For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএফএল-এর পর শঙ্করলালের পাখির চোখ আই লিগ, প্রথম ম্যাচেই পুরনো দলের মুখোমুখি কিসেকা

গোকুলাম এফসি বনাম মোহন বাগান আইলিগ ২০১৮-১৯-এর ম্যাচের প্রিভিউ।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবারই শুরু হচ্ছে আইলিগ। আর তার পরদিনই শনিবার (২৭ অক্টোবর) কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে কেরলের দল গোকুলাম এফসির মুখোমুখি হচ্ছে কলকাতার বড় ক্লাব মোহনবাগান। খেলা শুরু হবে বিকেল ৫টায়।

ম্যাচের দুদিন আগেই কেরলে পৌছে গিয়েছে সবুজ-মেরুন দল। তবে এখনও নথিবদ্ধ না হওয়ায় এইউ ম্যাচে থেলতে পারবেন না সনি নর্ডে। তাই দলের সঙ্গেও যাননি তিনি।

ললিত মোদী

ললিত মোদী

অর্থ তছরূপ কাণ্ডে ললিত মোদীকে ইমেলে সমন পাঠালো ইডি।

কোথায় দাঁড়িয়ে গোকুলাম এফসি

কোথায় দাঁড়িয়ে গোকুলাম এফসি

গত আইলিগে শুরুটা খুবই হতাশাজনক হয়েছিল গোকুলামের। কিন্তু মরশুমে শেষের দিকে তারা ভাল খেলতে শুরু করেছিল। কোচ বিনো জর্জ ঠিক সেইখান থেকেই নতুন মরশুম শুরু করতে চাইছেন।

মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে তাঁদের ভাল খেলা অনেকটাই নির্ভর করছে রক্ষণের জুটি ফাব্রিকো ওর্তিজ ও দানিয়েল আদোর উপর। তাদের তিন কাঠির নিচে সম্ভবত থাকবেন দিল্লি ডায়নামোস থেকে আসা গোলকিপার অর্ণব দাস শর্মা। আর মাঝমাছ থেকে বল জোগানের দায়িত্ব রয়েছে মুদে মুসা ও মহম্মদ রশিদের উপর। গোল করার জন্য তাদের ভরসা সুহেইর ভিপি ও আন্তোনিও জার্মান।

ভয়াবহ ডাকাতি

ভয়াবহ ডাকাতি

কামারহাটিতে শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি। মুখে কালো কাপড় বেঁধে চড়াও হয় দুষ্কৃতীরা। ১০ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুঠের অভিযোগ। তদন্তে বেলঘরিয়া থানার পুলিশ।

কোথায় দাঁড়িয়ে মোহনবাগান

কোথায় দাঁড়িয়ে মোহনবাগান

নিঃসন্দেহে এই ম্যাচ থেক তিন পয়েন্ট তোলাই মোহনবাগানের লক্ষ্য। তারা আইলিগ জেতার অন্যতম দাবিদার। কোচ শঙ্করলাল চক্রবর্তি কিন্তু এই বছর দীর্ঘ আট বছর পর সবুজ মেরুনকে কলকাতা লিগের স্বাদ দিয়েছেন। অপরাজিত থেকেই ৩০তম কলকাতা লিগ ঘরে তুলেছে তারা। এঠাড়া আইলিগের প্রস্তুতি হিসেবে বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচও খেলেছে বাগান শিবির, যার প্রত্যেকটিতেই বড় জয় পেয়েছে।

কলকাতা লিগে দারুণ খেলেছেন পিনে্টু মাহাতো। জাতীয় স্তরের টুর্নামেন্টেও তিনি ভাল কিছু করতে পারেন কিনা তার পরীক্ষা হবে এইবার। নিখিল কদম ও সেখ ফৈয়াজের ছেড়ে যাওয়া জায়গা নেওয়ার জন্য এই পিন্টু ও বৃত্তোর উপরই ভরসা করছে মোহনবাগান।

তবে সবার চোখ রয়েছে হেনরি কিসেকার দিকে। আগেরবার গোকুলামেই খেলেন তিনি। এইবার পুরনো দলের বিরুদ্ধে তিনি জ্বলে উঠবেন বলেই মনে করছেন কোচ শঙ্করলাল। বস্তুত সনি এসে গেলেও এই আইলিগে ডিকা-কিসেকা জুটির উপরই নির্ভর করছেন কোচ।

মাওবাদী

মাওবাদী

শিমুলতলার স্কুল থেকে এক ছাত্রকে অপহরণ করে মাওবাদীরা। যদিও আজ সকালে তাকে ছেড়ে দিয়ে যায় স্কুলের সামনে। ওই ছাত্রের শরীরে ব্লেডের আঘাত রয়েছে। সন্দেহভাজন মাওবাদীরা দুপুর ১২ টার মধ্যে স্কুল খালি করে না দিলে হামলা চালানো হবে বলে হুমকিও দেওয়া হয়েছে।

