জিতেই মরসুম শেষ করল সবুজ-মেরুণ! পাহাড়ে জয়ের পর এবার নেরোকার পয়েন্ট নষ্টের প্রার্থনা
শেষ পর্যন্ত জয় দিয়েই আই লিগ ২০১৮-১৯ মরসুমটা শেষ করল মোহনবাগান। এদিন শিলং-এ লিগের লাস্টবয় শিলং লাজং-এর বিরুদ্ধে ম্য়াচের ৪ মিনিটের মাথাতেই সবুজ-মেরুনকে ১ গোলে এগিয়ে দিয়েছিলেন দিপান্ডা ডিকা। কিন্তু বিরতির ঠিক আগে পরে ফ্র্যাঙ্কি বুয়ামের জোড়া গোলে ২-১ গোলে এগিয়ে যায় লাজং। ৭৮ মিনিটে সমতা ফেরান সনি নর্ডে। ১০ মিনিট পর জয়ের গোল করেন পরিবর্তিত হিসেবে নামা বৃত্তো।

ফলে ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল কলকাতার বড় ক্লাব। এই মুহূর্তে সবুজ মেরুন লিগে ৫ নম্বরে রয়েছে। ১ ম্যাচ কম খেলে ও ৩ পয়েন্ট কম নিয়ে ঠিক পরের স্থানেই রয়েছে নেরোকা এফসি। মোহনবাগানের বিরুদ্ধে হেড টু হেডে এগিয়ে নেরোকা। শেষ ম্যাচে তারা পয়েন্ট খোয়ালে তবেই পঞ্চম স্থানে শেষ করবে মোহনবাগান।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">That's how the 📊 looks before the action begins 👊🏻💥🔥<a href="https://twitter.com/hashtag/HeroILeague?src=hash&ref_src=twsrc%5Etfw">#HeroILeague</a> <a href="https://twitter.com/hashtag/ILeagueIConquer?src=hash&ref_src=twsrc%5Etfw">#ILeagueIConquer</a> <a href="https://t.co/eH2y48V206">pic.twitter.com/eH2y48V206</a></p>— Hero I-League (@ILeagueOfficial) <a href="https://twitter.com/ILeagueOfficial/status/1104048530346381312?ref_src=twsrc%5Etfw">March 8, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>২০১৩ সালে তারা অষ্টম স্থানে শেষ করেছিল। এবার যদি শেষ পর্যন্ত ষষ্ঠ স্থানেই শেষ করে মোহনবাগান, তাহলে এটাই হবে তারপরের সবচেয়ে খারাপ ফল।