For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংকট কাটিয়ে ভারতে কবে শুরু হতে পারে আইএসএল

করোনা সংকট কাটিয়ে ভারতে কবে শুরু হতে পারে আইএসএল

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহে দেশে খেলাধুলোর জগৎ থমকে রয়েছে। ভাইরাস থাবায় দেশ জুড়ে থর হরিকম্প পরিস্থিতি। ভারতে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার পেরিয়েছে। এই পরিস্থিতিতে খেলার দুনিয়া সম্পূর্ণ বন্ধ। তবে ভারতীয় ক্রীড়ামন্ত্রক আশার আলো দেখছে। করোনা থেকে বাঁচতে সমস্ত বিধিনিষেধ মেনে দেশে ক্রীড়াসংস্থাগুলি অনুশীলন শুরু করতে চায়। দেশে খেলার জগৎ কবে খুলবে এই নিয়ে বৈঠক হয়েছে। সেখানে ফুটবলে আইএসএল কবে শুরু পারে সেই নিয়েও বৈঠকে আলোচনা হয়। সম্ভাব্য দিনক্ষণও জানানো হয়েছে।

ক্রীড়ামন্ত্রকের সঙ্গে ফেডারেশনের আলোচনা

ক্রীড়ামন্ত্রকের সঙ্গে ফেডারেশনের আলোচনা

করোনার বিপদ সামলে দেশে খেলা শুরুর পক্ষে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশন কর্তারা কথা বলেছেন। সেই আলোচনার পর আইএসএলের পরিচালন সমিতি এফএসডিএল নভেম্বরের শেষ সপ্তাহে নতুন মরসুম শুরু করার বিষয়ে আগ্রহী।

কবে শুরু হতে পারে আইএসএল

কবে শুরু হতে পারে আইএসএল

করোনা সংকট কাটিয়ে ২২ নভেম্বর আইএসএল শুরুর লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে। ফেডারেশন সচিব কুশল দাশ অবশ্য জানিয়ে রেখেছেন সবকিছুই এখন পরিকল্পনা স্তরে রয়েছে। ক্রীড়ামন্ত্রকের অনুমতি পেলে করোনা ভাইরাসের আবহে নিরাপত্তা সুনিশ্চিত করেই খেলা শুরু করা হবে।

কীভাবে হতে পারে আইসএসএল

কীভাবে হতে পারে আইসএসএল

দেশে করোনা ভাইরাসে দাপটের কথা মাথায় রেখে পরিকল্পনা করে দর্শকশূন্য পরিস্থিতিতে আইএসএল করার ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাছাই করা কয়েকটি মাঠেই খেলা করার পরিকল্পনা রয়েছে।

ভারতের ম্যাচ হয়ে যাওয়ার পরই আইএসএল

ভারতের ম্যাচ হয়ে যাওয়ার পরই আইএসএল

জানা যাচ্ছে প্রি ওয়ার্ল্ড কাপ ফুটবলে ভুবনেশ্বরে ৮ অক্টোবর ভারতের ম্যাচ রয়েছে। এরপর ১৭ নভেম্বর কলকাতায় ভারত-আফগানিস্তান ম্যাচ রয়েছে। এই দুই ম্যাচ শেষ হলেই আইএসএলে ঢাকে কাঠি পড়বে।

বিশ্ব টেনিস ম্যাচ ফিক্সিংয়ের কিংপিং ভারতীয়ের ওপর নজর সৌরভ শিবিরেরবিশ্ব টেনিস ম্যাচ ফিক্সিংয়ের কিংপিং ভারতীয়ের ওপর নজর সৌরভ শিবিরের

English summary
Indian super league, isl may start from 22 november amid Corona Crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X