For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় ক্যাম্পে ডাক পেলেন চার বিশ্বকাপার

২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতিমূলক ক্যাম্পে ডাক পেলেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেওয়া চার ফুটবলার।

Google Oneindia Bengali News

২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতিমূলক ক্যাম্পে ডাক পেলেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেওয়া চার ফুটবলার। স্টিফেন কনস্টানটাইনের বাছা এই চার ফুটবলারের মধ্যে বাংলা থেকে এক মাত্র রয়েছেন ফরোয়ার্ড রহিম আমি। এই চার ফুটবলার হলেন প্রভসুখন সিং গিল, সুরেশ সিং ওয়াংজাম, রহিম আলি এবং রাহুল কেপি।

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় ক্যাম্পে ডাক পেলেন চার বিশ্বকাপার

এই চার ফুটবলারই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডেভলপমেন্ট টিম ইন্ডিয়ান অ্যারোজের সদস্য। ২৮ জুলাই বাকি ৩০ জন ফুটবলারের সঙ্গে দিল্লিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা এই চার ফুটবলারের। বাকি ৩০ জনের মধ্যে ২৯ জনই অনূর্ধ্ব-২৩ ফুটবলার। এক মাত্র সিনিয়ার ফুটবলার হিসেবে দলে রয়েছেন সুমিত পাসি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত গ্রুপ বি-তে স্থান পেয়েছে। গ্রুপ বি-তে ভারত ছাড়াও রয়েছে ১৯৯৫ সাফ চ্যাম্পিয়নশিপ দল শ্রীলঙ্কা এবং ২০০৮ সাফ চ্যাম্পিয়ন মলদ্বীপ। বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ৬ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কোন মাঠে প্রথম ম্যাচ খেলবে ভারত, তা এখনও চূড়ান্ত হয়নি। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৫ সেপ্টেম্বর।

তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া কনস্টানটাইন বলেন, 'তরুণ প্লেয়ারদের নিয়ে খেলতে চলা এই টুর্নামেন্টে আমাদের কাছে একটা চ্যালেঞ্চ। কিন্তু এই রকমটাই আমরা চাই।'

English summary
Four U-19 players who represented India in the FIFA U-17 World have been summoned by National Coach Stephen Constantine for the preparatory camp for the SAFF Championship.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X