For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘ ন’বছরের সম্পর্কে ইতি টেনে রিয়াল মাদ্রিদকে বিদায় জানালেন এই তারকা

দীর্ঘ ন’বছরের সম্পর্কে ইতি টেনে রিয়াল মাদ্রিদকে বিদায় জানালেন এই তারকা

Google Oneindia Bengali News

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্কে ইতি টানতে চলেছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। ৩২ বছর বয়সী এই ফুটবলার রিয়ালকে একটি চিঠি মারফত তাঁর বিদায় নেওয়ার বিষয় নিশ্চিত করেছেন।

দীর্ঘ ন’বছরের সম্পর্কে ইতি টেনে রিয়াল মাদ্রিদকে বিদায় জানালেন এই তারকা

বেশ কয়েক বছর ধরেই রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে নিয়মিত ছিলেন না গ্যারেথ বেল। তার উপর চোটের কবলে পড়ে সদ্য সমাপ্ত মরসুমে মাত্র সাতটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এর মধ্যে চারটি ম্যাচে প্রথম একাদশে ছিলেন এবং তিনটি ম্যাচে পরবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামেন।

রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং তিনটি লা লিগা খেতাব জয়ী এই তারকার সঙ্গে এই মরসুমেই চুক্তি শেষ হচ্ছে রিয়াল মাদ্রিদের। বিশ্বকাপ বাছাইর্বের প্লে-অফের ফাইনালের জন্য বেল এখন জাতীয় দলের সাঙ্গে রয়েছেন।
রিয়াল মাদ্রিদ ছেড়ে কোন ক্লাবে তিনি যোগ দেবেন তা এখনও জানাননি বেল। তাঁর কাছে ইপিএল-এর দু'টি ক্লাব এবং চাইনিজ লিগের ক্লাবের অফার রয়েছে। এছাড়াও রয়েছে একাধিক লিগের ক্লাবের অফার।

রিয়াল মাদ্রিদের এক বিবৃতিতে বেলের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ও তার পরিবারের প্রতি শুভকামনা জানানো হয়েছে।
২০১৩ সালে টটেনহ্যাম থেকে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন গ্যারেথ বেল। প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা ডেল রে'র ফাইনালে গোল করে দলকে চ্যাম্পিয়নশিপ উপহার দিয়েছিলেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো প্রথম স্তম্ভ হিসেবে থাকলেও করিম বেঞ্জিমার সঙ্গে তিনিও দলের অন্যতম ভরসার জায়গাতৈরি হন।

স্কটল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের কাছে ইউক্রেন, যুদ্ধ থামাতে পুতিনকে আর্জি পেলেরস্কটল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের কাছে ইউক্রেন, যুদ্ধ থামাতে পুতিনকে আর্জি পেলের

২০১৮ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে দুই গোল করেন গ্যারেথ বেল। কিন্তু এর পর থেকেই চোটের কবলে পড়েন তিনি। দীর্ঘ চোটের কারণে মাঠের বাইরে তাঁকে থাকতে হল। ওই সময়ে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানের সঙ্গে বেলের সম্পর্কের অবনতি ঘটে। ২০১৯ সালে রিয়াল ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। চাইনিদ সুপার লিগের একটি দলের সঙ্গে অনেক দূর কথা এগিয়ে ছিল তাঁর কিন্তু শেষ মুহূর্তে পুরনো ক্লাবের জার্সিতে খেলারই সিদ্ধান্ত নেন তিনি।

২০২০-২১ মরসুমে রিয়াল মাদ্রিদ থেকে লোনে বেল ফিরে যান টটোনহ্যামে। ২০ ম্যাচে ১১টি গোল করেন তিনি। এক বছর পুরনো ক্লাবে কাটানোর পর তিনি ফিরে আসেন রিয়ালে। বেলের দল ছাড়ার কথা স্বীকার করে নিয়েছে রিয়াল মাদ্রিদ এবং তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

English summary
Gareth Bale bids farewell to Real Madrid after spending nine long years with Spanish giant. He won 5 champions league and 3 La Liga title with Los Blancos.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X