গোকুলাম দলের সম্ভাব্য প্রথম একাদশ

গোকুলাম দলের সম্ভাব্য প্রথম একাদশ

অর্ণব (গোলরক্ষক), কোচনেভ, আদো, ওর্তিজ, দীপক, মুসা, রশিদ, জার্মান, জয়রাজ, সালমান কে, সুহেইর ভিপি

আহত শিশুরা

আহত শিশুরা

কোরিয়া (ছত্তিশগড়) : স্কুলে বিদ্যুতের ঝটকায় আহত ১৬ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহনবাগান দলের সম্ভাব্য প্রথম একাদশ

মোহনবাগান দলের সম্ভাব্য প্রথম একাদশ

শিলটন, অরিজিত, আম্বেদকর, কিংসলে, লালচাওয়ানকিমা, পিন্টু মাহাতো, ব্রিত্তো পিএম, এলহুসেইি, সৌরভ দাস, কিসেকা, দিপান্ডা ডিকা

ব্যাপম কাণ্ড

ব্যাপম কাণ্ড

ব্যাপম কাণ্ডে প্রয়াত সাংবাদিক অক্ষয় সিংয়ের বাড়িতে দেখা করতে পৌছলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। চাকরি ও অন্যান্য সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সত্য বের করাই এখন আমার একমাত্র লক্ষ্য। বললেন তিনি।

চোট আঘাত, কার্ড সমস্যা ও মুখ্য খোলোয়াড়

চোট আঘাত, কার্ড সমস্যা ও মুখ্য খোলোয়াড়

গোকুলাম - গোকুলাম দলে চোট আঘাত বা কার্ড সমস্যা নেই কারোর। তাঁদের দলে চোখ রাখুন আন্তোনিও জার্মান, মুদে মুসা ও অর্জুন জয়রাজের দিকে।

মোহনবাগান - প্রথম ম্যাচে চোটের জন্য খেলতে পারবেন না উইতা কিনোয়াকি। এছাড়া এখনও নথিবদ্ধ না হওয়ায় দলে নেই সনি নর্ডেও। মোহনবাগানের হয়ে মাঠে ফুল ফোটাতে পারেন হেনরি কিসেকা, দিপান্ডা ডিকা বা এজে কিংসলে।

[আরও পড়ুন:আইএসএল ২০১৮: মুখোমুখি দুই চ্যাম্প! ঘরের মাঠে জিতে 'এলিট' স্তরে উঠতে চায় স্টিভ কপেলের দল]

শহরে চলল গুলি

শহরে চলল গুলি

রাতের শহরে ফের শুটআউট। হরিদেবপুরে রাতভর চলল গুলি। মৃত্যু এক পথচারীর। বিল মেটানো পানশালার কর্মীদের সঙ্গে এক গোষ্ঠীর সংঘর্ষ বাধে। এরপরই গুলি চলতে শুরু করে। ৩০-৩৫ রাউন্ড গুলি চলেছে। এই ঘটনায় বিজয় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আপ বিধায়ক

গ্রেফতার আপ বিধায়ক

প্রতারণা ও জালিয়াতির ঘটনায় দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হলেন আপ বিধায়ক মনোজ কুমার।

৪৫ আইএসআইএস জঙ্গি মৃত

৪৫ আইএসআইএস জঙ্গি মৃত

খাবারে বিষক্রিয়া হয়ে মৃত্যু হল ৪৫ জন আইএসআইএস জঙ্গির। গতকাল সিরিয়ায় একটি ইফতার পার্টিতে ১৪৫ জন জঙ্গি একসঙ্গে খেতে বসেছিল। খাবার খেয়ে ১০০ জন অসুস্থ হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় ৪৫ জনের।

নরেন্দ্র মোদী-নওয়াজ শরিফ বৈঠক

নরেন্দ্র মোদী-নওয়াজ শরিফ বৈঠক

চলতি 'ব্রিকস' সম্মেলনে ফের একবার মুখোমুখি বৈঠক হতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। আগামিকাল এই বৈঠক হওয়ার কথা।

ব্যাপমে সিবিআই

ব্যাপমে সিবিআই

মধ্যপ্রদেশের ব্যাপম কাণ্ড নিয়ে এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেই তদন্তে শীর্ষ আদালতের নজরদারির প্রয়োজন হবে কি না তা সিবিআই-এর কাছেই জানতে চেয়েছে আদালত। আগামী ২৪ জুলাই সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য জানাবে সিবিআই।

শিবরাজের পদত্যাগ দাবি

শিবরাজের পদত্যাগ দাবি

ব্যাপম কাণ্ডে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পদত্যাগ দাবি করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

English summary
Preview of the i League 2018-19 match between Gokulam FC and Mohun Bagan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X