For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ISL: প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিল হায়দরাবাদ এফসি

ISL: প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিল হায়দরাবাদ এফসি

Google Oneindia Bengali News

প্রথম বারের জন্য আইএসএল-এর সেমিফাইনালে জায়গা করে নিল হায়দরাবাদ এফসি। কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারানোর সঙ্গেই শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নিল নিজাম শহরের দল।

ISL: প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিল হায়দরাবাদ এফসি

বুধবার বাম্বোলিমের অ্যাথেলেটিক স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিল হায়দরাবাদ। প্রথমার্ধে ২৮ মিনিটের মাথায় মুহূর্মুহু আক্রমণের সুবাদে বার্থেলমিউ ওগবেচের গোলে এগিয়ে যায় হায়দরাবাদ এফসি। লেফট ফ্ল্যাঙ্কে পওয়া ঠিকানা লেখা ক্রস হেডে বক্সের মধ্যে থাকা ওগবেচের দিকে এগিয়ে দেন রোহিত দানু। সুযোগের সঠিক ব্যবহার করে গোল তুলে আনতে ভুল করেননি নাইজেরীয় স্ট্রাইকার। ৪১ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে আনার সুযোগ পেয়েছিল কেরল ব্লাস্টার্স। কেরলের জার্সিতে মাঠে নামা ভুটানের তারকা চেঞ্চো গ্লিস্টেনের শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। আদ্রিয়ান লুনার বাঁক খাওয়ানো ক্রস হরমনজিৎ খাবরা ফ্লিক করলে তা কোনও ক্রমে রক্ষা করে লক্ষ্মীকান্ত কাট্টিমানি। ফিরতি বলে চেঞ্চোর শট ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধে আর কোনও সুযোগ তৈরি হয়নি।

দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে ছিল কেরল ব্লাস্টার্সের। প্রথম ১৫ মিনিট ঝড়ের গতিতে আক্রমণ তুলে আনে কেরল। ম্যাচের ৫০ মিনিটে আরও একটি সুযোগ তৈরি করেছিলেন চেঞ্চো। কিন্তু ম্যাচের সহজতম সুযোগ থেকে গোল করতে পারেননি ভুটানের এই গোলমেশিন। ৫২ মিনিটে ফের কেরল এবং গোল পাওয়ার মধ্যে বাঁধা হয়ে দাঁড়ায় ক্রমবার। হরমনজিৎ খাবরার শট বারে লাগলে বিপদ মুক্ত হয় কেরল ব্লাস্টার্স। ৭৩ মিনিটে কেরলের নিশ্চিত গোল রুখে দেন কাট্টিমানি।

ম্যাচের ৮৭ মিনিটে দ্বিতীয় গোল করে হায়দরাবাদের জয়ের রাস্তা কার্যত নিশ্চিত করে দেন জাভিয়ার সিভেরিও। ইস্টবেঙ্গলের প্রাক্তনী নিখিল পূজারির পাস থেকে দ্বিতীয় গোল করে হায়দরাবাদের পক্ষে লিড ২-০ করেন সিভেরিও। ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত কেরলের হয়ে একটি গোল শোধ করেন ভিন্সি ব্যারেটো। রাহুল কেপি'র পাস থেকে গোলটি করেন তিনি। এই ম্যাচে জয়ের ফলে ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে নিল হায়দরাবাদ এফসি। ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে কেরল রয়েছে পঞ্চম স্থানে। শেষ চারে শেষ করার সুযোগ এখনও রয়েছে কেরল ব্লাস্টার্সের সামনে তবে তার জন্য বাকি থাকা ম্যাচগুলি জেতার পাশাপাশি কেরলকে অপেক্ষা করতে হবে অন্যান্য দলগুলির ম্যাচের ফলাফলের উপর।

English summary
Hyderabad FC qualifies for the semifinals for the first time with a hard-fought 2-1 win over Kerala Blasters FC in a rip-roaring Hero ISL encounter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X