For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৮ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চলা স্টেডিয়ামগুলিকে চিনে নিন

দরজায় কড়া নাড়ছে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে গোটা ফুটবল বিশ্ব। রাশিয়াতে বিশ্বকাপ আয়োজনে তুলির টানও অন্তিমপর্যায়।

Google Oneindia Bengali News

দরজায় কড়া নাড়ছে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে গোটা ফুটবল বিশ্ব। রাশিয়াতে বিশ্বকাপ আয়োজনে তুলির টানও অন্তিমপর্যায়।স্টেডিয়াম থেকে প্লেয়িং জোন এবং নন-প্লেয়িং জোন সবই শুধু অপেক্ষা প্রহর গুনছে মাহেন্দ্রক্ষণের যখন শুরু হবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ।

এমনিতেই বিশ্বকাপ শুরু হওয়ার আগে একাধিক পরিদর্শনে ফিফার আধিকারিকেরা জানিয়েছিলেন যে ভাবে রাশিয়া বিশ্বকাপকে বরণ করেব নেওয়ার জন্য সেজে উঠেছে তাতে তাঁরা উচ্ছ্বসিত। ফিফার থেকে পাওয়া এই দরাজ সার্টিফিকেট যে ফুটবল আয়োজক দেশের নিঃসন্দেহে প্রাপ্য তা বোঝা যায় বিশ্বকাপ ভেন্যূগুলির দিকে চোখ রাখলেই।

আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক যে ১২টি স্টেডিয়ামে খেলা হবে বিশ্বকাপের ম্যাচ, কেমন তৈরি সেই স্টেডিয়ামগুলি

সেন্ট্রাল স্টেডিয়াম

সেন্ট্রাল স্টেডিয়াম

ইয়েকাতেরিংবার্কে উপস্থিত এই স্টেডিয়াম। বিশ্বকাপের জন্য নতুন করে সাজানো হয়েছে এই স্টেডিয়ামকে। এই স্টেডিয়ামে দর্শকাসন আছে ৩৫,৬৯৬টি।

কলমস এরিনা

কলমস এরিনা

এই স্টেডিয়ামের দর্শকাসন সংখ্যা ৪৪,৯১৮। দক্ষিণ-পশ্চিম রাশিয়ার সামারা শহরে অবস্থিত এই স্টেডিয়াম।

রোস্তোভিস্কি স্টেডিয়াম

রোস্তোভিস্কি স্টেডিয়াম

সেন্ট পিটারবার্গে অবস্থিত রাশিয়ার অন্যতম সেরা স্টেডিয়াম এইটি। ৬৮,১৩৪ দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়াম অপূর্ব সুন্দর ভাবে সাজানো হয়েছে।

মোরডোভিয়া এরিনা

মোরডোভিয়া এরিনা

সারান্সকে অবস্থিত এই স্টেডিয়ামে এক সঙ্গে ৪৪,৪৪২ জন দর্শক এক সঙ্গে বসে খেলা দেখতে পারবেন।

ফিস্ট অলিম্পিক স্টেডিয়াম

ফিস্ট অলিম্পিক স্টেডিয়াম

সুচিতে অবস্থিত অন্যতম সেরা স্টেডিয়াম এইটি। অন্যান্য স্টেডিয়ামগুলির তুলনায় দর্শকাসন সংখ্যাও অনেক বেশি এর। এটি ৪৭,৬৫৯ দর্শক আসন বিশিষ্ট স্টেডিয়াম।

কাজান এরিনা

কাজান এরিনা

কাজানে উপস্থিত এই স্টেডিয়ামটিও অন্যান্য স্টেডিয়ামগুলির তুলনায় কোনও অংশে কম নয়। এই স্টেডিয়ামের দর্শকাসন সংখ্যা ৪৫,৩৭৯টি।

ভলগোগ্রাদব এরিনা

ভলগোগ্রাদব এরিনা

ভলগোগ্রাদে উপস্থিত এই স্টেডিয়ামও তৈরি বিশ্বকাপকে স্বাগত জানানোর জন্য। এই স্টোডিয়ামের দর্শকাসন সংখ্যা ৪৫,৫৬৮টি।

রোস্তভ এরিনা

রোস্তভ এরিনা

আসন্ন বিশ্বকাপের সাক্ষী হতে চলেছে এই স্টেডিয়ামও। এর দর্শকাসন সংখ্যা ৪৫,০০০।

ওটক্রিটি এরিনা

ওটক্রিটি এরিনা

মস্কোয় অবস্থিত অন্যতম সেরা স্টেডিয়াম এইটি। এর দর্শক আসন সংখ্যা ৪৫,৩৬০।

নিঝনি নোভগোরোদ স্টেডিয়াম

নিঝনি নোভগোরোদ স্টেডিয়াম

এই স্টেডিয়ামের দর্শকাসন সংখ্যা ৪৪,৮৯৯

লুঝনিকি স্টেডিয়াম

লুঝনিকি স্টেডিয়াম

মস্কোয় অবস্থিত এই স্টেডিয়ামের দর্শকাসন সংখ্যা প্রতিটি স্টেডিয়ামের থেকে বেশি। ২০১৩ সালের পর নতুন ভাবে তৈরি করা হয় এই স্টেডিয়ামকে। রাশিয়ার বৃহত্তম ফুটবল স্টেডিয়াম এইটি। ফাইনাল এবং একটি সেমিফাইনাল খেলা হবে এই স্টেডিয়ামে।

কালিনিনগ্রাড স্টেডিয়াম

কালিনিনগ্রাড স্টেডিয়াম

কালিনিনগ্রাডে অবস্থিত এই স্টেডিয়ামের মোট দর্শাসন সংখ্যা ৩৫,২১২।

English summary
Have a look on 12 host stadiums in Russia for 2018 fifa world cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X