কলকাতায় প্রথমবার ফুটসলের আসর, খেলতে পারে তিন প্রধান, টুর্নামেন্ট কবে শুরু, চমক বার্সা কোচের উপস্থিতি
বাংলায় এই প্রথমবার ফুটসলের আসর। চলতি বছরে ফুটসল টুর্নামেন্ট অয়োজন করতে চলেছে আইএফএ। করোনা ধাক্কায় মরসুমের কলকাতা লিগ শুরু করা যায়নি। কিন্তু ফুটবল খেলার ধারা বজায় রাখতেই তিন প্রধান অর্থাৎ মোহনবাগান- ইস্টবেঙ্গল ও মহামেডানকে নিয়ে ফুটসল করতে চায় আইএফএ।

কবে হতে পারে ফুটসল?
জানা যাচ্ছে আইএফএ ১৫ই এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিনে এই টুর্নামেন্ট শুরু করা নিয়ে ভেবে রেখেছে। তিন প্রধানকে পাওয়ার ক্ষেত্রেও আইএফএ আশাবাদী। তিন প্রধানকে পাওয়া গেলে বাংলায় প্রথমবার হতে চলা এই ফুটসলের আকর্ষণও অনেক বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে সামনে রাজ্য বিধানসভা নির্বাচন। সেই নিয়ে ইতিমধ্যে রাজ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে। সেই কারণেই আইএফএ এখনও পর্যন্ত ফুটসলের দিনক্ষণ চূড়ান্ত করেনি।

চমক বার্সা কোচ
বাংলার প্রথম ফুটসল টুর্নামেন্টে বড়় চমক হতে চলেছে বার্সেলোনার ফুটসল কোচ মিগুয়েল আন্দ্রেসের উপস্থিতি। এখনও পর্যন্ত যা খবর, টুর্নামেন্টের মেন্টর হিসেবে থাকতে পারেন তিনি।

ভিডিওর মাধ্যমে সাহায্য করবেন কোচ
তবে কোভি়ড পরিস্থিতি বাধা হতে পারে। পৃথিবী এখনও করোনা মুক্ত নয়, এর মাঝেই স্পেনে ফুটসল লিগ হবে। তাই হয়ত সশরীরে থাকতে পারবেন না তিনি। স্পেন থেকেই ভিডিওর মাধ্যে তিনি সবরকম সাহায্য করবেন বলে জানা যাচ্ছে।

কত দলের টুর্নামেন্ট
১৬ দলের এই টুর্নামেন্টে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান ছাড়াও কলকাতা লিগের প্রিমিয়ার এ, প্রিমিয়ার বি ও প্রথম ডিভিশনের ক্লাবগুলিকে আমন্ত্রণ জানান হবে বলে পরিকল্পনা নিয়েছে আইএফএ।