আই লিগ ২০১৮-১৯, সরল লাল-হলুদের কাশ্মীর ম্যাচ! কমিটির পর কমিটি - ঝুলেই রইল মিনার্ভার ভবিষ্যৎ
শ্রীনগর থেকে সরল রিয়াল কাশ্মীর বনাম ইস্টবেঙ্গল আই লিগের ম্যাচ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) এআইএফএফ জানিয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারিই ওই ম্য়াচ হবে, তবে খেলা হবে দিল্লিতে। পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে বার বার উদ্বেগ প্রকাশ করেছিল লাল-হলুদ। শেষে কাশ্মীরের ক্লাবটিই দিল্লিতে খেলতে রাজি হয়েছে।

রিয়াল কাশ্মীর বনাম ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নিতে পারলেও শ্রীনগরে এর আগে বাতিল হওয়া রিয়াল কাশ্মীর বনাম মিনার্ভা পাঞ্জাব ম্য়াচটি নিয়ে এদিনও কোনও সিদ্ধান্ত নিতে পারল না লিগ কমিটি। তারা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির উপর।
ফেডারেশন জানিয়েছে রিয়াল কাশ্মীর ক্লাব এক লিখিত আবেদন করেছিল তাদের কাছে। তাতে বলা হয়েছিল সম্প্রতি কাশ্মীরে আর্টিকল ৩৫এ জারি করায় ম্য়াচ হওয়া নিয়ে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। এই অবস্থায় তারা দিল্লি বা অন্য কোনও নিরপেক্ষ মাঠে তাদের পরবর্তী হোম ম্য়াচ খেলতে চায় তারা। তাদের সেই আবেদন মেনে নিয়েছে ফেডারেশন।