For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচের আগে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচের আগে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরিসংখ্যান

Google Oneindia Bengali News

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ভারতীয় সময়ে বুধবার রাত সাড়ে ১২'টায় মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। দুই দলের কাছেই এই ম্যাচে গুরুত্ব অপরিসীম। ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালের ম্যাচে পরাজিত করে ক্রোয়েশিয়া শেষ চারে নিজেদের টিকিট কনফার্ম করেছে, অপর দিকে, আর্জেন্টিনা হাড্ডাহাড্ডি ম্যাচে ২-০ গোলে পরাজিত করে নেদারল্যান্ডসকে। এই ম্যাচ শুরুর আগে এক নজরে দেখে নিন নানান তথ্য।

কোন পথে সেমিফাইনালে দুই দেশ:

কোন পথে সেমিফাইনালে দুই দেশ:

প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। এর পর গ্রুপের শেষ দুই ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়ার। সকারুসদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে ডাচদের হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছিয়েছে। ক্রোয়েশিয়া মরক্কো এবং বেলজিয়ামের সঙ্গে ড্র করে এবং পরাজিত করে কানাডাকে। জাপানকে টাইব্রেকারে তারা প্রি কোয়ার্টার ফাইনালে পরাজিত করে এবং কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকেও টাইব্রেকারে পরাজিত করে শেষ চারে পৌঁছিয়েছে।

দুই দলের কোন কোন প্লেয়ার এই ম্যাচে নেই:

দুই দলের কোন কোন প্লেয়ার এই ম্যাচে নেই:

আর্জেন্টিনা এই ম্যাচে পাবে না গঞ্জালো মন্টিয়েল এবং মার্কোস আকুনারে। এই দুই ফুটবলার দু'টি করে হলুদ কার্ড দেখার কারণে শেষ তারে খেলতে পারবে না। অপর দিকে, ক্রোয়েশিয়ার এমন কোনও সমস্যা নেই।

শক্তি দুর্বলতা:

শক্তি দুর্বলতা:

আর্জেন্টিনার শক্তি লিওনেল মেসির দুর্দান্ত ফর্ম এবং গোটা দলের খেতাব জয়ের মরিয়া তাগিদ, দুর্বল ভাগ হল ডিফেন্স। চাপের মুখে বারবার ভেঙে পড়েছে আর্জেন্টিনার ডিফেন্স। অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে ডাইয়িং মোমেন্টে গোল হজম করছে দলটি। ক্রোয়েশিয়ার মূল শক্তি লুকিয়া তাদের মাঝমাঠে। ক্রোয়েশিয়ার মাঝমাঠ যথেষ্ট শক্তপোক্ত এবং ডিফেন্সভ অর্গানাইজেশন নির্ভরশীল। দুর্বলতা হল আক্রমণ ভাবে জং ধরা মেশিনের মতো। ব্রাজিলের বিরুদ্ধে ১২০ মিনিটের ম্যাচে মাত্র একটি শট তারা প্রতিপক্ষের গোলকে লক্ষ্য করে রাখতে পেরেছিল।

হেড টু হেড:

হেড টু হেড:

আর্জেন্টিনা এবং ক্রোয়োশিয়া মোট পাঁচ বার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে যার মধ্যে আর্জেন্টিনা জিতেছে ২টি এবং ক্রোয়েশিয়া জিতেছে ২টি। একটি ম্যাচ ড্র হয়েছে। ক্রোয়েশিয়া গোল করেছে ৭টি এবং আর্জেন্টিনা করেছে ৫টি। বিশ্বকাপে দুই বারের সাক্ষাতে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। ১৯৯৮ সালে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মউরিসিও পিনেদা একমাত্র গোলটি করেছিলেন। এর ২০ বছরের মাথায় আবার বিশ্বকাপে মুখোমুখি হয় এই দুই দল। গ্রুপের ম্যাচে রেবিচ, মদ্রিচ এবং রাকিটিচের গোলে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারায় ক্রোয়েশিয়া।

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া:

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া:

আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনাল থেকে কখনও ফিরে যায়নি। তারা এর আগে মোট পাঁচ বার সেমিফাইনালে উঠেছে এবং পাঁচ বারই ফাইনাল খেলেছে যার মধ্যে ১৯৭৮ সালে এবং ১৯৮৬ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। অপর দিকে, এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালে প্রথম বার ক্রোয়েশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে খেলে। ২০১৮ সালে ফ্রান্সের কাছে হেরে তারা রানার্স হয়।

 ভারতের আচরণে বিরক্ত পাকিস্তানি সমর্থকরা, তাঁদের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই বড় সিদ্ধান্ত নেওয়ার পথে পাকিস্তান ভারতের আচরণে বিরক্ত পাকিস্তানি সমর্থকরা, তাঁদের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই বড় সিদ্ধান্ত নেওয়ার পথে পাকিস্তান

Recommended Video

সেমিফাইনালের আগেই হাজির ক্ষীরের তৈরি মেসি! |OneIndia Bengali

English summary
Interesting stats that you need to know ahead Argentina vs Croatia match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X