For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শক্তিশালী সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেও ভারতের প্রথম একাদশে পরিবর্তন আনবেন স্টিমাচ

Google Oneindia Bengali News

ওমানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র করা বাড়িয়েছে আত্মবিশ্বাস। কাল দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে আরও কড়া চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছে ভারতীয় শিবির। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ভয় পাচ্ছে না ভারতীয় দল। তারুণ্যে টগবগ করে ফুটতে থাকা ভারতীয় দলের প্রথম একাদশে এই ম্যাচেও পরিবর্তন আনবেন কোচ ইগর স্টিমাচ।

প্রথম একাদশে পরিবর্তন

প্রথম একাদশে পরিবর্তন

ওমানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে ১০ জন ফুটবলারের অভিষেক হয়েছিল। সচরাচর কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে খেলার সুযোগ মেলে না। তাই সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচেও বাকিদের সুযোগ দেবেন বলে জানিয়েছেন কোচ স্টিমাচ। তাঁর কথায়, জুনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এখন আমরা যে আন্তর্জাতিক ফ্রেন্ডলিগুলি খেলছি তা থেকে শিক্ষা নিয়ে নিজেদের খামতি মেটাবেন দলের ফুটবলাররা। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে যাতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ফুটবলাররা পান তা নিশ্চিত করাই লক্ষ্য স্টিমাচের।

পিছিয়েও আত্মবিশ্বাসী

পিছিয়েও আত্মবিশ্বাসী

ব্লু টাইগারদের কাছে এই ম্যাচ আরও কঠিন। কেন না, ভারত এখন ফিফা ক্রমতালিকায় রয়েছে ১০৪ নম্বরে। সংযুক্ত আরব আমিরশাহী ৭৪-এ। ওমান ক্রমতালিকায় আছে একাশিতে। স্টিমাচ জানিয়েছেন, একশোর মধ্যে থাকা দলগুলির ক্রমতালিকায় স্থানের ব্যবধান কম হলেও গুণগত ফারাক অনেকটাই। ফলে সংযুক্ত আরব আমিরশাহী শক্ত প্রতিপক্ষ। তারা আমাদের চেয়ে এগিয়েও রয়েছে। তবে তার অর্থ এটা নয় যে বিপক্ষকে ভয় করব। আমরা ওমান ম্যাচে দ্বিতীয়ার্ধে যা খেলেছি তাতে ভয়ের কিছু নেই এটা স্পষ্ট। যাঁরা আগের ম্যাচে সুযোগ পাননি কাল তাঁদের দেখে নেব। ফলে ইঙ্গিত এই ম্যাচেও কয়েকজন দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক খেলবেন।

গুরপ্রীত না অমরিন্দর?

গুরপ্রীত না অমরিন্দর?

ওমান ম্যাচে ভারতের ড্র করায় অবদান ছিল অমরিন্দর সিংয়ের গোলকিপিংয়ের। পেনাল্টি-সহ বেশ কিছু দুর্দান্ত সেভ করেছেন তিনি। কাল প্রথম একাদশে গুরপ্রীত সিং সান্ধু খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। গুরপ্রীত নিজে অবশ্য অমরিন্দরের সঙ্গে সুস্থ প্রতিযোগিতা বেশ উপভোগ করছেন। তাঁর কথায়, এমন প্রতিযোগিতা থাকলেই নিজেদের আরও উন্নত করার সুযোগ মেলে। কাকে তিনকাঠির নীচে দাঁড় করাবেন তা খোলসা না করলেও স্টিমাচ বলেন, আমার দলে বেশ কিছু ভালো ফুটবলার রয়েছেন। ফলে চূড়ান্ত দল তৈরিতে যে মাথাব্যথা সেটা কিন্তু দলের পক্ষেই ভালো।

আত্মবিশ্বাসী মনবীর

আত্মবিশ্বাসী মনবীর

যেভাবে তরুণ ফুটবলাররা নিজেদের উজাড় করে দিচ্ছেন দেশের ফুটবলের অগ্রগতির পক্ষে তা ইতিবাচক বলেই মনে করছেন দলের সিনিয়ররা। ওমান ম্যাচ আত্মবিশ্বাস বাড়িয়েছে ওই ম্যাচের গোলদাতা মনবীর সিংয়ের। তিনি বলেন, খেলা দর্শকশূন্য মাঠে হলেও মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে শুরু করবে সংযুক্ত আরব আমিরশাহী। তবে আমরাও শেষ অবধি লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছি। বল নিজেদের দখলে রেখে দ্রুত পাস খেলার উপরই জোর দেবে ভারতীয় দল।

খেলার সময় বদল

খেলার সময় বদল

ভারত-সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচ শুরুর কথাপ্রথমে ছিল ভারতীয় সময় রাত পৌনে দশটায়। যদিও তা পরিবর্তিত হয়েছে। এআইএফএফ জানিয়েছে ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় এই ম্যাচ শুরু হবে। দেখা যাবে ইউরোস্পোর্টসে।

English summary
India Will Take On UAE In Dubai In International Friendly Tomorrow. Head Coach Igor Stimac To Change First Eleven Again To Give International Match Experience To All The Players.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X