For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাত-আটের দশকের ছবি ফিরল ময়দানে, তুঙ্গে ডার্বির টিকিটের চাহিদা, ইস্টবেঙ্গল-মোহনবাগান ক্লাবের সামনে জনজোয়ার

সাত-আটের দশকের ছবি ফিরল ময়দানে, তুঙ্গে ডার্বির টিকিটের চাহিদা, ইস্টবেঙ্গল-মোহনবাগান ক্লাবের সামনে জনজোয়ার

Google Oneindia Bengali News

ডার্বির দামামা বেজে গিয়েছে। ডুরান্ড কাপে দুই প্রধানের অবস্থাই খুব একটা ভাল না হলেও ডার্বির টিকিট ঘিরে উন্মাদনা দেখা যাচ্ছে ময়দানে সকাল থেকে। গ্রাম থেকে মানুষ ভোরে এসে টিকিটের জন্য লাইন লাগিয়েছে মোহনবাগান-ইস্টবেঙ্গল ক্লাবের বাইরে। দুপুর ১২টা থেকে মোহনবাগান ক্লাব টিকিট বিক্রি শুরু করছে। সাধারণ দর্শকরা ৫০ এবং ১০০ টাকার টিকিট কিনতে পারবেন। মোহনবাগান ক্লাব থেকে সংগ্রহ করার জন্য ভোর থেকে লাইন পড়েছে।

সাত-আটের দশকের ছবি ফিরল ময়দানে, তুঙ্গে ডার্বির টিকিটের চাহিদা, ইস্টবেঙ্গল-মোহনবাগান ক্লাবের সামনে জনজোয়ার

টিকিটের এতটাই চাহিদা যে যত পরিমাণ টিকিট এসেছিল, তার পুরোটাই শেষ হয়ে গিয়েছিল কিন্তু লাইন রয়েছে এখনও মারাত্মক। টিকিট না পেয়ে সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছে ক্লাবের বাইরে। পুলিশের চেনা ছবি আজও দেখা গিয়েছে। সাধারণ সভ্য-সমর্থকরা যেখানে প্রিয় দলের ম্যাচ দেখার একটা টিকিট পাওয়ার জন্য রোদে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এর পর টিকিট শেষ হয়ে গেলে তাঁদের হতাশা বেরিয়ে আসা স্বাভাবিক কিন্তু সেই নিরীহ সমর্থকদের উপরই বল প্রয়োগ করেছে পুলিশ, এমনটাই অভিযোগ। ইডেন সংলগ্ন রাস্তায় তিল ধরনের পর্যন্ত জায়গা নেই। ডার্বির দু'দিন আগের সকালে হাজারের হাজারে সমর্থকের উপস্থিত এবং টিকিটের জন্য হাহাকার ফিরিয়ে এনেছে ময়দানের পুরনো ছবি। বহু মানুষ পথের ধারে কাগজ পেতে এখনও বসে রয়েছেন। ক্লাবের পক্ষ থেকে টিকিটের জন্য যোগাযোগ করা হয়েছে আয়োজকদের তরফ থেকে।

সাত-আটের দশকের ছবি ফিরল ময়দানে, তুঙ্গে ডার্বির টিকিটের চাহিদা, ইস্টবেঙ্গল-মোহনবাগান ক্লাবের সামনে জনজোয়ার

সবুজ-মেরুন সচিব আগেই জানিয়েছিলেন চহিদার তুলনায় ক্লাবে টিকিট অনেক কম এসেছে। ডার্বির জন্য ৬০ হাজার টিকিট ছাপানো হয়েছে, যার মধ্যে রয়েছে কমপ্লিমেন্টারি টিকিট। অনলাইনে সিংহভাগ টিকিট বিক্রি হয়েছে। ফলে ক্লাবগুলির হাতে টিকিট অনেকই কম এসেছে। দেবাশিস জানিয়েছেন, ২৭ অগস্ট সদস্যদেক প্রতি কার্ডের ভিত্তিতে একটি করে টিকিট দেওয়া হবে।

টিকিট হাহাকারের একই ছবি ইস্টবেঙ্গল ক্লাবেও। তবে, লাল-হলুদে এখনও টিকিট বিক্রি শুরু হয়নি। দুপুর ২'টো থেকে লাল-হলুদে টিকিট বিক্রি। প্রত্যেককে একটি করে টিকিট দেওয়া হবে। ৫০ এবং ১০০ টাকার টিকিট লাল-হলুদ ক্লাব থেকে কাটা যাবে। মশালধারী ক্লাবের বাইরেও লম্বা লাইন লেসলি ক্লডিয়াস সরণিকে ছেয়ে গিয়েছে। ক্লাবের বাইরে এতটাই ভিড় যে বহু মানুষ রাস্তায় কাগজ পেতে বসে রয়েছেন। যদিও লাল-হলুদে টিকিটের জন্য যে লাইন তা মোহনবাগানের তুলনায় বেশ কিছুটা কম। তবে, সময়ে বাড়ার সঙ্গেই সেই লালইন বাড়বে। কারণ যত সময় এগবে ততই মানুষ ঝাঁপিয়ে পড়বে ডার্বির একটি টিকিট পাওয়ার আশায়।

World Badminton Championships: সমাপ্ত স্বপ্নের দৌড়, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় প্রণয়েরWorld Badminton Championships: সমাপ্ত স্বপ্নের দৌড়, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় প্রণয়ের

English summary
High demand for Derby ticket, massive mob near East Bengal and Mohun Bagan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X