For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই লিগ জয়ী মোহনবাগান তারকা, ইস্টবেঙ্গলের প্রাক্তনী সই করতে চলেছেন দেশের হাই প্রোফাইল এই ক্লাবে

আই লিগ জয়ী মোহনবাগান তারকা, ইস্টবেঙ্গলের প্রাক্তনী সই করতে চলেছেন দেশের হাই প্রোফাইল এই ক্লাবে

Google Oneindia Bengali News

বড় চমক দিতে চলেছে গোকুলাম কেরল। সব কিছু পরিকল্পনা মাফিক চললে মোহনবাগানের আই লিগ জয়ী তারকা শুভ ঘোষকে সই করাতে চলেছে আই লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলাম কেরল। গত দুই মরসুম আই লিগের চ্যাম্পিয়ন গোকুলাম। এ বার আই লিগ জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে মাঠে নামতে চলেছে দলটি। এ বারের আই লিগ জয়ী দল সরাসরি জায়গা করে নেবে বর্তমানে ভারতীয় ফুটবল-এর সর্বোচ্চ লিগ আইএসএল-এ।

আই লিগ জয়ী মোহনবাগান তারকা, ইস্টবেঙ্গলের প্রাক্তনী সই করতে চলেছেন দেশের হাই প্রোফাইল এই ক্লাবে

গত দুই আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরল কোনও ভাবেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দেশের সর্বোচ্চ লিগে খেলার সুযোগ ছাড়তে নারাজ। তাই বেশ হাইপ্রোফাইল দল বানাচ্ছে তারা। বর্তমানে কেরল ব্লাস্টার্সের ফুটবলার শুভ ঘোষ। ডুরান্ড কাপ খেলতে আসা কেরলের আইএসএল দলটির স্কোয়াডেও ছিলেন বাঙালি ফুটবলারটি। ২০১৯ সালে কিবু ভিকুনার কোচিং-এ পেশাদার ফুটবলে হাতেখড়ি হয় শুভর। মোহনবাগানের আই লিগ জেতার ওই মরসুমে আট ম্যাচে তিনটি গোল তিনি করেছিলেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে কেরল ব্লাস্টার্স জানায় তারা এটিকে মোহনবাগান থেকে সই করিয়েছে শুভ ঘোষকে। আই লিগ ছাড়া মোহনবাগানের হয়ে কলকাতা লিগও জিতেছেন শুভ ঘোষ।

অগস্টের ২০২১ সালে ইস্টবেঙ্গলে যোগ দেন শুভ ঘোষ। এক মরসুমের চুক্তিতে লাল-হলুদে সই করেন শুভ। গত মরসুমে লাল-হলুদ জার্সিতে তিন ম্যাচে প্রতিনিধিত্ব করেন তিনি। গত মরসুমে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচে শুরু থেকে খেলেছিলেন শুভ। ওই ম্যাচে ৬০ মিনিট মাঠে ছিলেন তিনি। আই লিগের দল গোকুলাম কেরলের সঙ্গে একাধিক বছরের চুক্তি করেছন তিনি।

দুরন্ত গতিতে ছুটছে বার্সেলোনা, পিএসজির বিজয় রথ, হোঁচট খেল লিভারপুল-বায়ার্ন মিউনিখদুরন্ত গতিতে ছুটছে বার্সেলোনা, পিএসজির বিজয় রথ, হোঁচট খেল লিভারপুল-বায়ার্ন মিউনিখ

English summary
Gokulam Kerala is all set to sign Subha Ghosh for forthcoming I League.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X