For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: আসন্ন বিশ্বকাপে জোড়া গ্রুপ অফ ডেথ, কঠিন পরীক্ষা অপেক্ষা করছে স্পেন-পর্তুগালের জন্য

FIFA World Cup 2022: আসন্ন বিশ্বকাপে রয়েছে দু’টি গ্রুপ অফ ডেথ, কঠিন পরীক্ষা অপেক্ষা করছে পর্তুগাল-স্পেন-জার্মানির জন্য

Google Oneindia Bengali News

বিশ্বকাপ ২০২২-এর ঢাকে কাঠি পড়ে গিয়েছে চূড়ান্ত ড্র-এর ফলাফল ঘোষণা হওয়া সঙ্গে। গ্রুপ বিন্যাসের পর অন্তিম ল্যাপের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে।

FIFA World Cup 2022: আসন্ন বিশ্বকাপে জোড়া গ্রুপ অফ ডেথ, কঠিন পরীক্ষা অপেক্ষা করছে স্পেন-পর্তুগালের জন্য

বিশ্বকাপের গ্রুপ বিন্যাস চূড়ান্ত হয়ে যাওয়ার পর গ্রুপ অফ ডেথ খুঁজে বের করাটা একটা পরম্পরা হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা বিশ্বকাপেই এমন একটি গ্রুপে থাকে যেখানে চারটি দলই বেশ শক্তিশালী এবং যে কেউই পরবর্তী পর্যায়ের জন্য যোগ্যতা অর্জন করতে পারে। এই ধরনের গ্রুপগুলিকেই বলা হয় গ্রুপ অফ ডেথ। ২০০২ বিশ্বকাপে যেমন একই গ্রুপে পড়েছিল আর্জেন্টিনা, ইংল্যান্ড, সুইডেন এবং নাইজেরিয়া।

এ বারের বিশ্বকাপে গ্রুপ 'ই'-কে গ্রুপ অফ ডেথ বলা যেতে পারে। এই গ্রুপে রয়েছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন এবং ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি। পাশাপাশি এশিয়া ফুটবলে পাওয়ার হাউস জাপানও খেলবে এই গ্রুপে। চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ড বা কোস্টারিকা এই গ্রুপে জায়গা করে নেবে। তবে, একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে রাশিয়ায় আয়োজিত ২০১৮ ফিফা বিশ্বকাপে গ্রুপ স্তর থেকেই ছিটতে গিয়েছিল স্পেন এবং জার্মানি।

FIFA World Cup 2022: আসন্ন বিশ্বকাপে জোড়া গ্রুপ অফ ডেথ, কঠিন পরীক্ষা অপেক্ষা করছে স্পেন-পর্তুগালের জন্য

এই বারও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই দুই ইউরোপীয় দলের জন্য। জাপানের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে চাপে পড়তে পারে স্পেন এবং জার্মানি উভয় দল। তা ছাড়া প্লে-অফে কোস্টারিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে যেই দলই জিতুক, তাদের বিশ্বকাপে পারফরম্যান্স দেখলেই বোঝা যাবে এই দুই দলেরই জুরি মেলা ভার হেভিওয়েট প্রতিপক্ষকে আপসেট করার বিষয়ে।

২০১৪ সালেও গ্রুপ অফ ডেথে ছিল কোস্টারিকা। ওই গ্রুপে তাদের সঙ্গে ছিল ইংল্যান্ড, ইতালি, উরুগুয়ের মতো দল। ওই গ্রুপ থেকেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে ছিল কোস্টারিক। অপরদিকে, নিজেদের শেষ বিশ্বকাপে অপরাজিত ছিল নিউজিল্যান্ড। ২০১০ বিশ্বকাপে গ্রুপের প্রতিটা ম্যাচই ড্র করেছিল কিউয়িরা।

পাশাপাশি গ্রুপ অফ ডেথ না বলা হলেও ইতিমধ্যেই বেশ কঠিন গ্রুপের আখ্যা পেয়েছে গ্রুপ 'এইচ'। এই গ্রুপে রয়েছে পর্তুগাল, ঘানা, উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া। এই চারটি দলই আন্তর্জাতিক ফুটবলে বড় নাম। পর্তুগল ফেভারিট অবশ্যই তবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দলকে সম্মুখীন হতে হবে উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘানা এমনিতেই শক্তিশালী দল। তার উপর এশিয়ার কন্ডিশনে এই গ্রুপের লড়াই আরও কঠিন করে দিতে পারে আসামোয়া জিয়ানের দেশ। পর্তুগল সব ম্যাচ জিতে সহজেই পরবর্তী রাউন্ডে চলে যাবে এমনটা আশা করা ঠিক হবে না। বেশ ঘাতপ্রতিঘাতের মধ্যে দিয়েই যেতে হবে রোনাল্ডোর দলকে। তবে, এই গ্রুপে দ্বিতীয় স্থান দখলের লড়াই জমে উঠবে। দ্বিতীয় স্থান দখল করে পরের রাউন্ডে উরুগুয়ে, উত্তর কোরিয়া এবং ঘানাম মধ্যে যে কোনও দেশ পৌঁছে যেতে পারে।

English summary
Picking a group of death after every world cup draw becomes a tradition. But interestingly in FIFA World Cup 2022 there is two groups of death. Here is all details you need to know.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X