আরো জমজমাট আইলিগ, খেতাবের দৌড়ে চার্চিল খেল বড় ধাক্কা! চেন্নাই এক্সপ্রেস ধরতে সবচেয়ে এগিয়ে লাল-হলুদ
ফুটবল টুর্নামেন্ট না সাপ-লুডো বোঝা দায়। একেবারে শেষ দিকে এসে দারুন জমে গিয়েছে এই বারের আইলিগের লড়াই। রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ড্র করার পর, মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) শিলং লাজং-এর কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে চার্চিল ব্রাদার্সের আই-লিগ জয়ের আশা বড়সড় ধাক্কা খেল। স্বাবাবিক ভাবেই এতে বাকি ৩ খেতাবের দাবিদার - চেন্নাই সিটি এফসি, রিয়াল কাশ্মীর এফসি ও ইস্টবেঙ্গল লাভবান হল।
লিগের মতো এদিনের ম্যাচও হল দারুণ জমজমাট। প্রথমার্ধেই ৩৬ ও ৪৫ মিনিটে জোড়া গোল করে লাজংকে এগিয়ে দিয়েছিলেন স্যামুয়েল ক্যানসি। এরপর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান সেই উইলিস প্লাজা (৫৩') ও অ্যান্টনি উলফ (৭১)। কিন্তু, তাতেও অ্যাওয়ে ম্যাচের খারাপ রেকর্ড উন্নত হল না চার্চিলের। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে গোল করে চার্চিলের মন ভেঙে দেন মহেশ সিং।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">A thrilling 5 goal match comes to an end with <a href="https://twitter.com/lajongfc?ref_src=twsrc%5Etfw">@lajongfc</a> getting a 3-2 win against the red machines <a href="https://twitter.com/Churchill_Goa?ref_src=twsrc%5Etfw">@Churchill_Goa</a>.<a href="https://twitter.com/hashtag/LAJCB?src=hash&ref_src=twsrc%5Etfw">#LAJCB</a> <a href="https://twitter.com/hashtag/HeroILeague?src=hash&ref_src=twsrc%5Etfw">#HeroILeague</a> <a href="https://twitter.com/hashtag/ILeagueIConquer?src=hash&ref_src=twsrc%5Etfw">#ILeagueIConquer</a> <a href="https://t.co/78CUWJ0x1o">pic.twitter.com/78CUWJ0x1o</a></p>— Hero I-League (@ILeagueOfficial) <a href="https://twitter.com/ILeagueOfficial/status/1092780572110286848?ref_src=twsrc%5Etfw">February 5, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>দেখে নেওয়া যাক এই ম্যাচের পর ৪ দলের কার কী সম্ভাবনা অবশিষ্ট রইল -

চেন্নাই সিটি এফসি
শেষ ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে লিগে দ্বিতীয়বার পরাজিত হয়ে কিছুটা পিছিয়ে পড়েছে দীর্ঘদিন ধরে লিগ শীর্ষে চেন্নাই সিটি এফসি।
ম্যাচ - ১৪, পয়েন্ট - ৩০, গোলপার্থক্য - ১৩
ম্যাচ বাকি (৫) - ইন্ডিয়ান অ্যারোজ (বাইরে, ৮ ফেব), নেরোকা (বাইরে, ১১ ফেব), শিলং লাজং (বাইরে, ১৮ ফেব), মোহনবাগান (ঘরে, ২৪ ফেব), চার্চিল ব্রাদার্স (বাইরে, ১ মার্চ)।
বাকি ম্যাচ গুলি জিততে পারলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কারোর মুখাপেক্ষী হতে হবে না তাদের, মোট পয়েন্ট দাঁড়াবে ৪৫।

চার্চিল ব্রাদার্স
মঙ্গলবার (৫ ফেব) -এর হারে অনকটাই পিছিয়ে পড়ল চার্চিল। চেন্নাইয়ের থেকে ২টি ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট পিছনে থাকল তারা। এখান থেকে বাকি দলগুলি পযেন্ট নষ্ট না করলে তাদের পক্ষে খেতাব জয় মুশকিল।
ম্যাচ - ১৬, পয়েন্ট - ২৯, গোলপার্থক্য - ১২
ম্যাচ বাকি (৩) - মোহনবাগান (বাইরে, ৯ ফেব), ইস্টবেঙ্গল (বাইরে, ১৭ ফেব), চেন্নাই সিটি এফসি (ঘরে, ১ মার্চ)।
বাকি ৩ ম্য়াচ জিতলে রেড মেশিনরা পৌঁছবে ৩৮ পয়েন্টে। এরমধ্যে ইস্টবেঙ্গল ও চেন্নাই এফসি ম্যাচ রয়েছে। চেন্নাই, চার্চিল বাদে বাকি ম্যাচ জিতলে এই ক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৪২। কাজেই চার্চিলের আশা প্রায় শেষ হল।

রিয়াল কাশ্মীর
চার্চিল খেতাবের দৌড়ে পিছিয়ে যাওয়ায় ইস্টবেঙ্গলের সঙ্গে চেন্নাইকে ধাওয়া করছে আপাতত রিয়াল কাশ্মীর। চেন্নাইয়ের থেকে ১ ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট পিছনে আছে তারা।
ম্যাচ - ১৫, পয়েন্ট - ২৯, গোলপার্থক্য - ১০
ম্যাচ বাকি (৪) - গোকুলাম (ঘরে, ৬ ফেব), ইস্টবেঙ্গল (ঘরে, ১০ ফেব), মিনার্ভা (ঘরে, ১৭ ফেব), ইন্ডিয়ান অ্যারোজ (বাইরে, ২৪ ফেব)।
সব ম্যাচ জিতলে তারা ৪১ পয়েন্ট পৌঁছবে। তবে তাদের সুবিধা বাকি ৪ ম্যাচের ৩টিই খেলবে ঘরের মাঠে।

ইস্টবেঙ্গল
খেতাবের দৌড়ে থাকা দলগুলির মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ বাকি আছে লাল-হলুদের। তারমধ্যে খেতাবের লড়াইতে থাকা চার্চিল ও রিয়াল কাশ্মীরকে হারানোর সুযোগ পাবে লাল-হলুদ।
ম্যাচ - ১৩, পয়েন্ট - ২৫, গোলপার্থক্য - ৮
ম্যাচ বাকি (৬) - নেরোকা (ঘরে, ৭ ফেব), রিয়াল কাশ্মীর (বাইরে, ২০ ফেব), শিলং লাজং (ঘরে, ১৪ ফেব), চার্চিল ব্রাদার্স (ঘরে, ১৭ ফেব), আইজল (ঘরে, ২১ ফেব), মিনার্ভা (বাইরে, ৩ মার্চ)।
বাকি সব ম্যাচ জিতলে মেনেন্দেজের দলও ৪৩ পয়েন্টে পৌঁছবে। অর্থাত তারাই এখন পর্যন্ত চেন্নাইকে ধরার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে।