For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৮ বিশ্বকাপে কারা সুযোগ পেলেন ক্রোয়েশিয়ার দলে, জেনে নিন

বিশ্বকাপের জন্য ২৩ জনের দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপের জন্য ঘোষিত দলে একাধিক চমক রেখেছে ক্রোয়েশিয়ার টিম ম্যানেজমেন্ট। লুকা মড্রিচের নেতৃত্বে এই বিশ্বকাপে ভাল ফল করতে মরিয়া ক্রোয়েশিয়া।

Google Oneindia Bengali News

আর কয়েকটা দিনের অপেক্ষা, তার পরই শুরু হয়ে যাবে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের মূল পর্বে অংশ নিতে চলা প্রতিটি দেশই গুছিয়ে নিয়েছে তাদের প্রথণ একাদশ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
জার্মানি-ব্রাজিল-স্পেন-আর্জেন্টিনাকে নিয়ে ইতিমধ্যেই উৎসব শুরু করে দিয়েচেন ফুটবল প্রেমীরা। কিন্তু এইসকল হাই প্রোফাইল দলের আড়ালে চলে যাচ্ছে এমন কিছু নাম, যারা এই বিশ্বকাপে নজরকাড়া ফুটবল খেলতে পারে। তেমনই একটি দেশ ক্রোয়েশিয়া।

২০১৮ বিশ্বকাপে কারা সুযোগ পেলেন ক্রোয়েশিয়ার দলে, জেনে নিন

মারিয়ো মঞ্জুকিচ, ইভান রাকিটিচ এবং দলের অধিনায়ক লুকা মড্রিচের মতো তারকারা রয়েছেন এই দলে। এছাড়া এই বিশ্বকাপে ক্রোয়েশিয়ার অন্যতম আকর্ষণ হতে চলেছেন ইভান পারিসিচ।
এক ঝলকে দেখে নেওয়া যাক কারা সুযোগ পেয়েছেন ক্রোয়েশিয়ার ২৩ জনের দলে।

গোলরক্ষক: লোভ্রে কালিনিচ, ডোমিনিক লিভাকোভিচ, ড্যানিয়েল সুবাসিচ
ডিফেন্ডার: দুজে চালিতা-কার, ভেডরান কর্লুকা, টিন জিদভাজ, দিজান লভরেন, জোসিপ পিভারিচ, ইভান স্ট্রিনিচ, ডোমাগোজ ভিদা, সিমে

মিডফিল্ডার: মিলান বার্ডেজ, ফিলিপ ব্রাদারিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মদ্রিচ, ইভান রাকিটিচ

স্ট্রাইকার: নিকোলা, আন্দ্রেজ কামারিচ, মারিও মঞ্জুকিচ, ইভান পারিসিচ, আন্তে রেবিচ

English summary
Croatia announced 23 men squad for fifa world cup 2018. They want to make this world cup memorable under the captaincy of luka modric.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X