For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেপালকে চূর্ণ করে সাফ চ্যাম্পিয়ন ভারত, লিওনেল মেসিকে স্পর্শ করলেন সুনীল ছেত্রী

  • |
Google Oneindia Bengali News

মালদ্বীপের মাল জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে ঝড় তুলল ভারত। আর তাতেই গোলমুখ খুলতে ব্যর্থতার বদভ্যাস ঝেড়ে ফেলল ইগর স্টিমাচের দল। মালদ্বীপের বিরুদ্ধে ফাইনালের আগে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছিল। এদিন প্রথমার্ধ গোলশূন্য থাকলেও শেষে নেপালকে তিন-শূন্য গোলে চূর্ণ করে অষ্টমবারের জন্য সাফ চ্যাম্পিয়ন হল ভারত।

লিওনেল মেসিকে স্পর্শ করলেন সুনীল ছেত্রী

৪৯ মিনিটে প্রথম গোলটি করেন সুনীল ছেত্রী। এক মিনিট পরেই ব্যবধান বাড়ান সুরেশ সিং ওয়াংজাম। ইনজুরি টাইমে তৃতীয় গোলটি করলেন সাহাল আবদুল সামাদ। এদিন সুনীল ছেত্রী কেরিয়ারের ৮০তম আন্তর্জাতিক গোলটি পেলেন। ফের ধরে ফেললেন লিওনেল মেসিকে। বর্তমানে যেসব ফুটবলাররা খেলছেন তাঁদের মধ্যে মেসি ও সুনীল হলেন আন্তর্জাতিক ফুটবলে যুগ্ম দ্বিতীয় সর্বাধিক গোলদাতা। পুরুষদের মধ্যে সর্বাধিক আন্তর্জাতিক গোলের রেকর্ডটি রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দখলে। অ্যাকটিভ গোলস্কোরারদের তালিকায় দ্বিতীয় স্থানে এককভাবে উঠে এসেছিলেন মেসি। তাঁকে ফের ধরে ফেললেন ভারত অধিনায়ক।

লিওনেল মেসিকে স্পর্শ করলেন সুনীল ছেত্রী

সুনীল মালদ্বীপ ও নেপালের বিরুদ্ধেই সবচেয়ে বেশি আটটি করে গোল করেছেন। মালদ্বীপের বিরুদ্ধে ৬টি ম্যাচে তিনি আটটি গোল করেছেন। নেপালের বিরুদ্ধে খেলেছেন ১২টি ম্যাচ। চাইনিজ তাইপে ও বাংলাদেশের বিরুদ্ধে সুনীলের ৬টি করে গোল রয়েছে। তাজিকিস্তানের বিরুদ্ধে করেছেন ৫টি গোল। কেনিয়ার বিরুদ্ধে চারটি গোল রয়েছে ছেত্রীর। কম্বোডিয়া, কিরগিজ রিপাবলিক, মায়ানমার, ভূটান, আফগানিস্তান, ভিয়েতনাম ও গুয়ামের বিরুদ্ধে সুনীল ছেত্রী তিনটি করে গোল করেছেন। দুটি করে গোল রয়েছে সিরিয়া, লেবানন, মালয়েশিয়া, ওমান ও তাইল্যান্ডের বিরুদ্ধে। এ ছাড়া একটি করে আন্তর্জাতিক গোল রয়েছে শ্রীলঙ্কা, বাহরিন, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ক্যামেরুন, ফিলিপিন্স, প্যালেস্তাইন, পুয়ের্তো রিকো, ম্যাকাও, নিউজিল্যান্ড, কিউরাসাও এবং ডিপিআর কোরিয়ার বিরুদ্ধে।

ইগর স্টিমাচ কোচ হওয়ার পর আজ নেপালের বিরুদ্ধে ম্যাচটি নিয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলল ভারত। ২০১৯ সালের মে মাসে স্টিমাচ কোচ হওয়ার পর এই নিয়ে ষষ্ঠ জয় পেল ব্লু টাইগাররা। পরাজয় সাতটিতে, ড্র হয়েছে ৯টি ম্যাচ। স্টিমাচের কোচিংয়ে ভারতের প্রথম জয়টি এসেছিল ২০১৯ সালের ৮ জুন তাইল্যান্ডের বিরুদ্ধে কিংস কাপের ম্যাচে। স্টিমাচের প্রশিক্ষণাধীন ভারত অবশ্য তার আগে প্রথম ম্যাচটি হেরে গিয়েছিল কিউরাসাওয়ের কাছে। ১-৩ গোলে হারলেও সেই ম্যাচে গোল করেছিলেন সুনীল ছেত্রী। ইগর স্টিমাচের কোচিংয়ে ভারত অধিনায়ক হিসেবে এদিন ত্রয়োদশ গোলটি করলেন সুনীল। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ১-১ গোলে ড্র করেছিল, সেই ম্যাচে গোল পেয়েছিলেন ভারত অধিনায়ক। শ্রীলঙ্কা ম্যাচটি গোলশূন্য ড্র হয়। নেপালের বিরুদ্ধে ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন সুনীল। ফাইনালে ভারত ওঠে মালদ্বীপকে তিন-এক গোলে হারিয়ে। সেই ম্যাচে সুনীল জোড়া গোল করেছিলেন। তারপর এদিনের ফাইনালে প্রথম গোলটি করেন তিনি।

English summary
India Beat Nepal 3-0 To Win SAFF Championship For The Eighth Time. Sunil Chhetri And Lionel Messi Now The Joint Second-Highest Active Goalscorer In International Football.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X