For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এগিয়ে গিয়েও আফগানিস্তানের সঙ্গে ড্র ভারতের, গোল না পেলেও লক্ষ্যপূরণ সুনীলের

Google Oneindia Bengali News

এগিয়ে থেকেও শেষ অবধি আফগানিস্তানের কাছে আটকে গেল ভারত। দোহার জাসিম বিন হামাদ স্টেডিয়ামে ভারত-আফগানিস্তান ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। এই ফলাফলের সুবাদে ই গ্রুপে তৃতীয় স্থান ধরে রেখে ২০২৩ সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে সরাসরি পৌঁছে গেল সুনীল ছেত্রীর দল। যদিও কেরিয়ারের ৭৫তম আন্তর্জাতিক গোল এদিন অধরাই থাকল ভারত অধিনায়কের।

এগিয়ে গিয়েও আফগানিস্তানের সঙ্গে ড্র ভারতের

(ছবি- এআইএফএফ মিডিয়া)

পরের পর্যায়ে যেতে ভারতের দরকার ছিল ড্র, আগের ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ওমানের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায়। চতুর্থ স্থানাধিকারী দলের প্লে অফ এড়াতে আফগানদের দরকার ছিল জয়। তবে শুরু থেকে আধিপত্য বজায় রাখে ভারতই। সুনীল ছেত্রী, ব্র্যান্ডন থেকে মনবীর সিং, সন্দেশ ঝিঙ্গনরা কম চেষ্টা করেননি। তবে গোলমুখ খুলতে পারছিলেন না। ১১ মিনিটে সুনীলের শট প্রতিহত করেন আফগান গোলকিপার আজিজি। ৪১ মিনিটের আগে পর্যন্ত ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর উপর কোনও চাপই তৈরি করতে পারেনি আফগানিস্তান। ৪১ মিনিটে শরিফির শট বাঁচান গুরপ্রীত। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। প্রথমার্ধের খেলা চলাকালীন সাইডলাইনের ধারে হলুদ কার্ড দেখেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ।

এগিয়ে গিয়েও আফগানিস্তানের সঙ্গে ড্র ভারতের
(ছবি- এআইএফএফ মিডিয়া)

দ্বিতীয়ার্ধেও গোল পেতে ঝাঁপায় ভারত। তবে আফগান রক্ষণে বাধাপ্রাপ্ত হয়ে কাজের কাজ হচ্ছিল না। ৬৩ মিনিটে ব্র্যান্ডন ফার্নান্ডেজ ও ৬৯ মিনিটে সুনীল ছেত্রীকে তুলে নিয়ে যথাক্রমে লালেংমাউইয়া রালতে ও লিস্টন কোলাসোকে নামান কোচ ইগর স্টিমাচ। আক্রমণে কিছুটা ঝাঁঝ বাড়ে। ম্যাচের ৭৫ মিনিটে আশিক কুরুনিয়ানের আপাতনিরীহ ক্রস ধরতে গিয়ে আফগান গোলকিপার ওভেইস আজিজি বল ফসকানোয় তা গোলে চলে যায়। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার সুবিধা অবশ্য ভারত নিতে পারেনি।

এগিয়ে গিয়েও আফগানিস্তানের সঙ্গে ড্র ভারতের
(ছবি- এআইএফএফ মিডিয়া)

কয়েকটি আক্রমণ প্রতিহত করলেও ৮২ মিনিটে হোসেইন জামানির শট রোখার কোনও সুযোগই পাননি ভারতের গোলকিপার গুরপ্রীত। তাঁর নাগালের বাইরে দিয়ে বক্সের ভিতর থেকে নেওয়া জামানির শট গোলে চলে যায়। শেষের কয়েক মিনিট আফগানরা মরিয়া লড়াই চালাতে থাকলেও গুরপ্রীতকে পরাস্ত করতে পারেননি। এদিন মাঠে উপস্থিত ছিলেন এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে সরাসরি পৌঁছে যাওয়ায় ভারতীয় দলকে অভিনন্দন জানান এআইএফএফ সভাপতি।

English summary
India Through To Asian Cup 2023 Third Round Qualifiers But Sunil Unable To Score His 75th Goal. India Hold By Afghanistan In Doha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X