For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের র‍্যাঙ্কিং-এ পতন, ফিফার প্রকাশিত ক্রমতালিকায় অবনতি ভারতের, চাপ বাড়ল ব্রাজিলের

ফের র‍্যাঙ্কিং-এ পতন, ফিফার প্রকাশিত ক্রমতালিকায় অবনতি ভারতের, চাপ বাড়ল ব্রাজিলের

Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপ ২০২২-এর আগে শেষ বার ফিফা ক্রমতালিকা প্রকাশিত করল ফিফা। এই তালিকায় প্রথম পাঁচে কোনও দলের স্থানের অবনিতে বা উন্নতি ঘটেনি। প্রত্যেকে নিজেদের পজিশনে রয়েছে। অবনতি ঘটেছে ভারতের। ফিফা ক্রমতালিকায় নিজেদের স্থান থেকে দুই ধাপ নিচে নেমে গিয়েছে ভারত। ১০৪ নম্বর থেকে ভারত রয়েছে ১০৬ নম্বরে।

ভারতের অবস্থান:

ভারতের অবস্থান:

ফিফার প্রকাশিত ক্রমতালিকায় অবনিত হয়ছে ভারতের। এর আগে ফিফার প্রকাশিত ক্রমতালিকায় ভারতের অবস্থান ছিল ১০৪ নম্বরে। বর্তমানে যে ক্রমতালিকা ফিফা প্রকাশ করেছে তাতে ভারত রয়েছে ১০৬ নম্বরে। দুই ধাপ নেমে গিয়েছে সুনীল ছেত্রীর ভারত। যদিও এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর যোগ্যতা অর্জন করেছে টিম ইন্ডিয়া। শেষ দু'টি ফিফা ফ্রেন্ডলিতে সিঙ্গাপুরের বিরু্ধে ১-১ গোলে ড্র করেছে ভারত এবং ভিয়েতনামের বিরুদ্ধে হেরেছে ০-৩ ব্যবধানে। শেষ বার ২০২২ সালের মার্চে ব্লু টাইগার্স ১০৬ নম্বরে ছিল।

শীর্ষে ব্রাজিল:

শীর্ষে ব্রাজিল:

কাতারে হতে চলা আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২২-এর আগে শেষবারের মতো র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। সুইৎজারল্যান্ডসে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত র‍্যাঙ্কিং অুযাযায়ী ব্রাজিল রয়েছে শীর্ষ স্থানে। সেপ্টেম্বরের দু'টি ফিফা ফ্রেন্ডলিতেই জয় পেয়েছিল ব্রাজিল। ফলে তাদের অবস্থান শীর্ষেই রয়েছে। যার অর্থ ফিফা ক্রমতালিকায় শীর্ষে থেকেই বিশ্বকাপ ২০২২-এ খেলতে নামবে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল

প্রত্যাশার চাপ বাড়ল ব্রাজিলের উপর:

প্রত্যাশার চাপ বাড়ল ব্রাজিলের উপর:

ব্রাজিল শীর্ষ স্থান ধরে রাখায় প্রত্যাশার চাপ অনেকটাই বাড়ল হলুদ জার্সিধারীদের উপর। এমনিতেই পাঁচ বারের চ্যাম্পিয়ন দলের সাফল্য আর আসেনি বিশ্বকাপের মঞ্চে ২০০২ বিশ্বকাপের পর। সব থেকে সফল দলের উপর নজর রয়েছে গোটা বিশ্বের। ব্রাজিল খেতাব জয়ের জন্য এমনিতেই চাপ নিয়ে কাতারে নামবে। তার উপর ফিফা ক্রমতালিকায় শীর্ষে থাকায় তাদের উপর প্রত্যাশার চাপ অনেকটাই বাড়ল। শুধু ব্রাজিলের অবস্থানই একই রয়েছে এমন নয়, সেরা পাঁচে কোনও রদবদল হয়নি।

প্রথম পাঁচের অবস্থান:

প্রথম পাঁচের অবস্থান:

শীর্ষ স্থানে রয়েছে ব্রাজিল, দ্বিতীয় অবস্থানে রয়েছে রোমেলু লুকাকুর বেলজিয়াম। তৃতীয় স্থানে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০১৮ ফিফা বিশ্বকাপ জয়ী ফ্রান্স রয়েছে চতুর্থ স্থানে। পাঁচ নম্বরে রয়েছে থ্রি লায়ন্সরা। হ্যারি কেনের ইংল্যান্ড সেরা পাঁচের মধ্যে পাঁচ নম্বরে অবস্থান করছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারলেও র্যাঙ্কিং-এ উন্নতি ঘটেছে ইতালির। স্পেনকে এক ধাপ নিচে নামিয়ে দিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ইতালি।

চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোলেও জয় অধরা পিএসজি-র, ছুটছে ম্যান সিটি-রিয়ালের বিজয় রথ, চরম নাটক সেভিয়ায়চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোলেও জয় অধরা পিএসজি-র, ছুটছে ম্যান সিটি-রিয়ালের বিজয় রথ, চরম নাটক সেভিয়ায়

English summary
India drop two places in recently Published FIFA Ranking, Brazil remains on the top
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X