For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাসনের কোনও প্রভাব কি পড়বে ক্লাবগুলির বিদেশি ফুটবলার সইয়ে, জানুন কী বলছে ফিফার নিয়ম

নির্বাসনের কোনও প্রভাব কি পড়বে ক্লাবগুলির বিদেশি ফুটবলার সইয়ে, জানুন কী বলছে ফিফার নিয়ম

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসক কমিটি তৈরি হলেও এই কমিটিকে ঘিরেই যত সমস্যার উৎপত্তি। ফিফা কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয় না ফিফা স্বীকৃত দেশের ফুটবল সংস্থায়। এর কারণে অতীতে একাধিক দেশকে নির্বাসিত করেছিল ফিফা। যেই তালিকায় রয়েছে পাকিস্তানের নামও। এই একই কারণে ফিফার নির্বাসনের মুখে পড়তে হয়েছে ভারতকে। তবে, সোমবার সুপ্রিম কোর্ট এই বিষয়ে শুনানিতে প্রশাসক কমিটি বাতিল করে দিয়েছে। ফলে নির্বাসন মুক্ত হওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।

ফিফার নির্বাসনে ফুটবলার সইয়ে বাধা নেই:

ফিফার নির্বাসনে ফুটবলার সইয়ে বাধা নেই:

ফিফার নির্বাসনের পর কপালে ভাঁজ দেখা দিয়েছিল ইস্টবেঙ্গল সহ একাধিক আইএসএল-এর দলগুলির। কারণ এখনও বেশ কিছু ক্লাবের বিদেশি নির্বাচন বাকি রয়েছে যার মধ্যে রয়েছে ইস্টবেঙ্গলও। তবে ফিফার রুল বুক অনুযায়ী নির্বাসনের প্রভাব পড়বে না বিদেশি বাছাইয়ে।ফিফার এক আধিকারিকের মন্তব্য অনুযায়ী, ফিফার নিয়মে ১৬ নম্বর আর্টিকেলের ৩ নম্বর অনুচ্ছেদের অনুযায়ী, ফিফার নির্বাসনের প্রভাব ফুটবলারদের ওপর সরাসরি পড়বে না। যার ফলে ব্যান থাকলেও ভারতীয় ক্লাব খেলোয়াড় দলে নিতে পারবে।

সই পর্ব চলছে আইএসএল-এর ক্লাবগুলিতে:

সই পর্ব চলছে আইএসএল-এর ক্লাবগুলিতে:

ফিফার নির্বাসনে ভারতীয় ক্লাবগুলি বিদেশি ফুটবলার সইয়ের ক্ষেত্রে বিপাকে পড়ার কথা ভাবলেও তেমনটা কিছু ঘটেনি।নির্বাসনের পরেও ভারতীয় ফুটবলে বিদেশি খেলোয়াড় নথিভুক্ত করা হয়েছে। আই লিগের অন্যান্য দল বিদেশি সই করাচ্ছে। ফিফার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আপত্তি জানানো হয়নি।

এএফসি প্রতিযোগীতা খেলতে সমস্যা:

এএফসি প্রতিযোগীতা খেলতে সমস্যা:

ফিফার নির্বাসনের ফলে বিদেশি ফুটবলার নথিভুক্ত করার ক্ষেত্রে কোনও সমস্যায় না পড়তে হলেও এএফসি'র প্রতিযোগীতায় অংশ নিতে বর্তমানে পারবে না ভারতীয় ক্লাবগুলি। এমনকী জাতীয় দলও মাঠে নামতে পারবে না কোনও ফ্রেন্ডলি ম্যাচে। এর ফলে মহিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গিয়েও মাঠে নামতে পারেনি গোকুলাম কেরল। এটিকে মোহনবাগানের এএফসি কাপে খেলাও অনিশ্চিত। সেপ্টেম্বরে এএফসি কাপের জোনাল সেমিফাইনাল আয়োজিত হবে কলকাতায়।

প্রশাসক কমিটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট:

প্রশাসক কমিটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট:

ক্ষমতা হারাল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটার্স (সিওএ)। কেন্দ্রের অনুরোধ মেনে এআইএফএফ-এর দৈনন্দিন কাজ কর্মের দায়িত্ব থেকে প্রশাসক কমিটিকে সরিয়ে দিল দেশের শীর্ষ আদালত। এর ফলে বর্তমানে ভারতীয় ফুটবলে সিওএ-এর আর কোনও ক্ষমতা নেই। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের যে কারণ দেখিয়ে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-কে নির্বাসিত করেছে ফিফা সেই কারণকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

নবান্ন অভিযান পিছিয়ে দিল বিজেপি, আদিবাসী মহল্লার উৎসব নাকি নেপথ্যে অন্য কারণনবান্ন অভিযান পিছিয়ে দিল বিজেপি, আদিবাসী মহল্লার উৎসব নাকি নেপথ্যে অন্য কারণ

English summary
Indians clubs will not face any difficulty while signing foreigners. There will be no effect of the ban imposed by fifa.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X