For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Cristiano Ronaldo: 'রোনাল্ডোকে অবসর নিতে দেখলে অবাক হব না'

Cristiano Ronaldo: 'রোনাল্ডোকে অবসর নিতে দেখলে অবাক হব না'

Google Oneindia Bengali News

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার সঙ্গে বিশ্ব ফুটবলের সব থেকে বড় খেতাব হাতে তোলার আশা শেষ হয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপ ২০২২ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ ছিল বলে মনে করে অধিকাংশ। এর পরের বিশ্বকাপ ২০২৬ সালে এবং সেই সময়ে রোনাল্ডোর বয়স হবে ৪১ বছর। ফলে সেই বিশ্বকাপে সিআর ৭-কে না দেখার সম্ভাবনাই প্রবল।

Cristiano Ronaldo: রোনাল্ডোকে অবসর নিতে দেখলে অবাক হব না

উল্লেখ্য বিশ্বকাপে পর্তুগালের শেষ দুই ম্যাচে রোনাল্ডোকে প্রথম একাদশে খেলাননি ফেরান্দো স্যান্টোস যার খেসারত দিয়ে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গিয়েছে পর্তুগালের যাত্রা। বিশ্বকাপে ব্যর্থতার কারণ হিসেবে কোচকেই দায়ী করেছেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুইস ফিগোএবং অন্যান্যরা। বিশ্বকাপকে পাখির চোখ করে কাতারে দলের সঙ্গে অংশ নেওয়া রোনাল্ডো প্রতিযোগীতার মধ্যে সম্পর্ক ছিন্ন করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। রেড ডেভিলসের বর্তমান ক্লাব প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। এই অবস্থায় দাঁড়িয়ে রোনাল্ডোর ভবিষ্যৎ কী তা পরিষ্কার নয়। পাঁচ বারের ব্যালন ডি'ওর সম্প্রতিক সময়ে একাধিক বার সমালোচিত হয়েছে। রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা প্যাট্রিক এভরা সংশয় প্রকাশ করেছেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবসর ঘোষণা করার সিদ্ধান্তও নিয়ে নিতে পারেন।

স্কাই স্পোর্টসকে প্যাট্রিক জানিয়েছেন, যে ভাবে ম্যানচেস্টার ইউনাইটেডে এবং পর্তুগালে ওর মরসুমটা কেটেছে তাতে ৩৭ বছর বয়সী ফুটবলার নিজের বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিতে পারেন। ফিফা বিশ্বকাপ জেতার এটাই শেষ সুযোগ ছিল রোনাল্ডোর সামনে। ফলে সত্যিই অবসরের পথে রোনাল্ডো হাঁটতে পারেন মনে করছেন ইভরা। তাঁর কথায়, "আমি জানি না রোনাল্ডো অবসর নেবে কি না কারণ কিছু সময় যখন সব ধরনের সমালোচনা আপনি সহ্য করেন বিশেষ করে কেরিয়ারের শেষের দিকে এসে তখন মনে হয় ঠিক আসে, এ বার থামার সময় হয়েছে। বিশেষ করে যখন ও সুযোগ পাচ্ছে না জাতীয় দলে শুরু করার জন্য। এই জন্যই তো ও খেলতে চায়, নিজেকে ফিট রাখতে চায়। দেশের হয়ে বিশ্বকাপ জয় ওর স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন এখন শেষ হয়ে গিয়েছে। আমি রোনাল্ডোর সঙ্গে কথা বলিনি কিন্তু ও যদি অবসর নেয় তা হলে আমি অবাক হবো না।"

উল্লেখ্য, মার্কার প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের আল নাসের ক্লাব রোনাল্ডোকে দুই বছরের চুক্তিতে ৪০০ মিলিয়ন ডলার অফার করেছে।

English summary
He won't be surprised if Cristiano Ronaldo retires said Patrice Evra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X