For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতীক্ষার শেষ, সরকারিভাবে আইএসএলে যোগ ইস্টবেঙ্গলের, স্বাগত জানালেন নীতা আম্বানি

প্রতীক্ষার শেষ, সরকারিভাবে আইএসএলে যোগ ইস্টবেঙ্গলের, স্বাগত জানালেন নীতা আম্বানি

  • |
Google Oneindia Bengali News

সব জল্পনার অবসান। অবশেষে সরকারিভাবে আইএসএলে যুক্ত হল ইস্টবেঙ্গল। রবিবার সরকারিভাবে এফএসডিএলের পক্ষ থেকে শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএলে অন্তর্ভুক্তির কথা ঘোষণা করা হয়েছে। এফএসডিএলের পক্ষ থেকে নীতা আম্বানি আইএসএলে ১১ তম দল হিসেবে ইস্টবেঙ্গলের অন্তর্ভূক্তির কথা জানিয়ে দেন। শ্রী সিমেন্ট ফাউন্ডেশনকে ইনভেস্টার হিসেবে সঙ্গে নিয়ে আইএসএলে স্বাগত ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলকে আইএসএলে স্বাগত জানালেন নীতা আম্বানি

ইস্টবেঙ্গলকে আইএসএলে স্বাগত জানালেন নীতা আম্বানি

এদিন স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)-এর পক্ষ থেকে চেয়ারপার্সন নীতা আম্বানি বলেন, 'ইস্টবেঙ্গল ক্লাব ও তাঁদের লক্ষ লক্ষ লাল-হলুদ সমর্থকদের দেশের এক নম্বর ফুটবল লিগে স্বাগত।

ভারতীয় ফুটবলে নতুন দিগন্ত, ১১ দলের আইএসএল

ভারতীয় ফুটবলে নতুন দিগন্ত, ১১ দলের আইএসএল

তিনি আরও বলেন, 'মোহনবাগান ও ইস্টবেঙ্গল ভারতের শতাব্দীপ্রাচীন দুই ঐতিহাসিক ক্লাবের আইএসএলে সংযুক্তিকরণ ভারতীয় ফুটবলের জন্য নতুন দিগন্ত খুলে দিল।' এখানে না থেকে নীতা আম্বানি আরও বলেন, 'ভারতীয় ফুটবলে বাংলার অবদান অনস্বীকার্য। ইস্টবেঙ্গল যোগ দেওয়ার পর এবছর ১১ দলের আইএসএল হবে।' ফলে আইএসএল মঞ্চে এবছর ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ দেখা যেতে যাবে।

ইস্টবেঙ্গল কর্তা কী বললেন

ইস্টবেঙ্গল কর্তা কী বললেন

ক্লাবের আইএসএল খেলা নিয়ে ইস্টবেঙ্গল সহ সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত বলছেন 'শতবর্ষে ফ্যানেদের দারুণ উপহার দেওয়া গেল। ভারতীয় ফুটবলে আইএসএলকেই একনম্বর লিগের মান্যতা দেওয়া হয়েছে। আধুনিক ভারতীয় ফুটবল যে পথে এগোচ্ছে, ইস্টবেঙ্গল ক্লাবও সেই পথই হাঁটল। '

ভবিষ্যতে মহমেডান স্পোর্টিংও আইএসএলে দেখার ইচ্ছাপ্রকাশ

ভবিষ্যতে মহমেডান স্পোর্টিংও আইএসএলে দেখার ইচ্ছাপ্রকাশ

প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, 'ইস্টবেঙ্গল-মোহনবাগান আইএসএলে খেলছে, দারুণ বিষয়, প্রতিবেশি ক্লাব হিসেবে আমরা চাই ভবিষ্যতে মহমেডান স্পোর্টিংও আইএসএল খেলুক। বাংলার ফুটবল এভাবেই দেশের দরবারে এগিয়ে চলুক।'

আইপিএল ২০২০: নাইট শিবিরে বার্থ ডে বয়! আজ পাঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে কেন চোখ রাখবে কেকেআরআইপিএল ২০২০: নাইট শিবিরে বার্থ ডে বয়! আজ পাঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে কেন চোখ রাখবে কেকেআর

{quiz_369}

English summary
FSDl officially announced East Bengal enters Indian Super League, Nita Ambani inducts Red and Golds
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X