For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা এখন তাঁর ভিটে মাটি, ব্রাজিলিয় এই ফিটনেস ট্রেনার এখন ময়দানের প্রাণ

কলকাতা ময়দানে অনেক দিন হয়ে গেল। মোহনবাগান থেকে এবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ময়দানে নামবেন মিরান্ডা গার্সিয়া 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ব্রাজিলিয়ান ফিটনেস ট্রেনার। কলকাতা ময়দানে পা রেখেছিলেন ইউনাইটেড স্পোর্টসের হাত ধরে। তারপর সেখান থেকে মোহনবাগান তাঁকে তুলে নেয়। ২০১৪-র জুন মাস থেকে টানা তিন বছর মোহনবাগানকে আগলে রেখেছিলেন। তাঁর ফিটনেস ট্রেনিংয়ে গঙ্গাপাড়ের ক্লাবে এসেছে আই লিগ, এসেছে ফেড কাপ। কলকাতা ময়দানে ফিটনেসকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছিলেন তিনি।[আরও পড়ুন:নতুন কোচ, নতুন উন্মাদনায় অনুশীলন শুরু লালহলুদে, দূরে হঠবে কি অপেশাদারিত্ব ]

কলকাতা এখন তাঁর ভিটে মাটি, ব্রাজিলিয় এই ফিটনেস ট্রেনার এখন ময়দানের প্রাণ

এবার নতুন মরশুমে ইস্টবেঙ্গলের জার্সিতে গার্সিয়া। ২৫ বছরের অভিজ্ঞতার নির্যাস দিয়ে এবার লালহলুদকে চোটমুক্ত রাখার কঠিন দায়িত্ব তাঁর হাতে। সদস্য-সমর্থকরাও উচ্ছ্বসিত গার্সিয়াকে পেয়ে। গত কয়েক মরশুম ইস্টবেঙ্গলকে খুব ভুগিয়েছে চোট -আঘাত সমস্যা। কলকাতা লিগ জিতলেও আই লিগ অধরাই থেকে গেছে। তাই এবার সদস্য সমর্থকদের প্রত্যাশা অনেক। গার্সিয়াও কথা দিচ্ছেন লড়াই জারি রাখার। ইউনাইটেড, মোহনবাগানে একার দায়িত্বে যেভাবে দলকে ফিট রেখেছেন তাতে তাঁর ওপর প্রত্যাশার চাপ থাকবে সেটা জানেন অভিজ্ঞ এই ফিটনেস ট্রেনার।[আরও পড়ুন:'জামিল'দর্শনেই আই লিগকে পাখির চোখ করবে ইস্টবেঙ্গল, বুঝিয়ে দিলেন লালহলুদের নতুন কোচ]

কলকাতা এখন তাঁর ভিটে মাটি, ব্রাজিলিয় এই ফিটনেস ট্রেনার এখন ময়দানের প্রাণ

ইস্টবেঙ্গল ক্লাবে এসে প্রথম দিনেই সমর্থকদের অভ্যর্থনায় আবেগে ভাসলেন গার্সিয়া, কথা দিলেন এবার ইস্টবেঙ্গলকেও সাফল্যের রাস্তায় নিয়ে যাবেন। তবে নিজের ফোকাস আরও উঁচুতে করেছেন। জানিয়েছেন কলকাতা ময়দান,হয়ে গেল একটা বৃত্ত শেষ হল, এবার তাঁর লক্ষ্য জাতীয় দলের ফিটনেস ট্রেনারের দায়িত্ব সামলানো।

English summary
Garcia starts off with East Bengal jersy in kolkata maidan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X