For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া বিশ্বকাপের প্রথম ঘন্টা বেজে গেল , জেনে নিন সব খুঁটিনাটি

রাশিয়া বিশ্বকাপের আগে ঢাকে কাঠি বল গড়ানোর প্রথম পদক্ষেপ।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

রাশিয়া বিশ্বকাপের প্রথম পর্ব সারা যোগ্যতা অর্জনকারী দলরা এবার জেনে গেল কে কোন বিভাগে। ক্যালেন্ডারের পাতায় এই বছরের পাতা উল্টোলে পরের বছরের হিসাব , কিন্তু তাতে কী ফুটবল বিশ্বকাপ জ্বরে ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে বিশ্ব।

বিভাগ এ

বিভাগ এ

আয়োজক রাশিয়ার সঙ্গে রয়েছে সৌদি আরব, মিশর, উরুগুয়ে। সুয়ারেজের দল বিশ্বকাপের প্রথমে যে গ্রুপ পেয়েছে তা নিঃসন্দেহ তুলনামূলক খাতায় -কলমে সহজ।

বিভাগ বি

বিভাগ বি

এদিকে বি গ্রুপে আসা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিপক্ষরা ভালোই হেভিওয়েট তাঁর বিপক্ষে খেলবে তাঁরই রিয়াল দলের সতীর্থ ইস্কো,জেরার পিকে-র স্পেন, এছাড়াও রয়েছে মরক্কো, ইরান।

তারকা রোনাল্ডোর চ্যালেঞ্জ

তারকা রোনাল্ডোর চ্যালেঞ্জ

ফ্রান্সকে হারিয়ে গত বছর তাঁর নেতৃত্বেই প্রথম বার ইউরো কাপ জিতেছে পর্তুগাল। ফাইনালে যদিও চোট পেয়ে উঠে গিয়েছিলেন তিনি। সি আর সেভেন আর শুধু ইউরোপ সেরা নয়, প্রথমবার পর্তুগালকে বিশ্বসেরা করার লক্ষ্যে এগোবেন।

বিভাগ-সি

বিভাগ-সি

সি বিভাগে ফ্রান্সের বিপক্ষে রয়েছে অস্ট্রেলিয়া , পেরু , ডেনমার্ক। ইউরোপিয়ান চ্যালেঞ্জে -র হেভিওয়েট ইতালি, নেদারল্যান্ডস যেখানে নেই, সেখানে ফ্রান্সের ওপর দায়িত্ব বড়।

বিভাগ -ডি

বিভাগ -ডি

ডি বিভাগে মেসির আর্জেন্তিনা। তাঁদের গ্রুপে ধারেভারে নামি দল না থাকলেও সবাই বেগ দিতে পারে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া সহজ প্রতিপক্ষ হবেনা।

মেসি ম্যাজিক

মেসি ম্যাজিক

গতবার দলকে ফাইনালে তুলেও জয় অধরা থেকে গেছে। এবার তাই ফের মেসিকে বড় ম্যাজিক দেখাতে হবে। তবেই নিজের নামের পাশে বিশ্বকাপ বসাতে পারবেন তিনি।

বিভাগ- ই

বিভাগ- ই

নেইমারের ব্রাজিল আবার তাঁর পুরোন সতীর্থর ঠিক পরের ঘর অর্থাৎ ই গ্রুপে। তবে তাদের গ্রুপ বেশ কঠিন রয়েছে সুইৎজারল্যান্ড, কোস্তারিকা,সার্বিয়া।

নেইমারের দায়িত্ব

নেইমারের দায়িত্ব

নতুন কোচ তিতে দায়িত্ব নিয়েছেন মাত্র ২০টি ম্যাচ হয়েছে। তাতেই পরিবর্তনের হাওয়া। নিজেদের লাতিন আমেরিকা বিভাগ থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল তারা। এবার তাদের বাড়তি তাগিদ সেই ফর্মটাই মূল পর্বেও অব্যহত রাখা।

বিভাগ -এফ

বিভাগ -এফ

এফ বিভাগে রয়েছে বেলজিয়াম , পানামা তিউনিশিয়া ও ইংল্যান্ড। থ্রি লায়ন্স তুলনামূলকভাবে সহজ গ্রুপ পেয়েছে মনে করছে ওয়াকিবহাল মহল।

বিভাগ -জি

বিভাগ -জি

এই বিভাগে খেতাব রক্ষার অভিযান শুরু করবে জার্মানি। তাদের গ্রুপের প্রতিপক্ষ মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া।

English summary
Group divison of world cup revealed stars get prepared for rolling the ball 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X