For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই লিগ ২০১৮-১৯: মরসুমের প্রথম কলকাতা ডার্বি! চোট-আঘাতই চিন্তায় রেখেছে দুই প্রধানকে

আইলিগ ২০১৮-১৯ এর প্রথম কলকাতা ডার্বির আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলই বেশ কয়েকটি চোট-আঘাতের সমস্যায় ভুগছে। 

  • |
Google Oneindia Bengali News

উত্তেজনা বাড়ছে কলকাতার ফুটবল মহলে। আইলিগ ২০১৮-১৯ মরসুমের প্রথম কলকাতা ডার্বি আর মাত্র একটা দিন দূরে। রবিবার (১৬ ডিসেম্বর)-ই সেই দিন। ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই বছর এর আগে ক্যালকাটা ফুটবল লিগে মুখোমুখি হয়েছিল লাল-হলুদ ও সবুজ মেরুন শিবির। যুবভারতীতে েই ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল।

আইলিগ ট্রফি জয়ের দৌড়ে টিকে থাকতে গেলে কিন্তু রবিবারের ম্যাচে দুই দলের কাছেই জেতা ছাড়া গতি নেই। দুই দলই ৬ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। ইস্টবেঙ্গল আছে লিগ টেবিলের ৬ নম্বরে আর মোহনবাগান গোলপার্থক্যে আরও দুইধাপ নিচে। কাজেই রবিবার যুবভারতীতে একটা হাড্ডাহাড্ডি জমজমাট ম্য়াচ হবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

কিন্তু, খেলবেন কারা? দুই দলেই তো চোট আঘাতের কবলে পড়েছেন প্রধান প্রধান সেনারাই। ডার্বির আগে একনজরে দেখে নেওয়া যাক দুই প্রধানের চোটের তালিকা।

আমন্ত্রণ

আমন্ত্রণ

জনপ্রিয় একটি পত্রিকার সাক্ষাৎকারের সময় যখন সাংবাদিক প্রশ্ন করেন ক্যাটরিনাকে যে তিনি বিয়েতে তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড সলমন খানকে আমন্ত্রণ জানাবেন কি না, তখন তিনি বলেন, "আমাদের দুজনের মধ্যে কারও একজনের বিয়ে হলেই অপরজন তার বিয়েতে উপস্থিত থাকবে।"

পিন্টু মাহাতো

পিন্টু মাহাতো

কলকাতা লিগ থেকে উঠে এসেছেন পিন্টু। বলা যেতে পারে এই মরসুমে মোহনবাগানের আবিষ্কার। এমনকী সিএফএল-এর কলকাতা ডার্বিতে তিনি গোলও করেছিলেন। আই লিগেও সমান তালে খেলছেন পিন্টু। কিন্তু টোচের জন্য আসন্ন ডার্বি থেকে ছিটকে গিয়েছেন তিনি। ডানপ্রান্তে তাঁর না থাকাটা কোচ শঙ্করলালের জন্য বড় ধাক্কা।

ক্যাটের প্রেমকাহিনি

ক্যাটের প্রেমকাহিনি

দীর্ঘদিন ধরে সলমন এবং ক্যাটরিনা একে এপরকে ডেট করছিলেন। কিন্তু পরে দুজনে সহমত হয়ে এই সম্পর্কে ইতি টানেন। সলমনের পর রণবীরকে ডেট করতে শুরু করেন ক্য়াটরিনা।

সুখদেব সিং

সুখদেব সিং

মরসুমের শুরুতে সুখদেব কোন দলে খেলবেন তাই নিয়ে অনেক নাটক হয়েছিল। ইস্টবেঙ্গলের সঙ্গে দলবদলের সমস্যায় জড়িয়ে তাঁর খেলার উপর নিষেধাজ্ঞাও নেমে এসেছিল। তবে পরে তা তুলে নেওয়া হয়েছে। গত ১১ ডিসেম্বর মোহনবাগানে সই সাবুদ সেড়ে, বড় ম্যাচে তিনি কিংসলের সঙ্গী হবেন, এমনটাই ঠিক ছিল। কিন্তু চোটের কারণে এই পাঞ্জাবি ডিফেন্ডারকে নিয়ে সব পরিকল্পনাই ঘেঁটে গিয়েছে বাগান শিবিরের।

