For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুইডেনকে চাপে রেখেও হার, ইউরোপীয় জায়ান্টদের বিরুদ্ধে করা গোল বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াবে যুব মহিলা দলের

সুইডেনকে চাপে রেখেও হার, ইউরোপীয় জায়ান্টদের বিরুদ্ধে গোল বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াবে যুব মহিলা দলের

Google Oneindia Bengali News

স্পেনে এক্সপোজার ট্যুরে ইউরোপীয় ফুটবলের অন্যতম শক্তিশালী দল সুইডেনের অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ১-৩ গোলে পরাজিত হল ভারতীয় অনূর্ধ্ব-১৭ দল। টোরিমিরোনা রিলেসে এটা ভারতের যুব মহিলা দলের প্রথম ম্য়াচ ছিল। ভারতরে হয়ে এই ম্যাচে একমাত্র গোলটি করেন সুধা তিরকে। ৬২ মিনিটে এই গোলটি আসে তাঁর পা থেকে। তবে, তার আগেই তিন গোল সুইডেনের যুব দলটির থেকে হজম করেছি ভারতীয় যুব দলটি।

সুইডেনকে চাপে রেখেও হার, ইউরোপীয় জায়ান্টদের বিরুদ্ধে গোল বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াবে যুব মহিলা দলের

ম্যাচে ৪৪ মিনিটে সুইডেনের হয়ে প্রথম গোলটি করেন ইডা গ্রামফোর্স, ৫২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সারা ফ্রিগরেন এবং সেলমা অ্যাসট্রম এই গোলের দুই মিনিটের মধ্যে ৫৪ মিনিটে সুইডেনের পক্ষে তৃতীয় গোলটি করেন।

হারলেও ভারতীয় দলকে ম্যাচের শুরু থেকে আত্মবিশ্বাস দেখিয়েছে এই ম্যাচে। মিডফিল্ডে সমানে সমানে ছিল লড়াই, ম্যাচের শুরুতে উইঙ্গার অঙ্কিতা কুমারী একটি শটও নিয়েছিলেন, যদিও তা বাঁচিয়ে দেন সুইডিশ গোলরক্ষক। কয়েক মিনিট পরেই নীতু লিন্ডা বক্সের মাথা থেকে শট নিলেও তা ব্লক হয়। প্রথমার্ধে সমানে সমানে খেলেছিল ভারত এবং সইডেন। চেঞ্জ ওভারের পর ম্যাচের কিছুটা রাশ হাতে চলে যায় সুইডেনের। দ্বিতীয়ার্ধের শুরু থেকে সুইডেনের মহিলা দল মারাত্মক চাপ সৃষ্টি করে ভারতের বক্সে। এই চাপ বজায় ছিল দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিট। তার পর ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় ভারত। প্রতিপক্ষ সইডেনের গোলদূর্গে আরও চাপ বাড়াতে তিনটি পরিবর্তন করেন থমাস ডেননার্বি। লিন্ডা কম, বাবিনা দেবী এবং ভার্ষিকার পরিবর্তে তিনি নামান সুধা, শুভাঙ্গী, সিল্কিকে। এই তিন পরিবর্তনের মধ্যে একটির ফল হাতেনাতে পায় ভারত। পরিবর্তিত হিসেবে মাঠে নামা সুধা ৬২ মিনিটে ভারতের হয়ে একটি গোল শোধ করেন। নীতু লিন্ডা প্রতিপক্ষের ডিফেন্ডারের থেকে বল ছিনিয়ে গোল করার পরিস্থিতি তৈরি করলেও ব্যর্থ হয়েছে। নিজের তৈরি সুযোগ নিজেই নষ্ট করেন লিন্ডা। ম্যাচের শেষে র দিকে আরও চাপ বাড়ায় ভারত, তবুও ম্যাচে সমতা ফেরাতে পারেনি যুব দল।

এই ম্যাচে হারলেও শক্তিশালী ইউরোপীয় দল সইডেনকে চেপে ধরার ফলে এবং পুরো ম্যাচে দাপট বজায় রাখা বিশ্বকাপের আগে ভারতীয় যুব মহিলা দলকে আত্মবিশ্বাস জোগাবে। পাশাপাশি একটি গোল সুইডেনকে দেওয়ার আত্মবিশ্বাস বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে খেলার সময়ে কাজে আসবে ভারতের।

মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন একটা সময়ে আইপিএল-এ নজরকাড়া, বর্তমানে ধর্ষণের দায়ে অভিযুক্ত সন্দীপ লামিছানেমানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন একটা সময়ে আইপিএল-এ নজরকাড়া, বর্তমানে ধর্ষণের দায়ে অভিযুক্ত সন্দীপ লামিছানে

English summary
Instead of having full control India U-17 Women’s team lose to Sweden.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X