For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশ ম্যাচের জন্য ভারতীয় ফুটবল দলের ২৯ জনের নাম ঘোষণা


 বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণ পর্বের ম্যাচের আগে ২৯ জনের প্রস্তুতি সূচক ভারতীয় ফুটবল দল ঘোষণা করা হয়েছে। সেই দলে বেশ কিছু নতুন মুখকে ঠাই দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণ পর্বের ম্যাচের আগে ২৯ জনের প্রস্তুতি সূচক ভারতীয় ফুটবল দল ঘোষণা করা হয়েছে। সেই দলে বেশ কিছু নতুন মুখকে ঠাই দেওয়া হয়েছে।

সর্বোচ্চ বৃষ্টি

সর্বোচ্চ বৃষ্টি

হাওয়া অফিস জানিয়েছে গত ২ দশকের মধ্যে এই প্রথমবার উত্তরবঙ্গে এমন ব্যপক হারে বৃষ্টি হয়েছে।

আগের দুটি ম্যাচ

আগের দুটি ম্যাচ

ঘরের মাঠে ওমানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণ পর্বের ম্যাচ ২-১ গোলে হেরে যায় ভারতীয় ফুটবল দল। এরপর শক্তিশালী কাতারের বিরুদ্ধে তাদেরই মাঠে গোলশূণ্য ড্র করেন মেন ইন ব্লু-রা।

ক্ষতিগ্রস্ত এলাকা

ক্ষতিগ্রস্ত এলাকা

অন্যদিকে দিনবাজার, ময়নাগুড়ি, মালবাজার, বানরহাট, নাগরাকাটা এবং বিন্নগুড়ির অধিকাংশ গ্রাম জলে ডুবে রয়েছে। প্রতিরক্ষা দফতরের কর্মীদের প্রস্তত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ

বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী ১৫ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা।

এনডিআরএফ

এনডিআরএফ

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাতে উদ্ধারকাজে নেমেছে এনডিআর এফ।

ফরোয়ার্ড

ফরোয়ার্ড

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় ফুটবল দলের ঘোষিত ২৯ জনের প্রস্তুতি সূচক স্কোয়াডে অধিনায়ক সুনীল ছেত্রী ছাড়া বলবন্ত সিং, মানবীর সিং ও ফারুক চৌধুরী রয়েছেন।

বিপদসীমা

বিপদসীমা

তিস্তা, তোর্সা, লিস, গিস, কোরোলা এবং মহানন্দা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

 মাঝমাঠ

মাঝমাঠ

ভারতীয় ফুটবল দলের মাঝমাঠে উদান্ত সিং, নিখিল পূজারি, ভিনিত রাই, অনিরুদ্ধ থাপা, আব্দুল সাহাল, রেইনের ফার্নান্ডেজ, ব্রান্ডন ফার্নান্ডেজ, হালিচরণ নার্জারি, লাল্লিয়ানজুয়ালা ছাঙ্গতে ও আশিক কুরুনিয়ানের নাম ঘোষণা করা হয়েছে।

জলের তলায়

জলের তলায়

অন্যদিকে দিনবাজার, ময়নাগুড়ি, মালবাজার, বানরহাট, নাগরাকাটা এবং বিন্নগুড়ির অধিকাংশ গ্রাম জলে ডুবে রয়েছে।

ডিফেন্ডার

ডিফেন্ডার

প্রীতম কোটাল, নিশু কুমার, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, আদিল খান, নরেন্দ্র, স্বার্থক গোলুই, আনাস এডাথোডিকা, আনোয়ার আলি, মান্দার রাও দেশাই, শুভাশিস বোস, জেরি লালরিনজুয়ালা রয়েছেন দলের ডিফেন্সিভ জোনে।

ক্ষতির মুখে চা বাগান

ক্ষতির মুখে চা বাগান

উত্তরবঙ্গে অধিকাংশ চা বাগানই ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার ফলে চায়ের জমি তো ক্ষতিগ্রস্ত হয়েছেই শ্রমিকরাও বন্যার কবলে পরায় কাজ প্রায় বন্ধ।

 গোলরক্ষরক

গোলরক্ষরক

গুরপ্রীত সিং সাঁধু, অমরিন্দর সিং ও কমলজিৎ সিং রয়েছেন ভারতীয় ফুটবল দলের গোলরক্ষকের তালিকায়।

যোগাযোগ বিচ্ছিন্ন

যোগাযোগ বিচ্ছিন্ন

অধিকাংশ গ্রামের সঙ্গে বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয় লোকজনই সেখানে উদ্ধারকাজে নেমেছে। প্রথমে মহিলা, শিশু ও বৃদ্ধদের স্থানান্তরিত করা হচ্ছে।

English summary
Indian Football team announced 29-man preparatory squad ahead of Bangladesh clash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X