For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে পরিসংখ্যানের বিচারে এগিয়ে সুইডেন

আজ রাশিয়া বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি সুইডেন এবং সুইৎজারল্যান্ড। দুই দল এর আগে ২৮ বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের বিচারে এগিয়ে সুইডেন। গত তিনটি সাক্ষাতে অপরাজিত সুইডেন।

Google Oneindia Bengali News

আজ রাশিয়া বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি সুইডেন এবং সুইৎজারল্যান্ড। দুই দলই এই বিশ্বকাপে ভাল খেলেছে। তবে, এর থেকেও অনেক ভাল খেলার ক্ষমতা রয়েছে এই দুই দলের।

শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে পরিসংখ্যানের বিচারে এগিয়ে সুইডেন

গ্রুপ পর্বে সুইডেন নিজেদের তিনটি ম্যাচের মধ্যে জিতেছে দু'টি ম্যাচ এবং একটি ম্যাচ তারা হেরেছে। এই তিনটি ম্যাচে তারা গোল হজম করেছে দু'টি এবং গোল করেছে পাঁচটি।

অন্য দিকে, এই ম্যাচে সুইডেনের প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড সেই ভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। প্রি কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিলেও গ্রুপের তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচে জিতেছে তারা। গ্রুপের খেলায় সুইস ফুটবলাররা মোট গোল করেছে পাঁচটি এবং গোল হজম করেছে চারটি।

শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে পরিসংখ্যানের বিচারে এগিয়ে সুইডেন

ফলে এই গ্রুপ পর্বের খেলার পরিসংখ্যান থেকেই স্পষ্ট সুইৎজারল্যান্ডের থেকে কিছুটা এগিয়ে রয়েছে সুইডেন। তার অন্যতম কারণ তাদের মজবুত ডিফেন্স।

শুধু সাম্প্রতিক পরিসংখ্যানের বিচারেই নয়, এই দুই দলের অতীতের পরিসংখ্যানও এগিয়ে রাখছে সুইডেনকে। এই দুই দল এর আগে ২৮ বার মুখোমুখি হয়েছে। এবং সেই সাক্ষাতের বিচারে পাল্লা ভারী সুইডেনের। গত তিনটি সাক্ষাতে সুইডেনকে হারাতে পারেনি সুইৎজারল্যান্ড।

শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে পরিসংখ্যানের বিচারে এগিয়ে সুইডেন

যদিও বিশ্বকাপের মঞ্চে এটাই দুই দলের প্রথম সাক্ষাৎ। এছাড়া যে পরিসংখ্যানটা এই ম্যাচে সুইৎজারল্যান্ডকে সব থেকে বেশি চাপে রাখবে তা হল, ১৯৫৪ সালের পর আর কখনও কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি তারা।

[আরও পড়ুন:শেষ ষোলর লড়াইয়ে আজ মুখোমুখি সুইডেন-সুইৎজারল্যান্ড, জেনে নিন কী খবর দুই শিবিরের][আরও পড়ুন:শেষ ষোলর লড়াইয়ে আজ মুখোমুখি সুইডেন-সুইৎজারল্যান্ড, জেনে নিন কী খবর দুই শিবিরের]

English summary
According to current performance and past statistics Sweden is slightly ahead of Switzerland.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X