায়

বিদায়বেলায় কাঁচের গাড়িয়ে জাতীয় পতাকায় মুড়ে কালামকে নিয়ে আসা হচ্ছে শেষকৃত্যের জন্য।

পরিবারের সঙ্গা প্রধানমন্ত্রী

পরিবারের সঙ্গা প্রধানমন্ত্রী

এপিজে আব্দুল কালামের পরিবারের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ য়াত্রা

শেষ য়াত্রা

তামিলনাড়ুর রামেশ্বরমে পূর্ণাঙ্গ রাষ্ট্রমর্যাদার সঙ্গে সম্পন্ন হল এপিজে আব্দুল কালামের শেষকৃত্য। চোখের জলে প্রাক্তন রাষ্ট্রপতিকে বিদায় জানল উপস্থিত হাজার হাজার মানুষ।

বেঙ্গাইয়া নাইডু

বেঙ্গাইয়া নাইডু

এপিজে আব্দুল কালামকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।

গাছের মাথা থেকে

গাছের মাথা থেকে

এপিজে আব্দুল কালামের শেষকৃত্যে দেখার জন্য গাছেও ভিড় জমিয়েছে মানুষ।

সমাধি

সমাধি

আব্দুল কালামকে সমাধি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

তেরঙ্গা

তেরঙ্গা

ভারতের জাতীয় পতাকা রাখা হচ্ছে কালামের গায়ে।

কবর

কবর

কবরে শোয়ানো হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের দেহ।

পরলোকগমন

পরলোকগমন

শেষকৃত্য সম্পন্ন হল এপিজে আব্দুল কালামের।

গৌরবের বদলে জামশেদপুর এফসি অন্য কোনও ফুটবলার কে নিতে পারবে কি না, সেই বিষয়টিও এখনও স্পষ্ট নয়।

English summary
AIFF has suspended Jamshedpur FC footballer Gourav Mukhi for the next six months with an immediate effect.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X