For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতাতেই মার্চের গোড়ায় শুরু করোনার কারণে থমকে যাওয়া আই লিগ

  • |
Google Oneindia Bengali News

কলকাতাতেই শুরু হয়েছিল আই লিগ। যদিও বিভিন্ন দলের জৈব সুরক্ষা বলয় ভেদ করে করোনা সংক্রণ ছড়ানোর জেরে তা স্থগিত করে দেওয়া হয়। বাংলার করোনা পরিস্থিতির উন্নতি ঘটার সঙ্গেই এবার বেজে গেল আই লিগের দামামা। মার্চের ৩ তারিখ থেকেই শুরু হয়ে যাবে থমকে যাওয়া আই লিগ।

কলকাতাতেই মার্চের গোড়ায় শুরু করোনার কারণে থমকে যাওয়া আই লিগ

গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন স্টেডিয়ামগুলিতে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়ে খেলা আয়োজন করা যেতে পারে। তারপর এদিনই এআইএফএফ জানিয়ে দিল আই লিগ শুরুর কথা। জৈব সুরক্ষা বলয়েই থাকবেন ফুটবলার, সাপোর্ট স্টাফ ও অফিসিয়ালরা। ২০ ফেব্রুয়ারির মধ্যে জৈব সুরক্ষা বলয়ে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

জৈব সুরক্ষা বলয়ে যোগদানের আগে সকলকেই তিনটি নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট সঙ্গে রাখতে হবে। এআইএফএফের স্পোর্টস মেডিক্যাল কমিটির সদস্য ডা. হর্ষ মহাজনের পরামর্শকে মান্যতা দিয়ে সকলকেই কলকাতায় পৌঁছানোর আগে ১২ লিড ইসিজি করাতে বলা হয়েছে। জৈব সুরক্ষা বলয়ে প্রত্যেককে ৭ দিন নিভৃতবাসে থাকতে হবে, সেই সময় তাঁদের আরও তিনটি করোনা পরীক্ষা করানো হবে। এই তিনটি আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে অনুশীলন, একসঙ্গে খাওয়াদাওয়া, টিম মিটিং করা যাবে ম্যাচ খেলার পাশাপাশি।

আই লিগে অংশগ্রহণকারী একাধিক দলে করোনা সংক্রমণ ছড়ানোর জেরে ২৯ ডিসেম্বর লিগ স্থগিত করে দেওয়া হয়েছিল। এআইএফএফের লিগ সিইও সুনন্দ ধর জানিয়েছেন, সকলের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতেই করোনা সংক্রমণ ছড়ানোর সঙ্গে সঙ্গে লিগ স্থগিত করা হয়। এখন পজিটিভিটি রেট কমছে। চিকিৎসক-সহ বিশেষজ্ঞরা সবুজ সঙ্কেত দেওয়ার পরই লিগ পুনরায় চালুর সিদ্ধান্ত। আই লিগ শুরুর এটাই সেরা সময়। প্রতিটি দলই নতুনভাবে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে। এআইএফএফ সব দলগুলির সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছে।

আই লিগের ফরম্যাটে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। ১৩টি দল রাউন্ড রবিন ফরম্যাটে একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রথম রাউন্ডের শেষে দলগুলিকে দুই ভাগে ভাগ করা হবে। প্রথম সাতটি দল গ্রুপ এ-তে থেকে চ্যাম্পিয়নশিপ খেতাব দখলের লড়াই চালাবে। বাকি ৬টি দল গ্রুপ বি-তে অবনমন বাঁচানোর লড়াইয়ে খেলতে নামবে। দ্বিতীয় রাউন্ডেও একেকটি গ্রুপে থাকা দলগুলি বাকি দলগুলির বিরুদ্ধে রাউন্ড রবিন ফরম্যাটে মুখোমুখি হবে। মোহনবাগান মাঠের পাশাপাশি কল্যাণী ও নৈহাটি স্টেডিয়ামে হবে আই লিগের ম্যাচগুলি।

English summary
I-League 2021-22 Season Will Resume On March 3 In Kolkata. The Tournament Will Be Played From Within The Safety Of A Bio-Bubble, Which Will Begin On February 20.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X