For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেনে নিন কেন বিশ্বকাপে ছাপ রাখতে ব্যর্থ আর্জেন্তিনা

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে আর্জেন্তিনা। কোনও একটি কারণে নয়, অনেকগুলি কারণেই বিশ্বকাপে ব্যর্থ হতে হল আর্জেন্তিনাকে।

Google Oneindia Bengali News

ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্তিনা। দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ফ্রান্সের কাছে হেরে গেল ৪-৩ গোলে।
কী কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল আর্জেন্তিনাকে? কেন লিওনেল মেসি পারলেন না দলকে পরবর্তী রাউনিডে নিয়ে যেতে?

জেনে নিন কেন বিশ্বকাপে ছাপ রাখতে ব্যর্থ আর্জেন্তিনা

আর্জেন্তিনার হারের যদি বিশ্লেষণ করা যায় তাহলে কোনও একটা না, উঠে আসবে একাধিক কারণ। এই আর্জেন্তিনা দলটার গোড়াতেই রয়েছে সমস্যা। হর্হে সাম্পাওলির হাতে দলের দায়িত্ব তুলে দিলেও দলটাকে একটা পরিবার গড়ে তুলতে ব্যর্থ হন সাম্পাওলি। পাশাপাশি বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে এসেও দলের রক্ষণকে জমাট করতে ব্যর্থ হর্হে। আর্জেন্তিনার খেলা এক ঝলকে দেখলে মনে হতে বাধ্য যারা খেলছেন ডিফেন্সে তারা হয়তো কেউ কাউকে চেনেন না। শুধু তাই নয়, ডিফেন্স এবং মাঝ মাঠের মধ্যেও বোঝাপড়ার অভাব।

এছাড়াও সাম্পাওলি এখনও পর্যন্ত যতগুলি ম্যাচ খেলিয়েছেন আর্জেন্তিনাকে প্রতিটি ম্যাচেই বদল এনেছে খেলার স্ট্র্যাটেজিতে। যার ফলে দলটা কখনই একটা ফর্মেশনে মানিয়ে নেওয়ার সুযোগ পায়নি।

পাশাপাশি বিশ্বকাপের দল নির্বাচনেও একাধিক গলদ রয়েছে সাম্পাওলির। যার মধ্যে উল্লেখযোগ্য ইকার্ডকে দলে না রাখা। গত মরসুমে দুরন্ত ছন্দে ধরা দেওয়া এই স্ট্রাইকারকে প্রথম দলেই রাখার প্রয়োজন মনে করেননি তিনি। পাশপাশি তরুণ প্রতিভাদের কী ভাবে ব্যবহার করতে হয়, তার জ্ঞানও যে খুবই কম তা আর্জেন্তিনার দল নির্বাচন বা স্ট্র্যাটেজি তৈরি থেকেই পরিস্কার।
লিওনেল মেসির মতো নক্ষত্র থাকলেও তাঁকে ঠিক মতো এই বিশ্বকাপে ব্যবহারই করতে পারেনি আর্জেন্তিনা।

English summary
Argentina’s journey in world cup comes to the end. But not for one reason, argentina is out of world cup for various reason.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X