এক থা টাইগার

এক থা টাইগার

ক্যাটরিনাকে সলমনের সাম্প্রতিক ছবি বজরঙ্গী ভাইজান ছবির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমি এখনও ছবিটি দেখিনি। কিন্তু আমার অবশ্যই দেখা উচিত। এক থা টাইগার -এ ওকে একদম অন্যরকমভাবে দেখানো হয়েছিল। আর বজরঙ্গী ভাইজান-এর মধ্যমে কবিরের ছবি তৈরির স্টাইলটা ফুটে উঠেছে।"

সনি নর্ডে

সনি নর্ডে

গত সপ্তাহে কুঁচকিতে চোট পেয়েছিলেন সনি। সেই থেকে অনুশীলন বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) থেকে তিনি ফের অনুশীলনে নেমেছেন। তবে তিনি এখনও ১০০ শতাংশ সুস্থ নন। কাজেই তাঁকে বড় ম্যাচে শঙ্করলাল ব্যবহার করবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

শিশুসুলভ সলমন

শিশুসুলভ সলমন

ক্যাটরিনা আরও বলেন, সলমন অনবদ্য, ওর ভিতরের শিশুসুলভ গুনের জন্য ওর সঙ্গে কাজ করাটা খুব মজার।

এনরিকে এস্কেদা

এনরিকে এস্কেদা

ইস্টবেঙ্গলের অবশ্য আপাতত চোটের তালিকায় একটিই নাম। তবে এনরিকে এস্কেদার চোটের ধাক্কাটা লাল-হলুদের কাছে অনেক বড়। এই মরসুমে একেবারে প্রথম থেকেই আক্রমণে জবি জাস্টিনের সঙ্গে দারুণ বোঝাপড়া গড়ে উঠেছে এই মেক্সিকানের। গোকুলামের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে উটে গিয়েছিলেন তিনি। পরে জানা গিয়েছে তাঁর পাঁজরের হাড় ভেঙেছে। সুস্থ হতে অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ লাগবে।

পুরনো ছবি

পুরনো ছবি

যখন ক্যাটরিনা ও সলমন একে অপরকে ডেট করতেন এটা তখনকার ছবি।

শুরু থেকেই ভুগছে লাল-হলুদ

তবে আই লিগের শুরু থেকই মেনেন্দেজ চোট আঘাতের সমস্যায় ভুগছেন। একেবারে শুরু থেকেই খেলতে পারেননি তাদের মাঝমাঠের প্রধান ভরসা আল-আমনা। অবশেষে সম্প্রতি তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আশার কথা নতুন স্প্যানিশ উইঙ্গার হাইমে কোলাদো-র চুক্তির সব কাজ শুক্রবার (১৪ ডিসেম্বর)-ই মিটে গিয়েছে। বড় ম্যাচে খেলার জন্য তিনি প্রস্তুত।

২০১৬-য় বিয়ে

২০১৬-য় বিয়ে

মিডিয়া সূত্রের খবর ২০১৬ সালের শেষের দিকেই সাত পাকে বাঁধা পড়তে পারেন রনবীর ও ক্যাটরিনা।

দারুণ চাপের মধ্য়ে এই সব চোট-আঘাত সামলে আলেহান্দ্রো মেনেন্দেজ ও শঙ্করলাল চক্রবর্তী কীভাবে রণকৌশল সাজান সেটাই দেখার।

English summary
Ahead of the 1st Kolkata derby of I-League 2018-19, both Mohun Bagan and East Bengal are plagued with several injuries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X