For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল আদৌ কোনও উন্নতি করছে তো ভারতীয় ফুটবলের, এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন

আইএসএল আদৌ কোনও উন্নতি করছে তো ভারতীয় ফুটবলের, এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন

Google Oneindia Bengali News

আইএসএল-এর আগমনের ফল ভারতীয় ফুটবল নতুন দিশা পাবে বলে মনে করা হয়েছিল। অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন ফুটবল ফেডারেশনের কর্তারা। সমর্থেকরাও বুঁদ ছিলেন দিবা স্বপ্নকে বিশ্বাস করে। কিন্তু আইএসএল-এর ফলে ভারতীয় ফুটবল যে এক পা-ও এগোয়নি তার প্রমাণ মিলল বাহারিনের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে।

আইএসএল আদৌ কোনও উন্নতি করছে তো ভারতীয় ফুটবলের, এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন

ফ্রেন্ডলি ম্যাচে বাহরিনের শেখ আলি বিন মহম্মদ আল খালিফা স্টেডিয়াম সংক্ষেপে আল মুহারাক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাহরিন এবং ভারত। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে এগিয়ে থাকা বাহারিনের বিরুদ্ধে এই ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারদের গুণগত মানের থেকে পিছিয়ে ছিলেন সন্দেশ ঝিংঘান, রাহুল ভেকেরা। কিন্তু ফিফা'র তালিকায় ৮৯ নন্বরে জায়গা করে নেওয়া বাহরিনের বিরুদ্ধে ভারতীয় দল যে এতটা খারাপ খেলবে তা হয়তো ভাবতে পারেননি কেউই।

বাহরিনের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আইএসএল-এ দাপিয়ে খেলা ভারতীয় তারকাদের শুরু থেকে আলগা দেখায়। ম্যাচের ৩৭ মিনিটে মহম্মদ জসিম মারহুনের পাস থেকে বাহরিনকে এগিয়ে দেয় মহম্মদ আল হার্দন। দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটে ভারতীয় আক্রমণ ঝড় তুলে সমর্থ হওয়া ৫৯ মিনিটে ভারতের হয়ে ম্যাচে সমতা ফেরান রাহুল ভেকে। রোশন সিং-এর পাস থেকে গোল করেন রাহুল। তবে, শেষ পর্যন্ত এই ফলাফল বজায় রাখতে পারেনি টিম ইন্ডিয়া। ব্ল টাইগার্স ডিফেন্সের ব্যর্থতার ফলে ম্যাচের ৮৮ মিনিটে মহম্মদ জসিম মাহরুনের পাস থেকে মহম্মদ আল হুমাইদিন গোল করে ভারতের ম্যাচ ড্র করার আশায় জল ঢেলে দেয়। আরও বেশি গোলের ব্যহধানে জিততে পারত বাহরিন যদি ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হতেন মেহদি আল হুমাইদান।

আইএসএল-এর পারফরম্যান্সের জন্য মাথা তুলে নেওয়া এবং একের পর এক বিশেষণে শূন্য থেকে হিরো বানিয়ে ফেলা লিস্টন কোলাসো, মনবীর সিং, রহিম আলি, সুহের ভিপিদের নিয়ে এই দল বানানো হয়েছিল। আইএসএল-এর পারফরম্যান্সের বিচারে এই দল বেশ ভাল। কিন্তু যে লিগের পারফরম্যান্স নিয়ে এত মাতামাতি, যেই লিগের পারফরম্যান্সের দরুণ রাতারাতি তারকা বনে যাওয়া ফুটবলাররা যখন আন্তর্জাতিক পর্যায়ে মুখ থুবড়ে পড়ছে তখন প্রশ্ন এসেই যায় আদৌ এই লিগ কতটা কার্যকরী। যেই দলটা এই ম্যাচে খেলেছ তাদের আইএসএল পারফরম্যান্স মোটের উপর ভালই কিন্তু আইএসএল-এর মান যদি ৮৯-এর ফিফা র্যাঙ্কিং বিশিষ্ট একটা দলের বিরুদ্ধে জিততে না সাহায্য করতে পারে, তা হলে সেই লিগের যুক্তিকতা কতটা রয়েছে তা নিঃসন্দেহে সঠিক পর্যবেক্ষণের দাবি রাখে।

English summary
Is ISL improving Indian Football is the major question now that arise after India’s performance against Bahrain in Friendly match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X