For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নিজেকে প্রতারিত লাগছে, কিছু লোক আমায় ম্যান ইউতে চান না', বিস্ফোরক সাক্ষাৎকারে একের পর এক তোপ দাগলেন রোনাল্ডো

'নিজেকে প্রতারিত লাগছে, কিছু লোক আমায় ম্যান ইউতে চান না', বিস্ফোরক সাক্ষাৎকারে একের পর এক তোপ দাগলেন রোনাল্ডো

Google Oneindia Bengali News

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি জানিয়েছেন, ম্যানচেষ্টার ইউনাইটেডে নিজেকে প্রতারিত মনে হচ্ছে তাঁর এবং কোচ এরিক টেন হাগ এবং ক্লাবের অন্যান্য লোকজন তাঁকে এখান থেকে তাড়ানোর জন্য উঠে পরে লেগেছেন।

নিজেকে প্রতারিত লাগছে, কিছু লোক আমায় ম্যান ইউতে চান না, বিস্ফোরক সাক্ষাৎকারে একের পর এক তোপ দাগলেন রোনাল্ডো

গত বছর অগস্টে দুই বছরের চুক্তিতে অভিজ্ঞ এই ফরওয়ার্ড জুভেন্তাস থেকে যোগ দেন ম্যান ইউতে। ২০০৩-০৯ পর্যন্ত অ্যালেক্স ফার্গুসনের জামানায় ম্যান ইউ-এর জার্সিতে বল পায়ে আগুন ঝড়ানো রোনাল্ডো জেতেন ৮টি মেজর ট্রফি। মে মাসে ডাট কোচ টেন হাগ দায়িত্ব নেওয়ার পর থেকেই সাইডলাইন হয়ে গিয়েছেন রোনাল্ডো। বিস্মিত লাগে ভাবলে যে কোন সাহসে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে মাঠের বাইরে বসিয়ে রাখতে পারেন একটা নিম্মমানের কোচ।

যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় যে ম্যানচেস্টার থএকে তাঁকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি না., পর্তুগিজ মহানক্ষত্র বলেন, "হ্যাঁ, শুধু কোচ নন, এছাড়াও ক্লাবের দুই-তিন জন রয়েছেন। আমার নিজেকে প্রতারিত মনে হচ্ছে এবং আমার মনে হয় কিছু মানুষ আমায় এখানে চান না। শুধু এই বছরই নয়, গত বছরেও এরা চাননি।" টকটিভির হয়ে পিয়েরস মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো এই কথা বলেন। দলের কোচ এরিক টেন হাগের সম্পর্কে রোনাল্ডো বলেছেন, "ওর প্রতি আমার কোনও সম্মান নেই কারণ ও আমায় সম্মান করে না। আপনি যদি আমায় সম্মান না করেন, আমি আপনাকে কখনওই সম্মান করব না।"

রোনাল্ডো জানিয়েছেন তাঁর মেয়ে যখন হাসপাতালে ভর্তি ছিল তখন তাঁর প্রতি সমবেনাও দেখায়নি ম্যানচস্টার ইউনাইটেড, বরং তাঁকে সন্দেহ করেছিল। সিআর ৭ বলেছেন, "আমার মনে হয় সমর্থকদের সত্যিটা জানা উচিৎ। ক্লাবের জন্য আমি সেরাটা চাই। এই কারণেই ম্যানচেস্টারে আমি এসেছিলাম। কিন্তু ক্লাবের মধ্যেই এমন কিছু লোক রয়েছে যেটা সিটির মতো ঊঁচুতে ক্লাবকে পৌঁছে দিতে পারছে না।" অ্যালেক্স ছেড়ে যাওয়ার পর ক্লাবের কোনও উন্নতিই হয়নি, জানিয়েছেন রোনাল্ডো। তাঁর কথায়, "স্যার অ্যালেক্স ছেড়ে যাওয়ার পর ক্লাবের কোনও উন্নতিই হয়নি। ক্লাবে কোনও পরিবর্তন আমি দেখতে পাইনি। সকলের থেকে তিনি ভাল জানেন যে ঠিক পথে চলছে না ক্লাব। তিনি জানেন, প্রত্যেকে জানেন। যাঁরা এটা দেখতে পান না, তাঁরা আসলে এটা দেখতে চান না কারণ তাঁরা অন্ধ।" ইউনাইটেডের প্রাক্তন বস ওলে গার্নার সোলস্কজাইকে পরিবর্তন করারও তীব্র নিন্দা করেছেন রোনাল্ডে।

টি ২০ বিশ্বকাপ ২০২২-এর মোস্ট ভ্যালুয়েবল দল ঘোষণা করল আইসিসি, একাদশে ভারতের দুইটি ২০ বিশ্বকাপ ২০২২-এর মোস্ট ভ্যালুয়েবল দল ঘোষণা করল আইসিসি, একাদশে ভারতের দুই

English summary
I feel betrayed at Manchester United, some guys don't want me here said Cristiano Ronaldo.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X