For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ISL: লিগ টেবলে শীর্ষ স্থান ধরে রাখল হায়দরাবাদ এফসি

লিগ টেবলে শীর্ষ স্থান ধরে রাখল হায়দরাবাদ এফসি

Google Oneindia Bengali News

ডিফেন্সের ভুলে এগিয়ে গিয়েও পয়েন্ট হারালো ওড়িশা এফসি। তিলক ময়দানে বৃহস্পতিবার হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে ২-৩ গোলে পরাজিত হল জগন্নাথ দেবের শহরের দল। এ দিন ম্যাচের প্রথমার্ধ যতটা ম্যাড়ম্যাড়ে তা থেকে মনে হয়নি এই ম্যাচের দ্বিতীয়ার্ধে একের পর এক নাটকীয় মুহূর্ত অপেক্ষা করছে।

ISL: লিগ টেবলে শীর্ষ স্থান ধরে রাখল হায়দরাবাদ এফসি

প্রথমার্ধের শেষ মিনিটে জেরির গোলে এগিয়ে গিয়েছিল ওড়িশা। নন্দকুমারের পাস ৪৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটি তুলে নেয় তারা। ১-০ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়লেও কোনও লাভ হয়নি শেষ পর্যন্ত। অবিন্যস্ত ওড়িশা ডিফেন্স পুরো তিন পয়েন্ট পাওয়া থেকে আটকালো ওড়িশাকে।

দ্বিতীয়ার্ধে শুরুতেই হায়দরাবাদকে ম্যাচে ফেরান জয়েল চাইনিস। আকাশ মিশ্রর পাস থেকে হায়দরাবাদকে ম্যাচে ফেরান জয়েল। ম্যাচের ৭০ মিনিটে আশিস রাইয়ের পাস থেকে জোয়াও ভিক্টরের গোলে ম্যাচে এগিয়ে যায় হায়দরাবাদ। ৭৩ মিনিটে ফের গোল হজম করে ওড়িশা এফসি। ইয়াসির মহম্মদের পাস থেকে গোল করেন আকাশ মিশ্র।

৮৪ মিনিটে ওড়িশার পক্ষে দ্বিতীয় গোলটি করেন জোনাথাস ক্রিস্টিয়ান। রিডিম তালাং-এর পাস থেকে গোলটি করেন জোনাথাস। একটা সময়ে প্রথম চারে ঘোরাফেরা করা ওড়িশা এফসি'র এই ম্যাচ হারের পর অবস্থান লিগ টেবলের সপ্তম স্থানে। ১৩ ম্যাচের মধ্যে পাঁচটি জিতে এবং দু'টি ড্র করে ১৭ পয়েন্ট সংগ্রহ তাদের। যদিও প্রথম চারে শেষ করার এখনও সম্ভবনা রয়েছে তাদের। চতুর্থ স্থানে থাকা মুম্বই সিটি এফসি'র পয়েন্ট ১২ ম্য়াচে ১৮।

অপর দিকে, ওড়িশার বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে লিগ টেবলের শীর্ষ স্থান ধরে রাখল হায়দরাবাদ এফসি। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট। এই ১৩ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে তারা জিতেছে এবং পাঁচটি ম্যাচ ড্র করেছে।

English summary
Three points for Hyderabad FC as they keep their top place intact. HFC thoroughly deserved all the points. They were the better team in the first half but went behind Odisha FC as the latter scored one goal against the run of play.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X