For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই লিগে প্রথম হার মোহনবাগানের, সব ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া সঞ্জয় সেন

আই লিগে প্রথম হারের মুখ দেখল মোহনবাগান। চার্চিল ব্রাদার্সের কাছে ১-২ গোলে হেরে গেল সবুজ মেরুন ব্রিগেড। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া সঞ্জয় সেন।

  • |
Google Oneindia Bengali News

গোয়া, ৫ মার্চ : আই লিগে প্রথম হারের মুখ দেখল মোহনবাগান। চার্চিল ব্রাদার্সের কাছে ১-২ গোলে হেরে গেল সবুজ মেরুন ব্রিগেড। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া সঞ্জয় সেন।

শনিবারের ম্যাচের পরে ১০ ম্যাচ খেলে মোহনবাগান ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ১২ ম্যাচ খেলে লিগ তালিকায় শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। ট্রেভর জেমস মর্গ্যানের ছেলেদের পয়েন্ট ২৭। ১২ ম্যাচ খেলে আইজল এফসি ২৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

আই লিগে প্রথম হার : ঘুরে দাঁড়াবে মোহনবাগান, বললেন সঞ্জয় সেন

গোয়ায় ঘরের মাঠে তিলক ময়দানের ম্যাচ অবশ্য অন্য কারণেও স্মরণীয় হয়ে থাকবে। ১-২ মিনিট নয়, গোয়ায় মোহনবাগান-চার্চিল ম্যাচে প্রায় আধ ঘণ্টার বেশি সময় ফ্লাড লাইট বন্ধ ছিল। ম্যাচ সবমিলিয়ে বন্ধ রাখতে হয়েছে প্রায় ৪০ মিনিট। এর আগে যুবভারতী স্টেডিয়ামেও লাইট বন্ধ থেকেছে। তবে টানা এতক্ষণ ফ্লাড লাইট বন্ধ থাকছে, তা কখনও হয়নি।

শনিবার ম্যাচের শুরুতে সনি নর্ডির পাস থেকে মোহনবাগানকে ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে দেন প্রবীর দাস। এরপর মোহনবাগান বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল, তবে তেকাঠির মধ্যে বল রাখতে পারেনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে কোনও গোল মোহনবাগান করতে পারেনি। উল্টে ম্যাচের ৬৫ ও ৭৪ মিনিটের মাথায় পরপর দুটি গোল হজম করে সঞ্জয় সেনের দল। এরপরে ফ্লাড লাইট বন্ধ হয়ে যায়। সেই আঁধার কেটে যাওয়ার পরও মোহনবাগান ড্রেসিংরুমে অন্ধকার কাটেনি। আর গোলের মুখ খুলতে পারেনি সনি নর্ডিরা। ফলে আই লিগে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল মোহনবাগানের।

English summary
I-League: Mohun Bagan lost to Churchill Brothers, will come back hard, says coach Sanjay Sen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X