For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন ক্লাব আল নাসেরের সম্পর্কে জেনে নিন যাবতীয় তথ্য

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন ক্লাব আল নাসেরের সম্পর্কে জেনে নিন যাবতীয় তথ্য

Google Oneindia Bengali News

দীর্ঘ অপেক্ষা এবং প্রতীক্ষার পর অবশেষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। ২০২৫ সালের মে মাস পর্যন্ত এই ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সিআর ৭। বাৎসরিক ২০০ মিলিয়ান ডলার এবং দুই বছর মিলিয়ে ৪০০ মিলিয়ান ডলারের চুক্তিতে মধ্যপ্রাচ্যের এই ক্লাব সই করিয়েছে রোনাল্ডোকে। রোনাল্ডোর সই বোঝায় সৌদিতে এই খেলাকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা কতটা এবং কী ভাবে ইউরোপের পর এশিয়ার ক্লাব ফুটবলেও কোটি কোটি টাকা উঠছে।

এক নজরে জেনে নিন বিস্তারিত রোনাল্ডর নতুন ক্লাব আল নাসেরের সম্পর্কে সমস্ত তথ্য

আল নাসের:

আল নাসের:

আল নাসের ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে রিয়াদে। সৌদি আরবের ক্লাব ফুটবলে সব থেকে সফল দল এট। ৯ বার ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হয়েছে এই ক্লাব। এই বার দশমক বার সৌদির ঘরোয়া লিগ জেতার কাছাকাছি রয়েছে তারা।

আল নাসেরের মালিক:

আল নাসেরের মালিক:

১৯৫৫ সালে জেইদ বিন মুতলাগ এই ক্লাবটি প্রতিষ্ঠা করেন। পাঁচ বছর পর এই ক্লাব পেশাদার ক্লাবের রূপ নেয়। ১৯৬০ সালে আল নাসের প্রধান হন আব্দুল রহমান বিন সৌদ আল সৌদ। প্রেসিডেন্সিয়াল সিস্টেমে এই ক্লাব পরিচালিত হয় এবং এই ক্লাব পরিচালনা করেন সৌদি আরবের যুবরাজরা এবং শেখরা। বর্তমানে এই ক্লাবের প্রেসিডেন্ট মাসলি আল-মুয়ামর, ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

আল নাসেরের স্কোয়াড:

আল নাসেরের স্কোয়াড:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সংযোজন আল নাসেরকে অনেকটাই শক্তিশালী করে তুলবে এই বিষয়টা নতুন করে বলে দিতে লাগে না। এ ছাড়া এই ক্লাবে বেশ কিছু পরিচিত নামও খেলেন। ফরোয়ার্ড লাইনের নেতৃত্বে রয়েছেন ক্যামেরুনের স্ট্রাইকার ভিনসেন্ট আবুবাকর, যিনি ২০২১ সালে যোগ দেন। বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে তাঁর গোলেই জিতেছিল ক্যামেরুন। এ ছাড়া এই দলের উল্লেখযোগ্য দুই নাম হল ব্রাজিলীয় ডিফেন্সিভ মিলফিল্ডার লুইজ গুসতাভো এবং আর্সেনালের প্রাক্তন গোলরক্ষক ডেভিড ওসপানা।

এই ক্লাবের কোচ রুডি গার্সিয়া। এই কোচ একটা সময়ে খেলেছেন ফ্রান্সের জাতীয় দলের হয়ে। তাঁর বর্তমান ক্লাব আল নাসের হয়ে ১১টি ম্যাচে কোচিং করিয়েছেন যার মধ্যে তাঁর দল জিতেছে ৮টি ম্যাচ, ২টি ড্র হয় এবং ১টি হারে।

রোনাল্ডোকে সই করিয়ে উচ্ছ্বসিত আল নাসের:

রোনাল্ডোকে সই করিয়ে উচ্ছ্বসিত আল নাসের:

রোনাল্ডোকে সই করানোর পর টুইটারে আল নাসের লেখে, "এই সই শুধু আমাদের ক্লাবকেই আরও সাফল্য পেতে উৎসাহিত করবে না, পাশাপাশি উৎসাহিত করবে আমাদের লিগকে, দেশকে এবং আগামী প্রজন্মকে, ছেলে এবং মেয়েদের নিজেদের সেরাটা বের করে আনার জন্য।"

English summary
Here is all the details you need to know about Cristiano Ronaldo's new club Al Nassr
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X