For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্মদিনে মেসির মুখে মাস্ক! করোনা সচেতনতার বার্তায় লিওর বার্থ ডে উদযাপন

জন্মদিনে মেসির মুখে মাস্ক! করোনা সচেতনতার বার্তায় লিওর বার্থ ডে উদযাপন
 

  • |
Google Oneindia Bengali News

করোনায় বিশ্বজুড়ে থর হরিকম্প পরিস্থিতি। যার মধ্যে ইউরোপে ভাইরাসের প্রকোপ কমায় মাঠে ফিরেছেন লিওনেল মেসি। জন্মদিনে শুরুতে বার্সেলোনার জার্সিতে মাঠ মাতিয়েছেন। গোল না পেলেও সতীর্থ ব়্যাকিটিচকে দিয়ে বিলবাওয়ের বিরুদ্ধে গোল করান। জন্মদিনের রাতে সেই গোলেই ফের লা-লিগা শীর্ষে বার্সেলোনা। লিও নিজে গোল পেলে তাঁর ৭০০ তম গোলটি হয়ে যেত। মেসির জন্মদিনে যা হয়নি সেই নিয়ে ভক্তদের মধ্যে অবশ্য কোনও আক্ষেপ নেই। বরং আর্জান্তাইন তারকার জন্মদিনের মঞ্চ থেকে নতুন করে করোনা সচেতনার বার্তা দিল ইছাপুরের মেসি ভক্তরা।

৩৩ পা দিলেন মেসি

৩৩ পা দিলেন মেসি

আজ ৩৩ বছরে পা দিলেন লিওনেল মেসি। লিওর জীবনের বিশেষ দিনকে ঘিরে ইচ্ছাপুরের মেসিবাড়িতে সামাজিক দূরত্ব মেনেই হল জন্মদিন উদযাপন।

মেসির জন্মদিনে শিশুদের হাতে তুলে দেওয়া হল মাস্ক

মেসির জন্মদিনে শিশুদের হাতে তুলে দেওয়া হল মাস্ক

করোনা সংকটের কারণে প্রতিবারের মতো মেসির জন্মদিন উপলক্ষ্য হওয়া রক্তদান অনুষ্ঠান এবছর স্থগিত রাখা হয়। পরিবর্তে এবার একশোর বেশি কচিকাচাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ফুটবল দেওয়া হয়েছে।

মেসির মুখে মাস্ক

মেসির মুখে মাস্ক

মেসির ৩৩ তম জন্মদিন উপলক্ষ্যে ইছাপুরের মেসিবাড়ির পাত্র পরিবার ও স্থানীয় লিওনেল মেসি ফ্যান্স ক্লাব এদিন ৩৩ পাউন্ডের কেক কেটে উদযাপন করে। এবার করোনা সচেনতার বৃদ্ধিতে, মুখে মাস্ক পরা মেসির কাটআউটে কেক খাওয়ানো হয়। ফ্যানেদের মত এভাবেই করোনা থেকে মাস্ক জরুরী, মেসির জন্মদিনের মঞ্চ থেকে এই বার্তাই ছড়িয়ে দেওয়া হল। সেই সঙ্গে প্রতিবছরের মতো মেসি ভক্ত শিবশঙ্কর পাত্রের পরিবার প্রিয় ফুটবলারের কাটআউটের সামনে ভাত, ডাল ,পাঁচ রকম ভাজা, মাছ, মাংসের মেন্যু সাজিয়ে জন্মদিন পালন করে।

৩৩ মিষ্টির সমাহার

৩৩ মিষ্টির সমাহার

মেসির ৩৩ বছর উপলক্ষ্যে জন্মদিন উদযাপনে আর্জেন্তাইন তারকার ছবির সামনে ৩৩ রকম মিষ্টি সাজিয়ে দেওয়া হয়। করোনা সংকটের প্রতিকূল পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখেই ছিমছাম করে লিওর জন্মদিন পালন সারলেন ভক্তরা।

English summary
Happy birthday lionel messi: argentine footballer turns 33rd today, fans celebrate with Corona safety
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X