For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশের মাটিতে জোড়া ফ্রেন্ডলি জয়, মিশরের পর ভারতের সামনে বিধ্বস্ত জর্ডান

বিদেশের মাটিতে জোড়া ফ্রেন্ডলি জয়, মিশরের পর ভারতের সামনে বিধ্বস্ত জর্ডান

Google Oneindia Bengali News

জয়ের ধারা অব্যহত রাখল ভারতের মহিলা দল। জোড়া ফ্রেন্ডলি খেলতে জর্ডানে গিয়েছিল ভারত। দু'টি ম্যাচেই জয় পেলেন থমাস ডেননার্বির মেয়েরা। বুধবার মিশরকে প্রিয়াঙ্কা দেবীর একমাত্র গোলে হারানো ভারতীয় মহিলা দল শুক্রবার জর্ডনকে পরাস্ত করল ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন পাঞ্জাবের মনীষা কল্যাণ।

বিদেশের মাটিতে জোড়া ফ্রেন্ডলি জয়, মিশরের পর ভারতের সামনে বিধ্বস্ত জর্ডান

শনিবার জর্ডনের আম্মানে প্রিন্স মহম্মদ স্টেডিয়ামে প্রথম দিকে কিছুটা গুটিয়ে ছিল ভারতের মেয়েরা কিন্তু সময় যত এগিয়েছে ততই ম্যাচের মধ্যে আধিপত্য বিস্তার করেছে ভারত। পুরো ম্যাচে সেই আধিপত্য বজায় রেখেছিল টিম ইন্ডিয়া। ২০২২ মহিলা এএফসি এশিয়ান কাপের পর এটাই ভারতীয় মহিলা দলের প্রথম বিদেশ সফর। ঘরের মাঠে এশিয়ান কাপে ভাল পারফর্ম করার সুযোগ থাকলেও শিবিরের মধ্যে মারাত্মকভাবে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ায় দল মাঠে নামানোর মতো ফুটবলার ছিল না ভারতের কাছে। সেই কারণে মাত্র একটি ম্যাচ খেলেন প্রতিযোগীতা থেকে নাম প্রত্যাহার করে নেয় ভারত।

মিশরের বিরুদ্ধে যেই দল খেলেছিল সেই দলের তিন জন ফুটবলারকে জর্ডানের বিরুদ্ধে ম্যাচে বিশ্রাম দেন ডেননার্বি। এই ম্যাচে ফের ব্ল্যু টাইগ্রেসদের গোলের নীচে ফেরেন অদিতি চৌহান। ফিফা ক্রমতালিকায় ভারত রয়েছে ৫৯ নম্বর স্থানে। ভারতের থেকে চার ধাপ নীচে অর্থাৎ ৬৩ নম্বর স্থানে রয়েছে জর্ডান। ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে। হাফ টাইমের পর থেকে খেলার উপর প্রাধান্য বিস্তার করে ভারত। আক্রমণে ঝাঁঝ বাড়ানোল লক্ষ্যে উইঙ্গার সন্ধ্যা রঙ্গনাথনের পরিবর্তে থমাস ডেননার্বি মাঠে নামান পেয়ারি ঝাঝাকে। ফল সরূপ গোল তুলে নিতে বেশি নেয়নি ভারত। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর হওয়ার কয়েক মিনিটের মধ্যে জর্ডানের পেনাল্টি বক্সের মধ্যে থেকে বাম পায়ের বুলেট শটে ভারতকে এগিয়ে দেন পাঞ্জাবের তরুণী ফুটবলার।

গোল করার আরও বেশি কিছু সুযোগ পেয়েছিল ভারত। একই রকম ভাবে গোল শোধ করে ম্যাচে ফিরে আসার সুযোগ এসেছিল জর্ডানের কাছেও কিন্তু দুই দলই কোনও সুযোগ কাজে লাগাতে পারেনি।

English summary
India Women football team beat Jordan Women in a Friendly match. The score line of the match is 1-0. Only goal of the match scored by Manisha Kalyan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X