For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া বিশ্বকাপের ওপর জঙ্গি হামলার আশঙ্কা, হুমকি দিল আইএসআইএস

ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী ছাড়ল হুঙ্কার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ঘিরে আশঙ্কার কালো মেঘ। নিরাপত্তা আরও বাড়ালো রাশিয়া। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

আইএসআইএস -এর তরফে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে৷ আর তারপরই বাজার সরগরম। রাশিয়া বিশ্বকাপে ইসলামিক স্টেটের জঙ্গি হামলার আশঙ্কা ঘুরছে।

রাশিয়া বিশ্বকাপের ওপর জঙ্গি হামলার আশঙ্কা, হুমকি দিল আইএসআইএস

পোস্টারে দেখা যাচ্ছে এক জঙ্গি রাইফেল হাতে দাঁড়িয়ে রয়েছে তার পাশেই রাশিয়ার একটি স্টেডিয়াম। পাশে রয়েছে একটি বোমাও যেটা ইসলামিক স্টেটের পতাকায় জড়ানো ৷ এই হামলার ভয় যে তারা রাশিয়া বিশ্বকাপকেই পাওয়াতে চাইছে তা পরিষ্কার তাদের পোস্টারে। কারণ পোস্টারে রয়েছে রাশিয়া বিশ্বকাপের লোগো।

গত সপ্তাহেই আইএসের প্রকাশিত আরও একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল৷ যেখানে জঙ্গিদের গুলিতে ক্ষতবিক্ষত হয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখ৷

এক বিজ্ঞপ্তিতে ইসলামিক স্টেট জানিয়েছে, আমেরিকা ও রাশিয়ায় হামলার কোনও সুযোগই ছাড়বে না তারা৷ বড় আকারের হামলা চালাতে বিশ্বকাপকে টার্গেট করা হচ্ছে ৷

রাশিয়া বিশ্বকাপের ওপর জঙ্গি হামলার আশঙ্কা, হুমকি দিল আইএসআইএস

স্বাভাবিকভাবেই সবরকম পরিস্থিতির জন্য আগেভাগে সতর্ক থাকছে রাশিয়া৷ বিশ্বকাপে যাতে কোনও আক্রমণের ঘটনা না ঘটে তার জন্য চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। তবে বিশ্বকাপের আগেই এমন হুমকি যে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করল নিশ্চিতভাবে বলা যায়৷

এর আগে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী বিভিন্ন কনসার্ট , ফুটবল মাঠে হামলা ঘটিয়েছে। ফলে রাশিয়া বিশ্বকাপের আগে এই হামলার হুমকি সাধারণ দর্শককে প্রভাবিত করবে।

<iframe width='100%' height="315" src="https://www.youtube.com/embed/cM1PMVuxHLo" frameborder="0" allowfullscreen></iframe>

English summary
ISIS gives threat to 2018 Russia World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X