For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২ কাতার বিশ্বকাপ আয়োজনে দুর্নীতির অভিযোগে গ্রেফতার মিশেল প্লাতিনি

মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাতারকে পাইয়ে দেওয়ার অভিযোগে ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার তথা প্রাক্তন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে গ্রেফতার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাতারকে পাইয়ে দেওয়ার অভিযোগে ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার তথা প্রাক্তন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে প্যারিসের অ্যান্টি কোরাপশন দফতরে রাখা হয়েছে বলে খবর।

২০২২ কাতার বিশ্বকাপ আয়োজনে দুর্নীতির অভিযোগে গ্রেফতার মিশেল প্লাতিনি

উল্লেখ্য, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে কাতারে। ২০১০-এ ওই বিশ্বকাপের আয়োজক হিসেবে মধ্য-প্রাচ্যের এই ধনী দেশের নাম ঘোষাণা করে ফিফা। কিন্তু প্লাতিনিকে ফুটবল থেকে ব্যান করা হয়েছিল। কিন্তু পরে তদন্তে উঠে আসে, ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ হতে ফিফাকে প্রচুর টাকা ঘুষ দেয় কাতার। তৎকালীন উয়েফা প্রেসিডেন্ট তথা ফ্রান্সের কিংবদন্তী মিশেল প্লাতিনির পৌরোহিত্যে এই ডিল হয় বলে তদন্তে জানা যায়। এর জন্য ২০১১ সালে ফিফার কাছ থেকে প্লাতিনি কুড়ি লাখ সুইস ফ্রাঁ নেন বলে অভিযোগ।

দুর্নীতি সংক্রান্ত সব তথ্য প্রমাণ তাঁর বিপক্ষে যাওয়ায় ৬৩ বছরের মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য ফুটবলের যে কোনও ধরনের কর্মকাণ্ড থেকে ব্যান করে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট। পরে সেই শাস্তি লাঘব হয়ে চার বছরে সীমাবদ্ধ হয়। যার মেয়াদ গত মার্চেই শেষ হয়। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে আরও তথ্য জানতে জেরা করার উদ্দেশে প্লাতিনিকে মঙ্গলবার ফ্রান্সের জুডিশিয়াল পুলিশের অ্য়ান্টি কোরাপশান দফতরে ডেকে পাঠানো হয়। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টের নির্দেশ সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।

২০২২ কাতার বিশ্বকাপ আয়োজনে দুর্নীতির অভিযোগে গ্রেফতার মিশেল প্লাতিনি

অন্যদিকে, মঙ্গলবার একই মামলার শুনানিতে ফুটবল কর্মকাণ্ড থেকে নির্বাসিত হওয়া প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যথাক্রমে সেফ ব্লাটার ও ক্লাউডে গুয়েনাটের বয়ান রেকর্ড করেন লুসানের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট। তাঁদের জেরা করে প্লাতিনির বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত আরও তথ্য জোগাড় হয়েছে বলে সূত্রের খবর।

English summary
French Legend Michel Platini arrested for 2022 Qatar World Cup corruption.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X