For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরু এফসি-তে ১০ বছর কাটানো পাকা করলেন সুনীল ছেত্রী

Google Oneindia Bengali News

ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি অন্য কোনও দলের হয়ে আইপিএল খেলেননি। বিরাটের ভালো বন্ধু সুনীল ছেত্রী। টেস্ট কেরিয়ারে বিরাট কোহলির দশ বছর পূর্তির দিনেই বেঙ্গালুরু এফসি-তে দশ বছর কাটানোর বিষয়টি পাকা করলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল।

বেঙ্গালুরু এফসি-তে আরও ২ বছর থাকার সিদ্ধান্ত নিয়ে চুক্তি স্বাক্ষর করলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। ২০১৩ সালে তিনি প্রথম বেঙ্গালুরুতে সই করেছিলেন, নতুন চুক্তির ফলে তিনি ব্লু ব্রিগেডের হয়ে ১০ বছর খেলবেন।

ব্লু ব্রিগেডে ১০ বছর

ব্লু ব্রিগেডে ১০ বছর

বেঙ্গালুরু এফসি-তে আরও ২ বছর থাকার সিদ্ধান্ত নিয়ে চুক্তি স্বাক্ষর করলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। ২০১৩ সালে তিনি প্রথম বেঙ্গালুরুতে সই করেছিলেন, নতুন চুক্তির ফলে তিনি ব্লু ব্রিগেডের হয়ে ১০ বছর খেলবেন। এখনও অবধি আট মরশুমে বেঙ্গালুরু এফসি-র হয়ে ২০৩টি ম্যাচ খেলেছেন সুনীল। ২০১৩ সালে ক্লাব প্রতিষ্ঠার সময় থেকে আজ অবধি সুনীলই বেঙ্গালুরু এফসি-র অধিনায়ক। ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ১০১টি গোল করেছেন।

বেঙ্গালুরুই ঘর

বেঙ্গালুরুই ঘর

বেঙ্গালুরু এফসি-র ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে সুনীল বলেছেন, বেঙ্গালুরুই এখন আমার কাছে ঘর। এই ক্লাবের সকলেই আমার পরিবারের সদস্য বলে মনে করি। প্রথম যখন এই ক্লাবে আসি সেটা যেন গতকালের ঘটনা বলে মনে হয়, আট মরশুমের সফর আমার কেরিয়ারে নিঃসন্দেহে স্পেশ্যাল। ক্লাব, সমর্থক, শহরকে ভালোবাসি, এই তিনের সঙ্গে আমার বন্ধন ক্রমেই মজবুত হয়েছে। আগামী মাসগুলিতেও কিছু দারুণ মুহূর্তের সাক্ষী হতে চাই।

সাফল্যের সফর

সাফল্যের সফর

এআইএফএফের বিচারে ছয়বারের বর্ষসেরা সুনীলের অধিনায়কত্বেই ২০১৩ সালে আই লিগ জিতেছিল বেঙ্গালুরু এফসি। ২০১৫ ও ২০১৭ সালে ফেডারেশন কাপ, ২০১৮-১৯ মরশুমের আইএসএল এবং ২০১৮-র সুপার কাপেও চ্যাম্পিয়ন হয় সুনীলের দল। এই ক্লাবে থাকাকালীনই ২০১৮ সালে সুনীল এশিয়ান ফুটবল কনফেডারেশনের বিচারে এশিয়ান আইকনিয়ান সম্মান পান। পরের বছরই ভূষিত হন পদ্মশ্রী সম্মানে।

আগামীর লক্ষ্যে

আগামীর লক্ষ্যে

সুনীল ছেত্রী আরও দুই বছর ক্লাবে থাকার সিদ্ধান্ত নেওয়ায় খুশি বেঙ্গালুরু এফসি-র সিইও মান্দার তামানে। সুনীলের অধিনায়কত্বের প্রশংসার পাশাপাশি রোল মডেল হিসেবে দলের সকলকে উদ্বুদ্ধ করাতেই ক্লাবের সাফল্য এসেছে বলে মত তাঁর। দেশের হয়ে শতাধিক ম্যাচ খেলা সুনীল সম্প্রতি বিশ্বকাপ ও এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে দেশের হয়ে নেমে ৭৬তম আন্তর্জাতিক গোল করেছেন। আইএসএলে ৯৪টি ম্যাচ খেলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৪৭টি গোলের মালিকও সুনীল। আইএসএলে ফেরান করোমিনাসের সর্বাধিক গোলের রেকর্ড স্পর্শ করতে তাঁর আর দরকার একটি গোল। অগাস্টে এএফসি কাপ প্লে অফে খেলার ঈগল এফসি-র বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরু এফসি।

English summary
Indian Captain Sunil Chhetri Will Stay At Bengaluru FC For Two More Years. Chhetri, Who Signed With The Blues In 2013 Will See The New Deal Extend His Stay With Bengaluru Into A Tenth Season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X