কলকাতার যুবভারতী থেকে কল্যাণী, আই লিগে আজ কোথায় কোন ম্যাচ
সুপার সানডেতে আই লিগে আজ একের পর এক ফুটবল ম্যাচ। কলকাতার যুবভারতী থেকে কল্যাণী, আজ সারাদিন শুধুই ফুটবল। বাংলা ফুটবলের সব চোখ আজ কল্যানীতে থাকতে চলেছে।

একনজরে আই লিগে আজ কী কী ম্যাচ রয়েছে
আই লিগে আজ সবচেয়ে বড় ম্যাচ মহামেডানের। রবিবার কল্যাণীতে আই লিগের ম্যাচে মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। সাদা কালো আর্মির আজকের প্রতিপক্ষ রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি।

কে এগিয়ে কে পিছিয়ে
টানা ২ ম্যাচ ড্রয়ের ফলে পয়েন্ট নষ্ট করেছে মহামেডান। তাই এবার তারা জয়ে ফিরতে মরিয়া। অন্যদিকে চলতি আই লিগে শেষ দুই ম্যাচে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি হারের মুখ দেখেছে। সেই সুযোগ কাজে লাগিয়েই তিন পয়েন্ট নিতে মরিয়া মহামেডান এফসি। কল্যানীতে হাইভাল্টোজ এই ম্যাচ সন্ধ্যে ৭টায় রয়েছে।

আত্মবিশ্বাসী কোচ
দল যে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতবে, সেই নিয়ে মহামেডানের কোচ হোসে হেভিয়া আশাবাদী। আই লিগে মহামেডান এখনও পর্যন্ত তিন ম্যাচে একটি জয়, দুটি ড্র করে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

দিনের বাকি ম্যাচ কখন কোথায়
অন্যদিকে কল্যানীতে বিকেল ৪টে আইজল বনাম অ্যারোজ ম্যাচ রয়েছে। যুবভারতীতে আজ দুপুর ২ টোয় ট্রাউ খেলবে চেন্নাই সিটির বিরুদ্ধে। মহামেডানের বিরুদ্ধে এই ট্রাউ ২ গোয়ে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করেছিল তারা।
