বিড চাইল এফএসডিএল, আইএসএলে ইস্টবেঙ্গলের অন্তর্ভূক্তি কেবল সময়ের অপেক্ষা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেই দিয়েছেন। নতুন বিনিয়োগকারীর ছত্রছায়ায় ইস্টবেঙ্গলের আইএসএল খেলা কার্যত যে নিশ্চিত, তা নিয়ে কারও মনে কোনও দ্বিধা নেই। এই ইস্যুতে এখন কেবল আইএসএল উদ্যোক্তা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএলের সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছেন লাল-হলুদ ফ্যানরা। সেই অপেক্ষাও শেষ হতে চলেছে শীঘ্র।

বিড চাইল এফএসডিএল
অগাস্টের শুরুতে এক বৈঠকের পর ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএলের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, দশ দল নিয়েই হবে এবারের আইএসএল। সেই মতো ইস্টবেঙ্গলকে আই লিগ তালিকায় রেখেছিল এআইএফএফ। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে শেষ মুহূর্তে পাশা পাল্টে গিয়েছে। নতুন বিনিয়োগকারীকে পাশে পেয়েছে ইস্টবেঙ্গল। কলকাতার ক্লাব আইএসএল খেলবে বলে নিজে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরেই টুর্নামেন্টে আরও একটি দল অন্তর্ভূক্ত করার জন্য বিড চাইল এফএসডিএল।

কী জানাল এফএসডিএল
এফএসডিএলের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে এ বছর আইএসএল হবে এগারো দলের। একাদশতম দলের অন্তর্ভূক্তির জন্য দিল্লি, লুধিয়ানা, আহমেদাবাদ, কলকাতা, শিলিগুড়ি ও ভোপালের ফুটবল ক্লাবগুলির কাছ থেকে বিড চেয়েছে নীতা আম্বানি শিবির। ১৪ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে বিডের সফট ও হার্ড কপি জমা দিতে বলা হয়েছে।

নতুন বিনিয়োগকারীকে সঙ্গে নিয়ে আইএসএলে ইস্টবেঙ্গল
এফএসডিএলের এই বিবৃতি কেবলই নাম কা ওয়াস্তা বলে মনে করে দেশের ফুটবল মহল। আইএসএলে ইস্টবেঙ্গলের অন্তর্ভূক্তি নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তেমনটা মনে করেন লাল-হলুদের ফ্যানরাও। নতুন বিনিয়োগকারী শ্রী সিমেন্টের ছত্রছায়ায় আইএসএলে ভালো কিছু করতে চায় ইস্টবেঙ্গল। সূত্রের খবর, আইএসএল খেলতে চেেয়ে ইতিমধ্যেই তারা এফএসডিএল-কে আবেদন পাঠিয়েছে লাল-হলুদ।

আইএসএলে এখনও দশ দল
তিন বারের চ্যাম্পিয়ন এটিকে-র সঙ্গে মিশে এবার আইএসএল খেলবে মোহনবাগান। তারা ছাড়াও মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড, হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়ান এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স এবং জামশেদপুর এফসি টুর্নামেন্টের অন্য নটি দল।