আইএসএলে ফের গোলের বন্যা! নর্থইস্ট ইউনাইটেডকে চূর্ণ করে দ্বিতীয় স্থানে হায়দরাবাদ এফসি
ফের আইএসএলের ম্যাচে গোলের বন্যা। পাঁচ গোল হজম করল নর্থইস্ট ইউনাইটেড এফসি। ব্যাম্বোলিমে ৫-১ গোলে ম্যাচ জিতে আইএসএলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল হায়দরাবাদ এফসি। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ২-১ গোলে। দ্বিতীয়ার্ধে তিনটি গোল, যার দুটি আবার শেষ লগ্নে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট হল হায়দরাবাদের। ৬ ম্যাচে ৪ পয়েন্টে দাঁড়িয়ে থেকে দশম স্থানে নেমে গেল নর্থইস্ট।

এদিনের ম্যাচে আগাগোড়া আধিপত্য বজায় রেখে খেলে হায়দরাবাদ এফসি। দ্বিতীয়ার্ধে নর্থইস্ট ইউনাইটেড কিছুটা মরিয়া লড়াই চালানোর চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। যোগ্য দল হিসেবেই এদিন জয় ছিনিয়ে নিয়েছে হায়দরাবাদ। ১২ মিনিটে এডু গার্সিয়ার ফ্রি কিক বারে লেগে ফিরে এলে তা জালে জড়াতে কোনও ভুল করেননি চিংলেসানা সিং। ২৭ মিনিট বার্থোলোমিউ ওগবেচের গোলে ব্যবধান বাড়ে। ৪২ মিনিটে হার্নান সান্তানার শট অনবদ্য দক্ষতায় বাঁচান হায়দরাবাদের গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমণি। যদিও এর এক মিনিট পরেই টনডম্বা সিংয়ের লম্বা থ্রোকে কাজে লাগিয়ে ব্যবধান কমান লালডানমাউইয়া রালতে। ইনজুরি টাইমে ফের পোস্টে প্রতিহত হওয়ায় হায়দরাবাদ এফসির গোলের ব্য়বধান আর বাড়েনি প্রথমার্ধে।

দ্বিতীয়ার্ধের শুরুতে কিছু পরিবর্তন হয়ে নর্থইস্ট প্রতিপক্ষের রক্ষণের উপর চাপ বাড়ানোর প্রয়াস চালালেও আর গোলমুখ খুলতে পারেনি। রালতের উপরই অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে তারা। মাঝেমধ্যে আক্রমণ শানাতে থাকে হায়দরাবাদও, তবে নর্থইস্ট রক্ষণ একটা সময় অবধি ভালোই লড়াই চালায়। কিন্তু ৭৮ মিনিটে ওগবেচের দুরন্ত গোল নর্থইস্টকে লড়াই থেকে কার্যত ছিটকে দেয়। নর্থইস্টও কাট্টিমণিকে পরাস্ত করতে পারেনি। ৯০ মিনিটে গোল করে ব্যবধান বাড়িয়ে চার-এক করেন অনিকেত যাদব। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে, ম্যাচের শেষ লগ্নে হায়দরাবাদের পঞ্চম গোলটি করেন হাভিয়ের সিভেরিও।

ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন আশিস রাই। হায়দরাবাদ যেমন দ্বিতীয় স্থানে উঠে এল পয়েন্ট তালিকায়, তেমনই পাঁচ গোল হজম করে এক ধাপ নেমে দশম স্থানে চলে গেল নর্থইস্ট। কাল আইএসএলে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে ওডিশা এফসি।