
আই লিগ: ঘরের মাঠে গোকুলামের বিরুদ্ধে ম্যাচ জিতে দু'নম্বরে উঠে এল মোহনবাগান
কল্যাণীতে গোকুলাম এফসিকে হারিয়ে আই লিগে দ্বিতীয় জয় মোহনবাগানের। এদিন দক্ষিণের দল গোকুলাম এফসিকে ২-১ ব্যবধানে হারালো মোহনবাগান।

এই ম্যাচ জয়ের ফলে ৪ ম্যাচ শেষে ২টি জয়, একটি হার ও ১টি ড্রয়ের পর ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন দু'নম্বরে মোহনবাগান। ৪ ম্যাচ শেষে মোহনবাগানের থেকে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থানে রয়েছে ইস্টবেঙ্গল।
মোহনবাগানের হয়ে ম্যাচে এদিন দুটি গোল করেন গঞ্জালেজ। রবিবার ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল। তার আগে এদিন ম্যাচ জয় মনস্তাত্ত্বিকভাবে বাগানকে সমতায় রাখল বলা চলে। ডার্বির আগে ইস্টবেঙ্গলও তাঁদের শেষ ম্যাচে ট্রাউয়ের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছে।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">FULL-TIME! That's the end of that 🙌<a href="https://twitter.com/Mohun_Bagan?ref_src=twsrc%5Etfw">@Mohun_Bagan</a> have pulled off a major victory against <a href="https://twitter.com/GokulamKeralaFC?ref_src=twsrc%5Etfw">@GokulamKeralaFC</a> 😱<br><br>MB 2-1 GKFC<a href="https://twitter.com/hashtag/HeroILeague?src=hash&ref_src=twsrc%5Etfw">#HeroILeague</a> 🏆 <a href="https://twitter.com/hashtag/IndianFootball?src=hash&ref_src=twsrc%5Etfw">#IndianFootball</a> ⚽ <a href="https://twitter.com/hashtag/LeagueForAll?src=hash&ref_src=twsrc%5Etfw">#LeagueForAll</a> 🤝 <a href="https://twitter.com/hashtag/MBGKFC?src=hash&ref_src=twsrc%5Etfw">#MBGKFC</a> 💥 <a href="https://t.co/aMpmbY9dyQ">pic.twitter.com/aMpmbY9dyQ</a></p>— Hero I-League (@ILeagueOfficial) <a href="https://twitter.com/ILeagueOfficial/status/1206566969471688709?ref_src=twsrc%5Etfw">December 16, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ম্যাচে এদিন প্রথমার্ধে গঞ্জালেজের গোলে ২৪ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন গঞ্জালেজ। ৪৮ মিনিটে দ্বিতীয় গোলটির ক্ষেত্রে বেইতিয়ার কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করে যান গঞ্জালেজ। প্রতি ম্যাচেই দলের ত্রাতা হয়ে ধরা দিচ্ছেন গঞ্জালেজ। আই লিগে এবারে বেশ শক্তিশালী দল গোকুলাম। এদিন বাগানের হয়ে প্রথমার্ধে মার্কাস প্রমার্ধের ইনজুরি টাইমে গোল করে দলের হয়ে সমতা ফেরালেও শেষরক্ষা করতে পারেননি।